LIC IPO Launch Date: এই সময় আসতে পারে এলআইসির আইপিও, জেনে নিন কী ভাবছে সরকার
LIC IPO: ১২ মের এর আগে LIC IPO শুরুর উদ্যোগ নিতে পারে কেন্দ্র। আগে মার্চে এই আইপিও বাজারে আনার প্রস্তুতি নিয়েছিল সরকার।
LIC IPO: আর বেশি দেরি করতে চাইছে না সরকার। ১২ মের এর আগে LIC IPO শুরুর উদ্যোগ নিতে পারে কেন্দ্র। আগে মার্চে এই আইপিও বাজারে আনার প্রস্তুতি নিয়েছিল সরকার। যদিও রুশ-ইউক্রেন (Russia Ukraine War) যুদ্ধের কারণে শেয়ারবাজারে অস্থিরতা তৈরি হওয়ায় সেই পরিকল্পানা থেকে সরে আসে সাউথ ব্লক। তবে বাজারের গতি বদলাতেই এখন ফের LIC IPO আনার কথা ভাবছে সরকার।
LIC IPO Launch Date: কবে নেওয়া হবে সিদ্ধান্ত ?
শীঘ্রই বিলগ্নিকরণ নিয়ে গঠিত মন্ত্রীগোষ্ঠীর বৈঠক হবে বলে খবর। সেখানেই LIC IPO-র শেয়ারের মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পাশাপাশি এই বৈঠকেই শেয়ার বাজারের অবস্থার পরিপ্রেক্ষিতে এলআইসি-র আইপিওর সময় নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।
LIC IPO Update: সূত্রের খবর ১১ মার্চ LIC IPO শেয়ার বাজারে আনার পরিকল্পনা করছিল সরকার। প্রথম দিনে সুযোগ দেওয়া হত অ্যাঙ্কর ইনভেস্টারদের। বাকি বিনিয়োগকারীদের জন্য ১১ মার্চের পরে খোলার কথা আইপিও-র।মিডিয়া রিপোর্ট বলছে, ইতিমধ্যেই SEBI-র অনুমোদন পেয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থার এই আইপিও। শীঘ্রই বাজারে আসতে চলেছে এর ইস্যু।
LIC IPO-র মাধ্যমে ৮ বিলিয়ন ডলার অর্থাৎ 65,400 কোটি টাকা তুলতে পারে সরকার। সূত্রের খবর, এলআইসি আইপিও প্রাইস ব্যান্ড প্রতি শেয়ার ২০০০ থেকে ২১০০ টাকা নির্ধারণ করা হতে পারে৷মনে করা হচ্ছে, ১.৫৮ কোটি শেয়ার কর্মীদের জন্য সংরক্ষিত রাখবে LIC। যা তাদের প্রতি শেয়ার 1890 টাকা হারে 10 শতাংশ ছাড়ে দেওয়া হবে। এ ছাড়াও পলিসি হোল্ডারদের জন্য ৩.১৬ কোটি শেয়ার ১০ শতাংশ ছাড় সহ ১৮৯০ টাকায় দেওয়া হবে৷
LIC IPO Update: অর্থনীতিবিদরা বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে সারা বিশ্বের অর্থনীতি। এরকম একটা সময়ে দেশের বাজারে বিশাল প্রত্যাশা নিয়ে আসতে চলেছে LIC IPO। বিশ্ববাজারে ইতিমধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভয়ানক প্রভাব পড়েছে। যার সাক্ষী থেকেছে সেনসেক্স, নিফটি। তাই নতুন করে এই বিষয়ে ঝুঁকি নিতে চাইছে না সরকার। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে দেওয়া ইন্টারভিউতে সীতারমন বলেছেন, " আমি যথা সময়ে আইপিও আনার পক্ষপাতী। সেই অনুযায়ী পরিকল্পনা করা হয়েছে। যদিও এখন বিশ্বের পরিস্থিতির কথা বিবেচনা করেই আমাকে এই বিষয়ে নিশ্চিত হতে হবে।''
আরও পড়ুন : LIC Policy ALert: প্রতারকদের হাতে টাকা দিচ্ছেন ? এই নামে কোনও পলিসি নেই LIC-র