LIC IPO: সুখবর ! LIC IPO-তে এরা পেতে পারেন ৫ শতাংশ ছাড়
LIC IPO Update: দেশের বৃহত্তম বিমা কোম্পানি তার আইপিওতে আবেদনকারী পলিসি হোল্ডারদের ছাড় দিতে পারে। সব মিলিয়ে ৫ শতাংশ হতে পারে এই ছাড়ের পরিমাণ।
LIC IPO Update: LIC IPO-র বিনিয়োগের ক্ষেত্রে সুবিধা পেতে পারেন কেউ-কেউ। দেশের বৃহত্তম বিমা কোম্পানি তার আইপিওতে আবেদনকারী পলিসি হোল্ডারদের ছাড় দিতে পারে। সব মিলিয়ে ৫ শতাংশ হতে পারে এই ছাড়ের পরিমাণ। রিপোর্ট বলছে, ভারতীয় স্টক মার্কেটের ইতিহাসে সবচেয়ে বড় আইপিওতে বিনিয়োগের জন্য LIC পলিসি হোল্ডারদের জন্য রিজার্ভ কোটাও রাখতে পারে।
LIC IPO-তে কেবল পলিসি হোল্ডারদের জন্যই ছাড় থাকছে না। এই সুবিধা পাবেন খুচরা বিনিয়োগকারী ও LIC-র কর্মচারীরাও । এই ছাড় শেয়ারের উপরের ব্যান্ড অর্থাৎ শেয়ারের দামের উপর নির্ভর করবে। রিপোর্ট বলছে, ১০ ফেব্রুয়ারি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)-র কাছে একটি খসড়া কাগজ (DRHP) ফাইল করতে পারে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)।
LIC IPO Update: ইতিমধ্যেই পলিসি হোল্ডারদের আইপিও কেনার প্রস্তুতি শুরু করতে বলেছে LIC। সংরক্ষিত বিভাগে আইপিও কেনার জন্য পলিসির সাথে প্যান নম্বর লিঙ্ক করার পরামর্শ দিয়েছে সংস্থা। শুধু তাই নয়, এলআইসি পলিসি হোল্ডারদের আইপিওর জন্য আবেদন করতে একটি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে বলেছে। LIC IPO-তে আবেদন করার জন্য, একজনের একটি বৈধ ডিম্যাট অ্যাকাউন্ট থাকতেই হবে। পলিসি হোল্ডারদের বিজ্ঞাপন ও ইমেলের মাধ্যমে এই বার্তা পাঠাচ্ছে কোম্পানি।
LIC-র ২৫ কোটি পলিসি হোল্ডার : এলআইসির মোট ২৫ কোটি পলিসিহোল্ডার রয়েছে। যেখানে দেশে ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ডারের সংখ্যা ৭.৫ কোটির কাছাকাছি। এরকম একটা
পরিস্থিতিতে, যে সব পলিসি হোল্ডাররা এলআইসি শেয়ার কিনতে চান, তাদের ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। তাই ক্রমশ বেড়েই চলেছে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার সংখ্যা। করোনার সময়ে শেয়ারবাজারে বিনিয়োগকারীর সংখ্যাও ব্যাপকভাবে বেড়েছে। রেকর্ড সংখ্যক নতুন ডিম্যাট ট্রেডিং অ্যাকাউন্ট খোলা হয়েছে।২০১৯-২০ সালে ডিম্যাট ট্রেডিং অ্যাকাউন্টের সংখ্যা ছিল মাত্র ৪.০৯ কোটি, যা ২০২০-২১ সালে ৫.৫১ কোটিতে পৌঁছেছে। গত ৩১ অক্টোবর পর্যন্ত এই সংখ্যাটা ছিল ৭.৩৮ কোটি।
২০ থেকে ৩০ লক্ষ নতুন ডিম্যাট অ্যাকাউন্ট খোলার আশা : LIC-এর পলিসি হোল্ডারদের জন্য LIC IPO-তে ১০ শতাংশ রিজার্ভ কোটা রাখাই সরকারের উদ্দেশ্য। এমন পরিস্থিতিতে এলআইসি-র আইপিওতে বিনিয়োগ করার জন্য ডিম্যাট অ্যাকাউন্ট খোলার সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। ফেব্রুয়ারি ও মার্চের প্রথম সপ্তাহের মধ্যে নতুন ডিম্যাট অ্যাকাউন্ট খোলার সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। মনে করা হচ্ছে, আগামী দেড় মাসে LIC IPO-কে কেন্দ্র করে ২০ থেকে ৩০ লক্ষ নতুন ডিম্যাট অ্যাকাউন্ট খোলার সম্ভাবনা রয়েছে।
ইমেল, এসএমএস পাঠাচ্ছে LIC : ইতিমধ্যেই নিজের কাজ করতে শুরু করে দিয়েছে সংস্থা। পলিসি হোল্ডারদের পলিসির সাথে প্যান নম্বর লিঙ্ক করতে ক্রমাগত ইমেল ও এসএমএস
পাঠাচ্ছে LIC। যার মধ্যে কীভাবে প্যান আপডেট করবেন তাও বলা হচ্ছে। LIC পলিসি হোল্ডাররা https://licindia.in বা https://licindia.in/Home/Online-PAN-Registration-এ গিয়ে পলিসির সাথে প্যান নম্বর লিঙ্ক করতে পারেন। লিঙ্ক করার সময়, পলিসিহোল্ডারকে তার পলিসি নম্বর, প্যান নম্বর, জন্ম তারিখ, ইমেল আইডি আপডেট করতে হবে। পলিসি হোল্ডাররা চাইলে তাদের প্যান পলিসির সাথে লিঙ্ক করা আছে কিনা তাও পরীক্ষা করতে পারেন।