search
×

LIC IPO Update: ধসের বাজারে আসবে LIC IPO ? এই বিষয়গুলির ওপর নির্ভর করছে সব

LIC IPO Update: ধসের বাজারে সরকার LIC IPO আনবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। বাজারে পতন কি LIC আইপিওতে প্রভাব ফেলবে ? জেনে নিন তারই উত্তর।

FOLLOW US: 
Share:

LIC IPO Update: আর মাত্র কিছুদিনের অপেক্ষো। চলতি অর্থবর্ষেই আসতে চলেছে ভারতীয় স্টক মার্কেটের সবচেয়ে বড় IPO। ইতিমধ্যেই যার জন্য SEBI-র কাছে খসড়া রেড হেরিং প্রসপেক্টাস পাঠিয়েছে LIC। তবে ধসের বাজারে সরকার LIC IPO আনবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। বাজারে পতন কি LIC আইপিওতে প্রভাব ফেলবে ? জেনে নিন তারই উত্তর।

LIC IPO নিয়ে কী প্রত্যাশা সরকারের ?
পরিসংখ্যান বলছে, LIC দেশের বৃহত্তম বিমা সংস্থা। এতে সরকারের ১০০ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। আপাতত কোম্পানির প্রায় ৫ শতাংশ শেয়ার বিক্রি করতে চায় সরকার। ইস্যুটি ৬০,০০০ থেকে ৯০,০০০ কোটি টাকার হতে পারে। যা এক কথায় ভারতীয় বাজারের ইতিহাসে রেকর্ড হতে পারে। বহুদিন ধরেই এই আইপিওর জন্য প্রস্তুতি করছে কোম্পানি। এমনকী পলিসি হোল্ডারদের আইপিও কিনতে ইতিমধ্যেই ডিম্যাট অ্যকাউন্ট খুলতে বলেছে LIC। পাশাপাশি পলিসিটিকে প্যানের সঙ্গে লিঙ্ক করতে বলেছে সংস্থা।

LIC IPO Update: বাজার বিশেষজ্ঞদের মত কী ?

বাজার বিশেষজ্ঞরা বলছেন, দালাল স্ট্রিটের দরপতন অব্যাহত থাকলে LIC IPO নিয়ে সমস্যায় পড়তে পারে সরকার। লাখো চেষ্টা করেও বাজার থেকে ধসের সময় টাকা তোলা কঠিন হবে সরকারের। বর্তমানে বিদেশি বিনিয়োগকারীরা (FII) দেশীয় বাজার থেকে টাকা তুলতে শুরু করেছে। LIC যে অনেক শক্তি নিয়ে আসছে, সেই বিষয়ে সন্দেহ নেই লগ্নিকারীদের। যদিও দুর্বল বাজারে এলে আশাতীত ফল পাবে না বলে মনে করছে স্টক অ্যানালিস্টরা। 

LIC IPO: পিছু হটতে পারে সরকার ?

বর্তমানে এক আইপিও আনার সময়ের কথা ঘোষণা করে আর পিছু হটতে পারবে না সরকার। সেই ক্ষেত্রে এই আইপিও স্থগিত করার সুযোগ নেই। কারণ এক বছরেরও বেশি সময় ধরে LIC-কে বাজারে তালিকাভুক্ত করার চেষ্টা করছে গভর্নমেন্ট। চলতি অর্থবর্ষে সরকারের বিনিয়োগ লক্ষ্যমাত্রা পূরণের জন্য এই আইপিও প্রয়োজন। এই মাসের শুরুতে পেশ করা বাজেটে অর্থমন্ত্রী মার্চের মধ্যেই এলআইসি-র আইপিও আসবে বলে ঘোষণা করেছেন। 

LIC IPO Update: ভাল নয় IPO-র হাল

এলআইসি যদি আইপিওর মাধ্যমে 8 বিলিয়ন ডলার সংগ্রহ করে, তা হবে গত বছরের আইপিও থেকে তোলা মোট অর্থের প্রায় অর্ধেক। এ বছর প্রায় ৪০টি কোম্পানি আইপিও চালু করার পরিকল্পনা করেছে। এ জন্য বাজারে পর্যাপ্ত অর্থের প্রয়োজন। অন্যদিকে, নতুন তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রায় এক-তৃতীয়াংশ ইস্যু মূল্যের নিচে লেনদেন করছে। Paytm এই ক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ। তালিকাভুক্তির পর থেকে স্টকটি প্রায় 59 শতাংশ কমেছে।

LIC IPO: পলিসি হোল্ডাররাই জোগাচ্ছে ভরসা

অন্যদিকে, করোনার প্রাদুর্ভাবের পর থেকে বিপুল সংখ্যক খুচরা বিনিয়োগকারী পুঁজিবাজারে প্রবেশ করেছে। এতে দেশে মোট খুচরা বিনিয়োগকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটিরও বেশি। LIC-র প্রায় ২৯ কোটি পলিসি হোল্ডার রয়েছে। কোম্পানিটি তার পলিসি হোল্ডারদের আইপিওতে ১০ শতাংশ শেয়ার রিজার্ভ রাখবে বলে মনে করা হচ্ছে। যা থেকে উপকৃত হতে পারে কোম্পানি। তবে সবই এখন বাজারের ওপর নির্ভর করছে। যদিও অনেকের আশঙ্কা LIC IPO-র লিস্টিং হওয়ার পর বাজারের অনেক টাকাই এই বিমা কোম্পানির দিকে যাবে। সেই অনুযায়ী সমস্যায় পড়তে পারে দালাল স্ট্রিট। 

Published at : 14 Feb 2022 09:09 PM (IST) Tags: BSE nse stock market nifty sensex share market LIC LIC IPO lic ipo update

সম্পর্কিত ঘটনা

IPO Listing: ৩ দিনেই ৭১৫ গুণ সাবস্ক্রিপশন ! বিনিয়োগকারীদের নজরে কলকাতার এই সংস্থার আইপিও

IPO Listing: ৩ দিনেই ৭১৫ গুণ সাবস্ক্রিপশন ! বিনিয়োগকারীদের নজরে কলকাতার এই সংস্থার আইপিও

IPO Alert: লিস্টিংয়ের দিনেই ২০৭-এর শেয়ারের দাম উঠল ২৪০ টাকায়, এই স্টকে দুরন্ত গতি

IPO Alert: লিস্টিংয়ের দিনেই ২০৭-এর শেয়ারের দাম উঠল ২৪০ টাকায়, এই স্টকে দুরন্ত গতি

Emcure Pharma IPO: এই আইপিও থেকে ১২৭ কোটি টাকা আয় করতে পারেন নমিতা থাপার, আপনি নেবেন নাকি ?

Emcure Pharma IPO: এই আইপিও থেকে ১২৭ কোটি টাকা আয় করতে পারেন নমিতা থাপার, আপনি নেবেন নাকি ?

Share Market This Week: আগামী সপ্তাহে আসছে এই আইপিওগুলি, কোনটিতে বিনিয়োগে আপনার লাভ

Share Market This Week: আগামী সপ্তাহে আসছে এই আইপিওগুলি, কোনটিতে বিনিয়োগে আপনার লাভ

Coca-Cola IPO: ভারতেও IPO আনবে কোকা-কোলা, বন্ধ করল এই ব্যবসা

Coca-Cola IPO: ভারতেও IPO আনবে কোকা-কোলা, বন্ধ করল এই ব্যবসা

বড় খবর

Weather Today: নিম্নচাপের মেঘ ঘনাচ্ছে রাজ্যে? জারি হলুদ সতর্কতা, আজ বৃষ্টি দুর্যোগ কোন কোন জেলায়?

Weather Today: নিম্নচাপের মেঘ ঘনাচ্ছে রাজ্যে? জারি হলুদ সতর্কতা, আজ বৃষ্টি দুর্যোগ কোন কোন জেলায়?

Mukul Roy Injured: বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট! কলকাতার হাসপাতালে ভর্তি মুকুল রায়

Mukul Roy Injured: বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট! কলকাতার হাসপাতালে ভর্তি মুকুল রায়

Narendra Modi: সংসদে মোদির মুখে চোপড়া-কাণ্ড! নাম না করে নিশানায় তৃণমূল?

Narendra Modi: সংসদে মোদির মুখে চোপড়া-কাণ্ড! নাম না করে নিশানায় তৃণমূল?

Kolkata News: ছানি অপারেশনের পর চোখে 'আঁধার', হাসপাতালের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

Kolkata News: ছানি অপারেশনের পর চোখে 'আঁধার', হাসপাতালের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ