Upcoming IPO: ২০০০ কোটির IPO আনবে এই আইসক্রিম প্রস্তুতকারক সংস্থা, মুনাফার সুযোগ ?
Milky Mist IPO: ২০ হাজার কোটি টাকার এই সংস্থা এবারে ২ হাজার কোটির আইপিও আনবে। সম্প্রতি জানা গিয়েছে আইসক্রিম এবং পনির প্রস্তুতকারক সংস্থা মিল্কি মিস্ট এবার বাজারে তাদের আইপিও নিয়ে আসতে চলেছে।
Milky Mist IPO: ছোট-বড় বহু সংস্থাই এখন বাজারে তাদের আইপিও নিয়ে আসছে। গত কয়েকমাসে মেইনবোর্ড থেকে এসএমই সেগমেন্টে বহু সংস্থার আইপিও এসেছে। বিনিয়োগকারীরা এই আইপিওর মাধ্যমে বহু মুনাফাও করেছেন। সম্প্রতি জানা গিয়েছে আইসক্রিম এবং পনির প্রস্তুতকারক সংস্থা মিল্কি মিস্ট এবার বাজারে তাদের আইপিও (Upcoming IPO) নিয়ে আসতে চলেছে। ২০ হাজার কোটি টাকার এই সংস্থা এবারে ২ হাজার কোটির আইপিও আনবে। সংস্থার মালিক টি সতীশ কুমার উচ্চ বিদ্যালয়ের পড়াশোনাও শেষ করেননি, তাঁর এই স্টার্ট আপ মানুষের মনে অন্য এক অনুপ্রেরণা দেয়।
নেসলে ব্রিটানিয়ার সঙ্গে টক্কর দেবে এই সংস্থা
এর আগে বাজারে হাটসুন অ্যাগ্রো প্রোডাক্টস, হেরিটেজ ফুডস, পরাগ মিল্ক ফুডস, দোদলা ডেয়ারি এই সব সংস্থার আইপিও বাজারে এসেছে। নেসলে, ব্রিটানিয়া, আমূলের মত বড় কোম্পানির স্টক তো ইতিমধ্যেই বাজারে আছেই। এবারে এই সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামবে মিল্কি মিস্ট। এই সংস্থার সিইও কে রত্নম বলেছেন যে কোম্পানিটি তাঁর আইপিওর মাধ্যমে সংস্থাকে আরও সম্প্রসারিত করতে চাইছেন। আগামী ১০ থেকে ১২ মাসের মধ্যেই এই সংস্থার বাজার মূলধন হবে ২০ হাজার কোটি টাকা আর সেই মূল্যে আইপিওর মাধ্যমে বাজার থেকে ১৫০০ থেকে ২০০০ কোটি টাকা তুলতে চায় এই সংস্থা।
এখন মিল্কি মিস্ট সংস্থার লক্ষ্য হল একটি জাতীয় ব্র্যান্ডে পরিণত হওয়া। কে রত্নম জানিয়েছেন যে আইপিও চালু করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করছিলেন তারা। সংস্থার আর্থিক বিপণন এবং পণ্য বিপণন বাজারের সমস্ত রকম প্রতিযোগিতাকে টেক্কা দিতে পারবে। জানা গিয়েছে বাজারে আইপিও আনতে প্রায় ১ বছর সময় লাগবে এই সংস্থার। দক্ষিণ ভারতে এখন একটি শক্তিশালী সংস্থা হিসেবে গড়ে উঠেছে এই মিল্কি মিস্ট। তবে আঞ্চলিক গণ্ডির বাইরে বেরিয়ে সারা দেশেই নিজেদের ছাপ রাখতে চায় এই সংস্থা।
১৯৯৪ সালে তৈরি হয় এই সংস্থা
১৯৯৪ সালে টি সতীশকুমার এই সংস্থা তৈরি করেন। উচ্চ বিদ্যালয়ের পড়াশোনার পাট চুকিয়ে এই ব্যবসা শুরু করেছিলেন তিনি। গত কয়েক বছরে এই সংস্থা দই, পনির, মাখন, আইসক্রিম ইত্যাদি পণ্য উৎপাদন ও বিপণন করে আসছে। বলা যায় এই ব্যবসার ক্ষেত্রে বাজার দখল করেছে এই সংস্থা।
প্রাইভেট ইকুইটি বাড়াতে তিন বার চেষ্টার পর এবারে সফলভাবে আইপিও আনার প্রয়াস করেছে এই সংস্থা। গত অর্থবর্ষে মিল্কি মিস্ট সংস্থায় আয় ছিল ১৯৪০ কোটি টাকা। ৫০ কোটি টাকার মুনাফাও হয়েছিল। ২৭০০ কোটি টাকার রেভিনিউ লক্ষ্যমাত্রা রয়েছে এই সংস্থার। দিল্লি এনসিআর ছাড়াও মিল্কি মিস্ট সংস্থা এই বছর মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশের বাজারে নিজেদের জায়গা করে নিয়েছে ক্রমে।
আরও পড়ুন: Petrol Price: বাংলার ৬ জেলায় সস্তা পেট্রোল-ডিজেল, সপ্তাহান্তে কলকাতায় পেট্রোলের দাম কি কমল ?