Jio Recharge: ডেটা ছাড়া সস্তায় পাবেন আনলিমিটেড কলিং, জিও আনল নতুন রিচার্জ প্ল্যান
Jio New Recharge Plan: এই নতুন এন্ট্রি লেভেল প্ল্যানে আপনি আনলিমিটেড ভয়েস কলিং এবং মোট ১ হাজার এসএমএসের সুবিধে পাবেন। এই প্ল্যানের বৈধতা থাকবে ৮৪ দিনের জন্য।

Reliance Jio: ভারতের কেন্দ্রীয় টেলিকম রেগুলেটরি অথরিটির নির্দেশ মেনে জিও এবার তাদের রিচার্জ প্ল্যান ট্যারিফে বদল আনল। এবার থেকে মিলবে ডেটা ছাড়া ভয়েস কলিং এবং এসএমএসের সুবিধে। টেলিকম বিভাগের পক্ষ থেকে শুধু ভয়েস ও এসএমএসের জন্য আলাদা স্পেশাল ট্যারিফ ভাউচার (Jio Recharge) নিয়ে আসার নির্দেশ মেনে এই বদল আনা হয়েছে। এবার থেকে যে গ্রাহকদের (Mobile Recharge) ডেটার প্রয়োজন হবে না, তারা এই বিশেষ রিচার্জ করে তাদের প্রয়োজন মেটাতে পারবেন।
জিওর নতুন রিচার্জ প্ল্যান
৪৫৮ টাকার ভয়েস ওনলি প্ল্যান
এই নতুন এন্ট্রি লেভেল প্ল্যানে আপনি আনলিমিটেড ভয়েস কলিং এবং মোট ১ হাজার এসএমএসের সুবিধে পাবেন। এই প্ল্যানের বৈধতা থাকবে ৮৪ দিনের জন্য। গ্রাহকরা জিও টিভি, জিও সিনেমা (নন প্রিমিয়াম) এবং জিও ক্লাউডের মত জিও অ্যাপগুলিতে এই রিচার্জ করে বিনামূল্যেই অ্যাক্সেস পাবেন। এর আগে ৪৭৯ টাকার একটি মোবাইল রিচার্জ ছিল যেখানে গ্রাহকরা ভয়েস এবং এসএমএসের সুবিধের পাশাপাশি ৬ জিবি ডেটাও পেতেন। তার থেকে এই নতুন রিচার্জের দাম কমানো হয়েছে ২১ টাকা। আপডেটেড এডিশন কেবলমাত্র ভয়েস এবং মেসেজিং পরিষেবাগুলিতে লক্ষ্য করে ডেটার সুবিধেকে সরিয়ে দিয়েছে।
১৯৫৮ টাকার ভয়েস ওনলি প্ল্যান
যে সমস্ত গ্রাহকরা দীর্ঘমেয়াদি উপায় খুঁজছেন, তাদেরকেও নিরাশ করছে না জিও। জিও ভয়েস ওনলি প্ল্যানটি সারা বছরের জন্যও নিয়ে এসেছে। এতে আপনি ৩৬০০ এসএমএস, আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধে পাবেন। এর মধ্যে আপনি জিওর সমস্ত অ্যাপের সুবিধে পাবেন। এই রিচার্জ প্ল্যানের বৈধতা থাকবে ৩৬৫ দিনের জন্য। এর আগে জিওর একটি রিচার্জ প্ল্যান ছিল ১৮৯৯ টাকার যেখানে ৩৩৬ দিনের বৈধতা মিলবে আর ভয়েস কলিং, এসএমএসের সঙ্গে সঙ্গে ৬ জিবি ডেটাও পেতেন গ্রাহকরা। এবারের নতুন প্ল্যানে খরচ বেড়েছে ৫৯ টাকা। আর অন্যদিকে এই প্ল্যানের বৈধতা বাড়ানো হয়েছে ২৯ দিন।
এই প্ল্যান বাতিল করল জিও
এই নতুন দুটি রিচার্জ প্ল্যান নিয়ে আসার সঙ্গে সঙ্গে রিলায়েন্স জিও ১৮৯ টাকার ভ্যালু প্ল্যানটি বাতিল করে দিয়েছে। এই প্ল্যানে আগে গ্রাহকরা পেতেন আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধে, ৩০০ এসএমএস এবং ২ জিবি ডেটার সুবিধে।
আরও পড়ুন: Buying or Renting home : বাড়ি কেনা না ভাড়া থাকা, কোনটা বুদ্ধিমানের কাজ ? বিশেষজ্ঞরা কী বলছেন






















