লকডাউনে ফ্রি-ইন্টারনেট দিচ্ছে জিও? ভাইরাল হোয়াটসঅ্যাপ মেসেজের সত্যিটা কী জানুন
সেই সমস্ত লোকের সংখ্যাও নেহাত কম নয়, যারা এই মহামারীর পরিস্থিতিতেও অন্যদের ঠকানোর চেষ্টায় কোনও ফাঁক রাখছে না।
মুম্বই: বিশ্বজুড়ে করোনা সংক্রমণের সমস্যা আর দেশে লকডাউন-- এই দুয়ের মাঝে সোশ্যাল মিডিয়ায় হরেক রকমের মেসেজ ঘুরে বেড়াচ্ছে। কোথাও করোনা সংক্রান্ত কোনও মেসেজ ফরোয়ার্ড হচ্ছে তো কোথাও ভেসে আসছে হরেক রকমের অফার। সেই সমস্ত লোকের সংখ্যাও নেহাত কম নয়, যারা এই মহামারীর পরিস্থিতিতেও অন্যদের ঠকানোর চেষ্টায় কোনও ফাঁক রাখছে না।
লকডাউনের সময় মানুষ একে অপরের সহায়তা করছে। দেশের নামী টেলিকম সংস্থা রিলায়েন্সও মানুষকে কিছুটা স্বস্তি ও সহায়তা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর সেই ফাঁকে, হোয়াটসঅ্যাপে একটি মেসেজ ভাইরাল হয়ে উঠেছে, যেখানে বলা হচ্ছে, জিও ঘোষণা করেছে, করোনাভাইরাসের কারণে ২১ দিনের এই লকডাউন পিরিয়ডে জিও আপনাদের বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দিচ্ছে, যাতে আপনারা ঘরে বসেই নিজেদের কাজ করতে পারেন। আমি ফ্রি রিচার্জ পেয়েছি। আপনিও পেতে পারেন। নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে ফ্রি রিচার্জ হাসিল করুন। এই বার্তার পর একটি লিঙ্কও দেওয়া হচ্ছে।
সেখানে বলা হচ্ছে, মনে রাখবেন। যদি আপনার নিজের জিও-র সিম নাও থাকে, তা সত্ত্বেও আপনি আপনার পরিবারের অন্য সদস্য বা কোনও বন্ধুর জন্য রিচার্জ করতে পারেন। এই অফার কেবল ১৪ এপ্রিল,২০২০ পর্যন্ত সীমিত।
তবে সাবধান! লিঙ্ক খুলে দেখা গিয়েছে, তা জিও-র সরকারি ওয়েবসাইটের নয়। যে ওয়েবসাইট খুলছে, তাকে জিও-র ওয়েবসাইটের মতো দেখানোর চেষ্টা করা হয়েছে। এই ভাইরাল হওয়া হোয়াটসঅ্যাপ মেসেজ সম্পর্কে জিও-র মুখপাত্র বলেন,
সাইবার বিশেষজ্ঞদের মতে, এধরনের ভুয়ো ওয়েবসাইটের লিঙ্ক ক্লিক করে সেখানে নিজের পরিচয় ও বিবরণ দিয়ে অনলাইন জালিয়াতির শিকার হতে পারেন মানুষ। তাই, এধরনের ভুয়ো ও অপপ্রচারমূলক ভাইরাল মেসেজ বিশ্বাস করাও উচিত নয় আর ফরোয়ার্ড তো আরও করা উচিত নয়।