Johnson Powder: জনসনের বেবি পাউডারে মেশানো হবে এই জিনিস, আমেরিকায় বন্ধ বিক্রি
Baby Powder: আগামী বছর থেকে বদলে যাবে কোম্পানির বেবি পাউডারের উপকরণ। এবার থেকে ভুট্টার মাড় ব্যবহার করা হবে ফার্মা কোম্পানি জনসন অ্যান্ড জনসনের (Johnson And Johnson) বেবি পাউডারে (Baby Powder)।
Baby Powder: আগামী বছর থেকে বদলে যাবে কোম্পানির বেবি পাউডারের উপকরণ। এবার থেকে ভুট্টার মাড় ব্যবহার করা হবে ফার্মা কোম্পানি জনসন অ্যান্ড জনসনের (Johnson And Johnson) বেবি পাউডারে (Baby Powder)। শীঘ্রই বাজারেও পাওয়া যাবে এই প্রোডাক্ট। মূলত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডায় এই পাউডার বিক্রি বন্ধ করার দু-বছর পর এই সিদ্ধান্ত নিয়েছে এই ফার্মা জায়ান্ট। যদিও একে কেবল ব্যবসায়িক সিদ্ধান্ত বলেছে কোম্পানি।
Johnson Powder: মহিলাদের সমস্যা থেকে এই সিদ্ধান্ত ?
ইতিমধ্যেই জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে ৩৮,০০০ মামলা করেছেন মহিলারা। তাঁদের অভিযোগ, জনসনের প্রোডাক্টে অ্যাসবেস্টস নামের ক্ষতিকারক উপকরণ রয়েছে। যে কারণে মহিলারা ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। যদিও এই অভিযোগে আমল দিতে নারাজ কোম্পানি। জনসনের তরফে জানানো হয়েছে, কয়েক দশকের গবেষণায় দেখা গিয়েছে, এই পণ্যগুলি ব্যবহার করা নিরাপদ।
Baby Powder: পাউডারে কী আছে ?
মাত্র দু-বছর আগের কথা। ২০২০ সালে, সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় তার পাউডার বিক্রি বন্ধ করে দেয়। এই পাউডারে অ্যাসবেস্টসের এক ধরনের ক্ষতিকর ফাইবার পাওয়া যায়। বিশেষজ্ঞদের ধারণা, এর মাধ্যমে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে মানুষ। এই পাউডার থেকে জরায়ুতে ক্যান্সারের অভিযোগ ওঠে কোম্পানির বিরুদ্ধে। যার ফলে ৩৫ হাজারেরও বেশি মহিলা কোম্পানির বিরুদ্ধে মামলা করেন। যে কারণে আমেরিকায় এর চাহিদা উল্লেখযোগ্য হারে কমে যায়। এরপরই বিক্রি কমার অজুহাতে ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় বেবি পাউডার বিক্রি বন্ধ করে দেয় কোম্পানি। যদিও ব্রিটেনসহ বিশ্বের অন্যান্য দেশে বিক্রি জারি রাখে।
Johnson Powder: ১৫ হাজার কোটি টাকা জরিমানা
মার্কিন আদালত এই পাউডারের কারণে ডিম্বাশয়ের ক্যান্সারের বিষয়টি প্রমাণিত হয়। যে কারণে কোম্পানিটিকে ১৫,০০০ কোটি টাকা জরিমানা করা হয়। আদালত বলেছিল, সংস্থাটি শিশুদের স্বাস্থ্য নিয়ে খেলা করেছে। কোম্পানির পণ্যে অ্যাসবেস্টস রয়েছে। মামলার রায়ে বিচারক বলেন, সংস্থারএই অপরাধকে অর্থের সাথে তুলনা করা যায় না। অপরাধ বেড়ে গেলে ক্ষতিপূরণও বড় হওয়া উচিত।
Johnson And Johnson: আমেরিকায় সম্পূর্ণ বন্ধ
জনসন বেবি পাউডার, ১৮৯৪ সাল থেকে বিক্রি হচ্ছে। বিভিন্ন দেশে এটি ফ্যামিলি প্রোডাক্টের প্রতীক হয়ে উঠেছে। ১৯৯৯ সাল থেকে কোম্পানির বেবি প্রোডাক্ট বিভাগ তার বিপণন প্রতিনিধিত্ব করতে ব্যবহৃত হয়। জনসন অ্যান্ড জনসনের নম্বর ওয়ান ব্র্যান্ড বলতে বেবি পাউডার। এখন আমেরিকায় বেবি সেই পাউডার পুরোপুরি বন্ধ করে দিয়েছে কোম্পানি।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )