Bangladesh News: সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণর জামিন-শুনানি, আদালতে ফের শোনা গেল ভারত বিরোধী স্লোগান | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণর জামিন-শুনানি, আদালতে ফের শোনা গেল ভারত বিরোধী স্লোগান
আরও খবর...
বিদ্বেষের বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা। চট্টগ্রামের কাঠগড় এলাকায় হিন্দু যুবক প্রান্ত তালুকদারকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর। মারধরের অভিযোগ উঠল ইসলামিক মৌলবাদীদের বিরুদ্ধে। ওই যুবকের বাড়িতে ৪০ থেকে ৫০ জন মৌলবাদী আক্রমণ চালায় বলে অভিযোগ। 'হিন্দু নির্যাতনের প্রতিবাদে লেখালেখি করায় এই আক্রমণ'। অভিযোগ, দ্য গ্লোবাল বেঙ্গলি হিন্দু কোয়ালিশনের সদস্য পুষ্পিতা গুপ্তর। দ্য গ্লোবাল বেঙ্গলি হিন্দু কোয়ালিশনের সদস্য পুষ্পিতা গুপ্ত এক্স হ্যান্ডলে হামলার ছবি পোস্ট করেছেন। গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ এই ঘটনা ঘটেছে। CC ক্যামেরায় ধরা পড়েছে হিন্দু যুবককে তুলে নিয়ে যাওয়ার ছবি। ছবিতে দেখা যাচ্ছে, সাদা কাপড় জড়িয়ে এক যুবককে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশের সংবাদপত্র ‘সমকাল’ সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। রাতে ওই যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিনহাটায় দিল্লি পুলিশের অভিযান, পরিযায়ী শ্রমিকদের বাড়িতে তল্লাশি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। 'ওরা কে, বাংলায় কে থাকে তার ভেরিফিকেশন আমরা করব। কেন পুলিশ তাদের অনুমোদন দিয়েছে ? আমাদের কাছে কোনও তথ্য পাঠায়নি। এখানে কোন পরিযায়ী শ্রমিক আছে, তার ভেরিফেকেশন দিল্লি পুলিশ করতে পারে না। ডিজিকে কেন জানানো হয়নি, বিএসএফকে খিচুড়ি খাওয়াচ্ছো, দিল্লি পুলিশকে বিরিয়ানি খাওয়াচ্ছো, রাজ্যকে রসাতলে পাঠাচ্ছো।' কোচবিহারের ডিএম, এসপিকে তুলোধোনা মুখ্যমন্ত্রীর।