Kissing Device: দূরে থেকেও কাছের অনুভূতি ! মন চাইলেই চুমু খেতে পারবেন মনের মানুষকে, এল 'কিসিং ডিভাইস'
Tech News: দেশে হোক বা বিদেশে, মনের মানুষ দূরে থাকলেও পাবেন কাছের অনূভূতি। চাইলেই ভিডিও কলে পাবেন আদরের আশ্বাস। এমনই এক অভিনব যন্ত্র তৈরি করেছে চিনের এক কোম্পানি।
Tech News: দেশে হোক বা বিদেশে, মনের মানুষ দূরে থাকলেও পাবেন কাছের অনূভূতি। চাইলেই ভিডিও কলে পাবেন আদরের আশ্বাস। এমনই এক অভিনব যন্ত্র তৈরি করেছে চিনের এক কোম্পানি। যেখানে প্রিয়জনের ওষ্ঠে পাবেন প্রেমের পরিচয়।
Kissing Device: যন্ত্র দেবে প্রেমের স্বাদ !
বদলে যাচ্ছে প্রযুক্তির ভাষা। মানুষের অনুভূতিও এখন পরিণতি পাচ্ছে প্রযুক্তির হাত ধরে। সম্প্রতি এমনই এক যন্ত্রের সাক্ষী হয়েছে চিন। ড্রাগনের দেশে এক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তৈরি করেছে এই যন্ত্র। নাম যার 'কিসিং ডিভাইস'। প্রকাশ্যে আসার পর থেকই এই যন্ত্র নিয়ে শোরগোল পড়ে গিয়েছে ইন্টারনেটে।
Tech News: কেন এই যন্ত্র ?
বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা জানিয়েছে,মূলত দূরের অনুভূতিতে কাছে পৌঁছে দেওয়াই এই যন্ত্রের কাজ। দেশ-বিদেশে বসবাসকারীদের জন্য ডিজাইন করা হয়েছে এই ডিভাইস। প্রায়শই, দূরে থাকা দম্পতিরা একে অপরের সঙ্গে দেখা করতে পারেন না। চাইলেও আদরের অনুভতি ভাগ করে নিতে পারেন না দু-জন। এই দূরত্ব ঘোচাতেই চিনের বিশ্ববিদ্যালয় উদ্ভাবন করেছে এই বিস্ময়কর যন্ত্র।
China Tech: কী রয়েছে এই যন্ত্রে ?
চিনের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় দাবি, দূরের প্রিয়জনকে আসল চুম্বনের অনুভূতি দেবে এই যন্ত্র। আসলে এই যন্ত্রের মধ্যেই রয়েছে মানুষের মতো ঠোঁট। অ্যাপের সঙ্গে যুক্ত রয়েছে এই ডিভাইস। ভিডিও কলের সময় একবার এই যন্ত্রে চুমু খেলেই একই অনুভূতি ফিরিয়ে দেবে যন্ত্র। যাতে বাস্তবেই মনে হবে, দূরে নেই মনের মানুষ। বর্তমানে, এই যন্ত্র নিয়ে ইন্টারনেটে হৈচৈ পড়ে গেছে। চিনের বাজারে জনগণের কৌতূহল বাড়িয়েছে এই যন্ত্র।
Tech News: কীভাবে মাথায় এল এই ভাবনা ?
ইন্টারনেটে পাওয়া তথ্য বলছে, বান্ধবীর থেকে দূরে থাকার অভিজ্ঞতাই এই যন্ত্রের জন্ম দিয়েছে। যে গবেষক এই ডিভাইস তৈরি করেছেন, আসলে প্রেমিকার থেকে অনেক দূরে থাকতেন তিনি। সেই থেকেই শুরু হয়ে যায়, দূরের মানুষকে কাছে টানার কাজ। তখনই এই ভাবনা মাথায় আসে তাঁর। একবার ডিভাইসটি বাস্তবের মুখ দেখার সঙ্গে স্ঙ্গে ভাইরাল হয়ে গিয়েছে ইন্টারনেটে।
Kissing Device: সাধ্যের মধ্যে দাম ?
এই কিসিং ডিভাইসের দাম রাখা হয়েছে ৩,৪০০ টাকা। একসঙ্গে দম্পতিরা এটি অর্ডার করলে তবে দাম পড়বে ৬,৫৪৭ টাকা।
আরও পড়ুন : Weird Job: 'গাঁজা টানলে' মাসে ৮৮ লাখ, চাকরি দিচ্ছে এই কোম্পানি