গতকালের থেকে দাম বাড়ল না কমল ? আজ সোনা-রুপো কিনলে কত খরচ ? স্বস্তি পাবেন গ্রাহকরা ?
বাড়ল না কমল ? কী চলছে আজ পশ্চিমবঙ্গে সোনা-রুপোর বাজারদর ?

কলকাতা : বছর শেষের দিকে। এই বছরে ঊর্ধ্বগতি ছিল সোনার দামে। মাঝে দেখা গিয়েছে ওঠাপড়াও। গতকালের থেকে সোনা বা রুপোর দামে কী ফারাক রয়েছে ? দৈনিক সোনা-রুপোর বাজার দর দেখে নিতে পারবেন এবিপি লাইভ বাংলায় (ABP Live Bangla)। আজ কি পশ্চিমবঙ্গে সোনা-রুপোর দামে স্বস্তি পাবেন গ্রাহকরা ? ২৪ ক্যারাট, ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট সমস্ত ক্যাটেগরিতেই সোনার দাম (Gold Rate Today) কি গতকালের থেকে বেড়েছে আজ ? নাকি কমে পাবেন গ্রাহকরা ? রুপোর দামেই বা কতটা হেরফের। কমল না বাড়ল। নতুন রেটচার্টে দেখুন আজ ১ ভরি সোনা কিনতে কত খরচ করতে হবে আপনাদের ? রুপো কিনতেই বা কীরকম দাম পড়বে।
আজকের সোনার দাম ( ২৭ ডিসেম্বর, ২০২৫)
সকাল ১০টা বেজে ১০ মিনিটে
| সোনা | ওজন | টাকায় দাম |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১৩,৮৩৫ |
| ২২ ক্যারেট [916] (কিনতে গেলে) | ১ গ্রাম | ১৩,১৪৫ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ১২,৫৮৯ |
| ১৮ ক্যারেট [750] (কিনতে গেলে) | ১ গ্রাম | ১০,৭৯০ |
| রুপো বার (999) | ১ কেজি | ২,৩৮,৮৯৩ |
উপরের দাম ৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে। অর্থাৎ ক্রয়-বিক্রয়ে ৩ শতাংশ জিএসটিও মূল দামের সঙ্গে লাগু হবে। তথ্যসূত্র - SSBC
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
সোনা কেনা বা বিক্রির সময় কোন কোন বিষয় অবশ্যই মনে রাখবেন :
সোনার বিশুদ্ধতা: সোনা কিনতে গেলে জানবেন, সোনার বিশুদ্ধতা প্রকাশ করা হয় ক্যারেটে। ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি এবং ২২ ক্যারেট সোনা ৯২% খাঁটি। ১৪ এবং ১৮ ক্যারেটে যথাক্রমে মাত্র ৫৮.৩৩% এবং ৭৫% খাঁটি সোনা থাকে।
গয়নায় হলমার্ক: হলমার্কে যে কোনও জুয়েলারের শনাক্তকরণ চিহ্ন, হলমার্কিংয়ের বছর, ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর স্ট্যাম্প উল্লেখ থাকে। BIS স্ট্যাম্প হল একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে যে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুসারে তৈরি করা হয়েছে। এর পাশাপাশি, জুয়েলারদের ব্যক্তিগত হলমার্কও থাকে। তাতে ধাতুর বিশুদ্ধতা এবং তৈরির বছর উল্লেখ থাকে।
ডিসক্লেমার : সোনার দাম সম্পর্কে খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নিন। গ্রাহকদের পরামর্শ দিতে এই প্রতিবেদন। সিদ্ধান্ত একান্তই গ্রাহকের নিজের।






















