JioMart layoff: আবার বড়সড় ছাঁটাই ! এবার এই বিরাট সংখ্যক কর্মীর চাকরি যেতে চলেছে জিও মার্ট থেকে
JioMart layoff News : ১০০০ কর্মীর চাকরি যেতে পারে। একসঙ্গে চাকরি যেতে পারে এত কর্মীর !
বিশ্বজুড়ে বেড়েই চলেছে কর্মী ছাঁটাইয়ের সংখ্যা। এবার ভারতেও একে একে বড় সংখ্যার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করছে কোম্পানিগুলি। এবার সেই তালিকায় নতুন সংযোজন JioMart । সম্প্রতি মেট্রো ক্যাশ এবং ক্যারি (Metro Cash and Carry )অধিগ্রহণ করেছে JioMart । আপাতত সংস্থাটি তার অভ্যন্তরীণ পরিকাঠামো নতুন করে ঢেলে সাজানোর চেষ্টা করছে। সেই সঙ্গে রয়েছে খরচ কমানোর প্রচেষ্টাও। তারই অঙ্গ হিসেবে ১০০০ কর্মীর চাকরি যেতে পারে। একসঙ্গে চাকরি যেতে পারে এত কর্মীর !
আগামী কয়েক সপ্তাহে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তাদের অনলাইন পাইকারি ব্যবসার খরচ খরচার বিষয়টিতে বিশেষ নজর দিচ্ছে। বাড়তি খরচ কমিয়ে ফেলার পরিকল্পনা করছে সংস্থা। সূত্রের খবর পরিকল্পনা করা হচ্ছে পাইকারি বিভাগের দুই-তৃতীয়াংশ কর্মী কমিয়ে ফেলার। সম্প্রতি JioMart grocery B2B স্পেসে অন্যদের সঙ্গে দাম নিয়ে লড়াইয়ে নেমেছে। অর্থাৎ গ্রাহকের কাছে কম মূল্যে জিনিস পৌঁছে দেওয়া যেমন লক্ষ্য, তেমনই লক্ষ্য লভ্যাংশ বাড়ানোর। সেইসঙ্গে সংস্থার নজর , যাতে লোকসান কমিয়ে লাভের মুখ দেখা যায়।
Layoffs In India: মোট কত কর্মীর চাকরি যাবে ?
জানা যাচ্ছে, JioMart তার কর্পোরেট অফিসের ৫০০ জন একজিকিউটিভ সহ হাজার জনেরও বেশি কর্মচারীকে চাকরি ছাড়ার কথা জানিয়েছে। এমনই দাবি, দ্য ইকোনমিক টাইমস-এর সূত্রে। এক সূত্রের দাবি, বেশ কিছু কর্মীকে performance improvement plan এর আওতায় রাখা হয়েছে। সেলস বিভাগের অনেক কর্মীর fixed salary কমিয়ে variable pay structureএ আনা হয়েছে। যাতে কোম্পানির উপর খরচের বোঝা কমে। সেই সঙ্গে কর্মীদের কাজের চাপ বাড়ানোও হচ্ছে পরোক্ষে। যদিও এই তথ্যের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
কোন আশঙ্কায় এই ছাঁটাই ?
মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি অধিগ্রহণের ফলে প্রায় ৩৫০০ জন কর্মচারীর স্থায়ী কর্মী নিয়ে এসেছে। JioMart এর বোঝা বেড়েছে। এই বাড়তি খরচ কমাতে বেশ কিছু পদক্ষেপ করছে এই সংস্থা। তার প্রথম পদক্ষেপ হিসেবে বেশ কিছু আউটলেট বন্ধ করে দেওয়ার কথাও নাকি ভাবা হচ্ছে।
সারা বিশ্বেই চলছে কর্মী ছাঁটাই। ভারতে সম্প্রতি বিভিন্ন বড় কোম্পানির ছাঁটাই করেছে। অ্যামাজন ইন্ডিয়া থেকে এর আগে প্রায় ৫০০ কর্মী ছাঁটাই করা হয়েছে বলে জানা গেছে।
বিশ্ববাজারে মন্দার প্রভাব ধরে ধীরে এবার গ্রাস করছে ভারতকে। এর আগে মার্কিন মুলুকে ছাড়াও বিশ্বের অন্যান্ত প্রান্তে বহু কর্মী ছাঁটাই করেছে প্রযুক্তি কোম্পানিগুলি।
আরও পড়ুন : Instant Loan App: সস্তার ঋণের অফারে রয়েছে ফাঁদ, পা দিলেই ভুগবেন ! চুরি যাবে গোপন তথ্য়