LIC Jeevan Lakshya: পলিসি হোল্ডারের মৃত্যু হলে প্রিমিয়াম দেবে এলআইসি ! দেখুন কী আছে এই প্ল্যানে
LIC Jeevan Lakshya Premium Calculator: ভাল রিটার্নের সঙ্গে সুরক্ষিত জীবন বিমায় বিনিয়োগের কথা ভাবলে এটাই হতে পারে দারুণ উপায়।
LIC Jeevan Lakshya Premium Calculator: ভাল রিটার্নের সঙ্গে সুরক্ষিত জীবন বিমায় বিনিয়োগের কথা ভাবলে এটাই হতে পারে দারুণ উপায়। এই স্কিমে আপনার টাকা সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত থাকবে। জেনে নিন, কী এই পলিসি।
বেসরকারি বহু বিমা কোম্পানির ভিড়ে আজও লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার ওপর আস্থা রাখে দেশবাসী। তাই গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে সময়ে সময়ে দুর্দান্ত পলিসি নিয়ে আসে কোম্পানি। এমনই একটি পলিসির নাম এলআইসি জীবন লক্ষ্য পলিসি। আর্থিক সুরক্ষার পাশাপাশি ভাল রিটার্নের গ্যারান্টি দিতেই এই নীতি এনেছে কোম্পানি।
এলআইসি জীবন লক্ষ্য
এলআইসি-এর জীবন লক্ষ্য পলিসি হল এমন একটি স্কিম যেখানে পলিসি হোল্ডারের মৃত্যুর পরেও পলিসির মেয়াদ পূরণ করা সম্ভব। সবথেকে বড় বিষয়, এই পলিসিতে কোম্পানি পলিসিধারকের মৃত্যুর পর প্রিমিয়াম বহন করে। যার ১০ শতাংশ শেয়ার প্রতি বছর নমিনি বিমার অর্থের আকারে পান।
এরাঁ নিতে পারেন এই পলিসি
এলআইসি জীবন লক্ষ্য প্রকল্পের মেয়াদ ১৩ থেকে ২৫ বছর বয়সীদের জন্য তৈরি করা হয়েছে। যেখানে ১৮ থেকে ৫৫ বছর বয়সীরা এখানে বিনিয়োগ করতে পারেন। মেয়াদপূর্তির তারিখের ৩ বছর আগে পর্যন্ত প্রিমিয়াম দিতে হবে এই পলিসিতে। এখানে মেয়াদপূর্তির সর্বোচ্চ বয়স ৬৫ বছর। পলিসি হোল্ডার এই প্ল্যানে ১ লক্ষ টাকা পর্যন্ত একটি নিশ্চিত পরিমাণ টাকা পান৷ এই স্কিমে, আপনি প্রতি মাসে, ৩ মাস অন্তর, ৬ মাস ছাড়াও বছরে প্রিমিয়াম জমা করতে পারেন।
এখানেও পাবেন 'ডেথ বেনিফিট'
এই পলিসিতে যদি বিমাকৃত ব্যক্তি মেয়াদপূর্তির আগে মারা যান, তবে LIC তার বকেয়া প্রিমিয়াম সংগ্রহ করে। প্রতি বছর মেয়াদপূর্তির আগ পর্যন্ত, বিমার অর্থের ১০ শতাংশ নমিনি পেয়ে থাকেন। মেয়াদপূর্তির পর বাকি টাকা নমিনিকে দেওয়া হয়।