Interest Rate Hike: বাড়বে EMI-এর চাপ ? ফের ঋণের উপর সুদের হার বাড়াল এই ৩ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক
Home Loan EMI: দেশের অন্যতম বড় পাবলিক সেক্টর ব্যাঙ্ক কানারা ব্যাঙ্ক তাদের এমসিএলআর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যাঙ্কে তাঁর সমস্ত মেয়াদের ঋণের ক্ষেত্রে সুদের হার ৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে।
EMI Hike: সস্তায় ঋণ পাওয়ার আশা এবার আর পূরণ হবে না। সম্প্রতি নবম মুদ্রানীতির বৈঠকেও রেপো রেটে কোনও বদল আনেনি রিজার্ভ ব্যাঙ্ক। তবে এবার তিন তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক তাদের সুদের হারে বদল এনেছে, অর্থাৎ ঋণের (Interest Rate Hike) উপর এবার বেশি মাত্রায় সুদ দিতে হতে পারে। এই তিনটি ব্যাঙ্কের মধ্যে রয়েছে কানারা ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদা। মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেটস অর্থাৎ এমসিএলআর বাড়িয়েছে এই তিন ব্যাঙ্ক। বিভিন্ন মেয়াদের ঋণের (Loan Interest Rate) ক্ষেত্রে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই তিন সরকারি ব্যাঙ্ক। এবার তবে হোম লোন, গাড়ির লোন কিংবা এডুকেশন লোন নিতে অনেক বেশি সুদ দিতে হবে এই ৩ ব্যাঙ্কে।
Canara Bank-এ বাড়িয়েছে সুদের হার
দেশের অন্যতম বড় পাবলিক সেক্টর ব্যাঙ্ক কানারা ব্যাঙ্ক তাদের এমসিএলআর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যাঙ্কে তাঁর সমস্ত মেয়াদের ঋণের ক্ষেত্রে সুদের হার ৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। এই সুদের হার বাড়ানোর পরে ওভারনাইট এমসিএলআর ৮.২০ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৮.২৫ শতাংশ। একইসঙ্গে এক মাসের মেয়াদে এমসিএলআর ৮.৩০ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৮.৩৫ শতাংশ।
এছাড়া তিন মাস, ছয় মাস এবং এক বছরের মেয়াদে এমসিএলআর ৫ বেসিস পয়েন্ট বেড়ে হয়েছে যথাক্রমে ৮.৪৫ শতাংশ, ৮.৮০ শতাংশ এবং ৯.০০ শতাংশ। বাড়ানো হয়েছে ২ বছর ও ৩ বছরের মেয়াদে সুদের হারও। এখন কানারা ব্যাঙ্কে ২ বছর ও ৩ বছরের মেয়াদে এমসিএলআর হয়েছে যথাক্রমে ৯.৩০ শতাংশ এবং ৯.৪৫ শতাংশ। ১২ অগাস্ট থেকে কার্যকর হবে এই নতুন সুদের হার।
ইউকো ব্যাঙ্কেও সুদের হার বেড়েছে
শুধু এমসিএলআর নয়, ইউকো ব্যাঙ্কে বাড়ানো হয়েছে সমস্ত ঋণের সুদের হারের বেঞ্চমার্কও। এখন বাড়ানোর পরে ব্যাঙ্কের ওভারনাইট, এক মাসের ও তিন মাসের এমসিএলআর দাঁড়িয়েছে ৮.২০ শতাংশ, ৮.৩৫ শতাংশ এবং ৮.৫০ শতাংশ। অন্যদিকে ৬ মাস, ১ বছর এবং ২ বছরের মেয়াদে এমসিএলআর দাঁড়িয়েছে এখন ৮.৮০ শতাংশ, ৮.৯৫ শতাংশ। ব্যাঙ্ক এছাড়া আর কোনও মেয়াদের এমসিএলআরে বদল আনেনি। ১০ অগাস্ট থেকেই কার্যকর হয়েছে এই নতুন সুদের হার।
ব্যাঙ্ক অফ বরোদায় সুদের হারে কী বদল
ইউকো ব্যাঙ্ক এবং কানারা ব্যাঙ্ক ছাড়াও ব্যাঙ্ক অফ বরোদায় ওভারনাইট, এক মাসের, ৩ মাসের এমসিএলআর বেড়ে হয়েছে এখন ৮.১৫ শতাংশ, ৮.৩৫ শতাংশ এবং ৮.৫০ শতাংশ। ৬ মাস ও ১ বছরের মেয়াদে এমসিএলআর বেড়ে হয়েছে এখন ৮.৭৫ শতাংশ থেকে ৮.৯৫ শতাংশ। ১২ অগাস্ট সোমবার থেকে এই নতুন সুদের হার কার্যকর হবে।
আরও পড়ুন: Women in Business: দেশের বড় বড় সংস্থার ব্যবসা চালাচ্ছেন এই ৫ মহিলা, কয়েক লক্ষ কোটির মালিক