Manmohan Singh Death: BMW-তে যেতে চাননি ! প্রধানমন্ত্রী হয়েও নিজের এই গাড়ি ছিল মনমোহনের প্রথম পছন্দ
Manmohan Singh News: সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় (Social Media) মনমোহন সিংহের সেই গাড়ির কথা তুলে ধরেছেন প্রাক্তন স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপের (SPG)-র প্রধান।
Manmohan Singh News: প্রধানমন্ত্রী পদে বসেও নিজের গাড়িতেই গন্তব্যে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংহ (Manmohan Singh Death) । ছোট হলেও নিজের গাড়ির সঙ্গে জড়িয়ে ছিল 'আত্মিক' টান। দিনের অস্বস্তি ভুলতে স্বস্তি পেতেন নিজের গাড়িতে। সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় (Social Media) মনমোহন সিংহের সেই গাড়ির কথা তুলে ধরেছেন প্রাক্তন স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপের (SPG)-র প্রধান।
ঠিক কী হয়েছিল সেদিন
সেবার সবে প্রধানমন্ত্রী পদে বসেছিলেন মনমোহন সিংহ। দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁর সঙ্গে জুড়ে যায় SPG-র সুরক্ষা। এই সিকিউরিটি বলয় ছেড়ে এক পা নড়ার অনুমতি ছিল না তাঁর। কিন্তু বাইরে যেতে গিয়েই নিজের গাড়ির কথা বললেন তিনি। সঙ্গে সঙ্গে সেই প্রস্তাব নাকচ করে দেন SPG-র তৎকালীন প্রধান অসীম অরুণ। প্রধানমন্ত্রীকে তিনি বলেন, BMW তেই উঠতে হবে তাঁকে।
জানেন মনমোহনের মনের গাড়ি কোনটি
বহুদিন ধরেই এই গাড়ি ছিল মনমোহনে সিংহের অন্যতম পছন্দ। বড় পোর্টফোলিও হোল্ড করলেও এই গাড়ি ছাড়েননি তিনি। অন্যকিছু নয়, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর গ্যারেজে ছিল মারুতি ৮০০। এই গাড়ির বিষয়ে উল্লেখ করেছেন অসীম অরুণ। বর্তমানে উত্তরপ্রদেশের কনৌজ সদরের বিধায়ক তিনি। সোশ্য়াল মিডিয়ায় তাঁরই একটি পোস্ট এখন সবার নজরে রয়েছে।
পোস্টে কী লিখেছেন অসীম
সোশ্য়াল মিডিয়ার একটি পোস্টে অসীম লিখেছেন, ২০০৪ সালে প্রধানমন্ত্রীর স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপের দায়িত্বে ছিলেন তিনি। প্রায় তিন বছর এই গ্রুপের দায়িত্বভার সামলেছেন। প্রোটোকল অনুযায়ী, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিটি মুহূর্তে থাকতে হত একজন সুরক্ষাকর্মীকে। একে AIG CPT বলা হত। বডিগার্ড হিসাবে সেই দায়িত্ব সামলেছেন অসীম। যেখানে প্রধানমন্ত্রীর বাসভবনে চকচকে BMW-র পাশে দাঁড় করানো থাকত মারুতি ৮০০ । গাড়িতে ওটার আগে প্রধানমন্ত্রী প্রায়শই বলতেন, ''ওটা আমার গাড়ি না। আমার গাড়ি মারুতি ৮০০ ।''
কী বলার পর মত বদলান মনমোহন ?
একদিন প্রিয় মারুতির ৮০০-এর দিকে তাকিয়ে একই কথা বলতেই উত্তর দেন মনমোহন সিংহের SPG -র দায়িত্বে থাকা অসীম। প্রধানমন্ত্রীকে তিনি বোঝান, BMW তাঁর বিলাসিতার জন্য দেওয়া হয়নি, প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য দেওয়া হয়েছে। যে ধরনের নিরাপত্তা বিশেষত্ব ওই গাড়িতে দেওয়া হয়েছে, তা পিএম-এর সুরক্ষার জন্য় প্রয়োজন। তাই এই গাড়ি রেখেছে সরকার।
কেন মারুতি ছিল মনমোহনের পছন্দের গাড়ি ?
যখনই প্রধানমন্ত্রীর কনভয় মনমোহনের গাড়ি রেখে এগিয়ে যেত, এক দৃষ্টিতে মারুতি ৮০০-এর দিকে তাকিয়ে থাকতেন তিনি। একদিন নিজেই মারুতির প্রতি প্রতি তাঁর ভাললাগার কথা উল্লেখ করেন মনমোহন। তিনি বলেন,'' প্রধানমন্ত্রী হিসাবে আমাকে যদি কোনও সিদ্ধান্ত নিতে হয়, সেই ক্ষেত্রে আমি মধ্য়বিত্ত হিসাবে সাধারণ মানুষের কথা ভাবব। প্রধানমন্ত্রীর গাড়ির মূল্য কোটি টাকার বেশি, কিন্তু ব্যক্তি মনমোহনের মনের গাড়ি অবশ্যই মারুতি ৮০০ । ''
Manmohan Singh Passes Away : 'মৌনমোহন' বলায় এই উত্তর দিয়েছিলেন মনমোহন সিংহ