Market Closing: বিশেষ ট্রেডিং সেশনে দুরন্ত লাফ সূচকে, ১৪০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স- সোমে কি বাজার পড়বে ?
Share Market Today: ২ মার্চ বিশেষ লাইভ ট্রেডিং সেশনে সর্বকালীন উচ্চতা ধরে রাখল সেনসেক্স। বাজার বন্ধের সময় ৭৩,৮০৬.১৫-এর ঘরে এসে থামে সূচক।
Share Market: আজ শনিবার ডোমেস্টিক শেয়ার বাজারের বিশেষ ট্রেডিং সেশন ছিল। ডিজাস্টার রিকভারি সাইটে সুইচ ওভার করেছিল NSE-র প্রাইমারি সাইটটি। আর এই বিশেষ ট্রেডিং সেশনে লাফ দিল সেনসেক্স, বাড়ল নিফটি সূচকও। গতকালের গতি আজও খানিক অব্যাহত রইল। বাজার (Market Closing) খুলতেই আজ চড়চড়িয়ে বাড়ল সেনসেক্স, ১৪০০ পয়েন্টের লাফ আজ বম্বে স্টক এক্সচেঞ্জের সূচকে।
সকালে বাজার খুলতেই লাফ
২ মার্চ বিশেষ লাইভ ট্রেডিং সেশনে (Special Live Trading Session) সর্বকালীন উচ্চতা ধরে রাখল সেনসেক্স। সকালে বাজার খুলতেই সেনসেক্স পৌঁছায় ৭৩,৮৪৮.১৯ পয়েন্টে এবং তারপর সেখান থেকে বাড়তে বাড়তে চলে যায় ৭৩৯৯৪.৭০-এর ঘরে। তবে কিছুক্ষণের মধ্যে আবার কিছুটা পতন লক্ষ করা যায় এই সূচকে। সেনসেক্স ০.০৮ শতাংশ পড়ে ৭৩,৮০৬.১৫-এর ঘরে এসে থামে।
অন্যদিকে নিফটিও সকালের বাজারে ২২,৪০৬.৯৫ পয়েন্টে খোলে এবং কিছুটা বেড়ে চলে যায় ২২,৪১৯.৫৫-এর ঘরে। নিফটিও কিছুটা পড়ে থেমে যায় ২২৩৭৮.৯০ পয়েন্টে।
কোন সূচক কেমন গতি দেখাল
নিফটি ব্যাঙ্ক আজ (Special Live Trading Session) মাত্র ০.০২ শতাংশ বেড়েছে, অন্যদিকে মিডিয়া ও মেটালের সূচক বেড়েছে ১.৫ শতাংশ। অন্যান্য সূচকে সবুজ সঙ্কেত বজায় থেকেছে, কিন্তু PSU ব্যাঙ্কের সূচক আজ খানিক পড়েছে। ০.০১ শতাংশ কমেছে সেই সূচক।
আজকের বাজারে গতি দেখাল কোন স্টকগুলি ?
টাটা স্টিল, টাটা মোটরস, উইপ্রো, জেএসডব্লিউ স্টিল, আইটিসি, হিরো মোটোকর্প, আদানি পোর্ট ইত্যাদি শেয়ারে আজ সবুজ সঙ্কেত দেখিয়েছে।
কোন শেয়ারে পতন
আজ বিশেষ ট্রেডিং সেশনে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, এনটিপিসি, মারুতি সুজুকি ইন্ডিয়া, অ্যাক্সিস ব্যাঙ্ক, সান ফার্মা, নেসলে ইন্ডিয়া ইত্যাদি শেয়ারে আজ বেশ কিছুটা পতন লক্ষ করা গিয়েছে।
ডিজাস্টর রিকভারি সাইট পরীক্ষা
দেশীয় শেয়ার বাজার (Market Closing Today) সাধারণত শনিবার বন্ধ থাকে। কিন্তু আজ ২ মার্চ খোলা ছিল বাজার। আজ বিশেষ লাইভ ট্রেডিং সেশনে মার্চ মাসের প্রথম শনিবার ডিজাস্টার রিকভারি সাইটের মাধ্যমে ট্রেডিং হয়েছে বাজারে। ইকুইটি ও ইকুইটি ডেরিভেটিভ উভয় ক্ষেত্রেই সফলভাবে ট্রেডিং হয়েছে আজকের দুটি সেশনে। আজ প্রথমে বাজার খোলে ৯.১৫ নাগাদ, প্রথম সেশন চলে সকাল ১০টা পর্যন্ত। তারপর বেলা ১১.৩০ থেকে ট্রেডিং সেশন চলে ১২.৩০ পর্যন্ত।
জানুয়ারি মাসেও ২০ জানুয়ারি শনিবার খোলা ছিল বাজার। ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন উপলক্ষ্যে আগে থেকেই ছুটি ঘোষণা হয়েছিল শেয়ার বাজারে আর তাঁর বদলে আগের সপ্তাহে ২০ তারিখে খোলা হয়েছিল ভারতীয় শেয়ার বাজার।
আরও পড়ুন: Small Savings Schemes: কোন সরকারি স্কিমে কত সুদ, এখন পাবেন কত টাকা ?