Marriage Certificate: বিয়ের কত বছর পর অবধি ম্যারেজ সার্টিফিকেট করানো যায় ? কোথায় করতে হবে আবেদন ?
Marriage Certificate Rules: ভারতে যে কোনো ধর্মীয় রীতি অনুসারে বিয়ে হতে পারে দুই সাবালকের মধ্যে। কিন্তু এই বিয়ের যে শংসাপত্র বা ম্যারেজ সার্টিফিকেট তা কেবলমাত্র রেজিস্ট্রারের কাছে গিয়েই করাতে হবে।
Marriage Certificate Rules: ভারতে শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম। প্রতিটি মানুষের জীবনে বিবাহ একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। নির্দিষ্ট আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই ব্যক্তি একে অপরের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেন। এই বিবাহের ক্ষেত্রে সামাজিক রীতি-নীতি পালনের পাশাপাশি কিছু আইনি নিয়ম-কানুনও রয়েছে। এক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল ম্যারেজ সার্টিফিকেট। বিয়ের পর (Marriage Certificate) অনেকেই তাদের ম্যারেজ সার্টিফিকেট পান না, কিন্তু সেই কারণে পরে অনেকক্ষেত্রেই সমস্যা দেখা যায়। জেনে নিন বিয়ের কত বছর পর অবধি আপনি ম্যারেজ সার্টিফিকেট পেতে পারেন ? জানুন কী রয়েছে নিয়ম।
৫ বছর পর অবধি করানো যায় ম্যারেজ সার্টিফিকেট
ভারতে যে কোনো ধর্মীয় রীতি অনুসারে বিয়ে হতে পারে দুই সাবালকের মধ্যে। কিন্তু এই বিয়ের যে শংসাপত্র বা ম্যারেজ সার্টিফিকেট তা কেবলমাত্র রেজিস্ট্রারের কাছে গিয়েই করাতে হবে। আর এই ম্যারেজ সার্টিফিকেট পেতে হলে নববিবাহিত দম্পতিকে বিয়ের ৩০ দিনের মধ্যে এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে হয়। আর ৩০ দিনের মধ্যে আবেদন না করলে পরে আবেদনের জন্য লেট ফাইন দিতে হয়। ভারতের আইন অনুসারে নববিবাহিত দম্পতিরা বিয়ের ৫ বছর পর অবধি এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। এর জন্য আপনাকে আপনার জেলার রেজিস্ট্রারের কাছ থেকে অব্যাহতির পূর্ণ অনুমতি গ্রহণ করতে হবে।
এভাবে করতে হবে আবেদন
ম্যারেজ সার্টিফিকেট পেতে হলে আপনাকে আপনার এলাকার রেজিস্ট্রারের কাছে যেতে হবে। আর গ্রামে হলে, আপনাকে যেতে হবে গ্রাম পঞ্চায়েতের অফিসে। সেখানে সম্পূর্ণ তথ্য দিয়ে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট নথিও দিতে হবে আবেদনের সঙ্গে। এর সঙ্গে আপনার দুজন সাক্ষী লাগবে। এছাড়া আপনি চাইলে ম্যারেজ সার্টিফিকেটের আবেদন অনলাইনেও করতে পারেন।
এই নথিগুলি লাগবে
ম্যারেজ সার্টিফিকেটের আবেদনের সময় কিছু জরুরি নথি দরকার হয়। এর মধ্যে স্বামী ও স্ত্রীর জন্মের প্রমাণপত্র, আধার কার্ড, চারটি পাসপোর্ট সাইজের ছবি, বিয়ের সময়কালীন তোলা স্বামী স্ত্রীর দুটি আলাদা আলাদা ছবি যাতে তাদের দুজনেরই মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে। আর সেই সঙ্গে বিয়ের কার্ডের ছবি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন; BSNL Recharge Plan: এক রিচার্জে চলবে ৫২ দিন, BSNL-এর এই সস্তার প্ল্যানে কী কী সুবিধে ?