Maruti Car Discount: মারুতি সুজুকি এই গাড়িগুলিতে ছাড় দিচ্ছে, দ্রুত আপনার পছন্দের গাড়িটি বেছে নিন
Car News: টাটা দাম বাড়ালেও ছাড় দিচ্ছে মারুতি। চলতি মাসে বিশাল তাদের গাড়িতে বিশাল ছাড়ের সুয়োগ করে দিয়েছে দেশের এক নম্বর গাড়ি নির্মাতা মারুতি সুজুকি।
Car News: টাটা দাম বাড়ালেও ছাড় দিচ্ছে মারুতি। চলতি মাসে বিশাল তাদের গাড়িতে বিশাল ছাড়ের সুয়োগ করে দিয়েছে দেশের এক নম্বর গাড়ি নির্মাতা মারুতি সুজুকি। তবে, কোম্পানি কেবল তার নির্বাচিত গাড়িতেই এই ছাড় দিচ্ছে। যার মধ্যে রয়েছে টপ সেলিং হ্যাচব্যাক গাড়ি Wagon-R।
মারুতি সুজুকি ওয়াগন আর
কোম্পানি এই মাসের শেষ পর্যন্ত এই গাড়িতে 54,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে, যা মডেল বিশেষে পরিবর্তিত হয়। এই ডিসকাউন্ট অফারটি WagonR CNG, 1.0 লিটার, 1.2 লিটার ভেরিয়েন্টে দেওয়া হচ্ছে। যার মধ্যে নগদ টাকা ছাড় রয়েছে। এছাড়াও 15,000 ক্যাশ ডিসকাউম্ট, কর্পোরেট ছাড় 4,000 টাকা ছাড়াও এক্সচেঞ্জ বোনাস 15,000 - 20,000 ভেরিয়েন্টের উপর নির্ভর করে দেওয়া হচ্ছে। কোম্পানি Wagon R-এর 1.0 লিটার ভেরিয়েন্টে 30,000 টাকার নগদ ছাড়ের সঙ্গে কর্পোরেট ডিসকাউন্ট ও একেসচেঞ্জ সুবিধা ও 1.2 লিটার ভেরিয়েন্টে 25,000 টাকা পর্যন্ত নগদ ছাড় ও অন্যান্য সুবিধা অফার করছে।
অল্টো K10
Maruti এই মাসে তার সবচেয়ে ছোট হ্যাচব্যাক গাড়িতে সবচেয়ে বড় ছাড় দিচ্ছে। 40,000 টাকার নগদ ছাড়, এক্সচেঞ্জ বোনাস হিসাবে এই গাড়িতে 15,000 টাকা পাওয়া যাবে, যার মানে হল 15,000 টাকা পর্যন্ত মোট ছাড়৷ সব মিলিয়ে এই গাড়িতে মোট 55,000 টাকা ছাড় পাওয়া যাবে। কোম্পানি ম্যানুয়াল ভেরিয়েন্টে এই অফার দিচ্ছে। অন্যদিকে, Alto K10-এর CNG ভেরিয়েন্টটি মোট 35,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।
মারুতি সুজুকি সেলেরিও
মারুতি এই গাড়িতে 45,000 টাকা পর্যন্ত নগদ ছাড় দিচ্ছে। যার বেশিরভাগই এর সিএনজি ভেরিয়েন্টে দেওয়া হচ্ছে। যার মধ্যে রয়েছে 30,000 টাকা পর্যন্ত নগদ ছাড় এবং 15,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস৷ পাশাপাশি এক্সচেঞ্জ বোনাস ছাড়াও, এর ম্যানুয়াল ভেরিয়েন্টে 25,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে, যেখানে স্বয়ংক্রিয় ভেরিয়েন্ট কিনলে কেবল 15,000 টাকা এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে।
মারুতি সুজুকি এস-প্রেসো
কোম্পানি মারুতি সুজুকি এস-প্রেসো সেলেরিওর মতোই এই ডিসকাউন্ট অফার দিচ্ছে।
Auto News: এই নিয়ে চলতি বছরে ২ বার। এপ্রিলের মধ্যেই ফের নিজেদের যাত্রীবাহী গাড়ির দাম বাড়াতে চলেছে টাটা মোটরস। কোম্পানির তরফে জানানো হয়েছে ক্রমবর্ধমান ইনপুট খরচ গাড়ি উৎপাদন আরও ব্যয়বহুল করে তুলেছে। সেই কারণে দাম বাড়াতে বাধ্য হচ্ছে কোম্পানি।
Tata Motors Update: ভারতীয় এই গাড়ি প্রস্তুতকারী কোম্পানি জানিয়েছে, ১ মে থেকে এই দাম কার্যকর হতে চলেছে। ২০২৩ সালে দ্বিতীয়বার দাম বাড়াল Tata Motors। এর আগে জানুয়ারিতে ১.২ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। টাটা মোটরসের তরফে আরও বলা হয়েছে, চলতি মাসের শুরুতে ভারত স্টেজ VI নিয়মগুলি বাস্তবায়নের ফলে ভারতে বিভিন্ন অংশে যানবাহনের খরচ বেড়েছে।
আরও পড়ুন : Driving License: ঘরে বসে পেতে পারেন ড্রাইভিং লাইসেন্স, এই সহজ পদক্ষেপে হবে কাজ