Maruti Suzuki Offers: ওয়াগনর, অল্টো, ডিজায়ার... মারুতি সুজুকির একাধিক গাড়িতে প্রায় ৭৪ হাজার টাকা পর্যন্ত ছাড়, জেনে নিন বিস্তারিত
Maruti Suzuki: মারুতি সুজুকি সংস্থার একাধিক গাড়িতে রয়েছে ব্যাপক ছাড়। দেখে নিন কোন গাড়িতে ছাড়ের পরিমাণ কত।
Maruti Suzuki: মারুতি সুজুকি (Maruti Suzuki) সংস্থা তাদের বেশ কিছু গাড়িতে বিপুল পরিমাণে ছাড় দিচ্ছে। ব্যবসায়িক দিক থেকে এই সব গাড়িই বেস্ট সেলিং (Best Selling) মডেল। এমনকি বেশ কিছু এন্ট্রি লেভেল গাড়ি (Entry Lavel Car) যেমন- ওয়াগনর, অল্টো ইত্যাদির ক্ষেত্রে প্রায় ৭১ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। এর পাশাপাশি নতুন সিলেরিও গাড়িতেও রয়েছে এই পরিমাণ ছাড়। তবে CNG ভ্যারিয়েন্টের ক্ষেত্রে কোনও ছাড় নেই বলেই জানিয়ে দিয়েছে মারুতি সুজুকি সংস্থা। এবার দেখে নেওয়া যাক কোন কোন গাড়ির ক্ষেত্রে কতটা ছাড় দিচ্ছে মারুতি সুজুকি সংস্থা।
Maruti Suzuki WagonR- এই গাড়ির পেট্রোল এবং এজিএস ১.০ লিটারের ক্ষেত্রে ক্রেতাদের জন্য রয়েছে ৩০ হাজার টাকার বেনিফিট। এর সঙ্গে ১৫ হাজার টকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও রয়েছে। এছাড়াও রয়েছে ৫১ হাজার টাকার কর্পোরেট ছাড়। এজিএস ভার্সান এবং ১.২ লিটারের ভ্যারিয়েন্টেও রয়েছে ২৬ হাজার টাকা ছাড়। তার সঙ্গে ১০ হাজার টাকার এক্সচেঞ্জ অফার এবং ৬ হাজার টাকার কর্পোরেট ডিসকাউন্টও পাবেন ক্রেতারা।
Maruti Suzuki Tour H3 (WagonR)- জুলাই মাস পর্যন্ত যেসব গাড়িতে মারুতি সুজুকি সংস্থা ছাড় দিয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি ছাড় রয়েছে এই গাড়িতে। ৩০ হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট, ১৫ হাজার টাকা এক্সচেঞ্জ অফার, কর্পোরেট ক্রেতাদের জন্য ২৯ হাজার টাকা ছাড় রয়েছে। সব মিলিয়ে ৭৪ হাজার টাকা ছাড় রয়েছে।
Maruti Suzuki Alto- এই গাড়ির স্ট্যান্ডার্ড পেট্রোল ভ্যারিয়েন্টে ১১ হাজার টাকা ছাড় রয়েছে। এছাড়াও ৫০০০ টাকা অতিরিক্ত ক্যাশ ডিসকাউন্ট এবং ৬০০০ টাকা করপোরেট ডিসকাউন্ট পেতে পারবেন ক্রেতারা। অন্যান্য ভ্যারিয়েন্টে মোট ৩১ হাজার টাকা ছাড় পাওয়া যাবে। তার মধ্যে যুক্ত রয়েছে ১৫ হাজার টাকা এক্সচেঞ্জ অফার, ১০ হাজার টাকা কনজিউমার অফার। এই সবকিছু ছাড়াও ৬০০০ টাকা কর্পোরেট ছাড় পেতে পারেন গ্রাহকরা।
Maruti Suzuki S-Presso- এই গাড়ির পেট্রোল এবং এজিএস ভ্যারিয়েন্টে রয়েছে ৩১ হাজার টাকা ছাড়। কনজিউমার বেনিফিট হিসেবে রয়েছে ১৫ হাজার টাকা। এক্সচেঞ্জ অফারে রয়েছে ১০ হাজার টাকা। আর কর্পোরেট ডিসকাউন্ট হিসেবে রয়েছে ৬০০০ টাকা।
Maruti Suzuki Swift- এই গাড়িতে মোট ৩২ হাজার টাকা ছাড় রয়েছে। ক্যাশ ডিসকাউন্ট হিসেবে ১৫ হাজার টাকা ছাড় রয়েছে। এক্সচেঞ্জ অফার রয়েছে ১০ হাজার টাকা। কর্পোরটে ডিসকাউন্ট পাওয়া যাবে ৭০০০ টাকা।
Maruti Suzuki Dzire- এই সেডান গাড়িতে ক্রেতারা মোট ৩৪ হাজার টাকা ছাড় পাবেন। ক্যাশ ডিসকাউন্ট- ৫০০০ টাকা, এক্সচেঞ্জ বোনাস- ১০ হাজার টাকা, কর্পোরেট ছাড়- ৭০০০ টাকা পাবেন ক্রেতারা। Tour S মডেলে ১০ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট এবং ১৪ হাজার টাকা কর্পোরেট ডিসকাউন্ট পাবেন ক্রেতারা।
Maruti Suzuki Celerio- মারুতি সুজুকি সিলেরিও গাড়িতে মোট ৫১ হাজার টাকা ছাড় পাবেন ক্রেতারা। এর মধ্যে ৩০ হাজার টাকা ছাড়, ১৫ হাজার টাকা এক্সচেঞ্জ অফার এবং ৬০০০ টাকা কর্পোরেট ডিসকাউন্ট রয়েছে।
আরও পড়ুন- দীর্ঘদিন ভাল থাকবে গাড়ির এসি, মেনে চলুন এই ৫ পরামর্শ