IPL 2025: প্রথম ম্য়াচেই কেকেআর-আরসিবি ডুয়েল, আইপিএলে মুখোমুখি মহারণে কে এগিয়ে কে পিছিয়ে?
KKR vs RCB: এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ৩৪ বার মুখোমুখি হয়েছে দুটো দল। আর তার মধ্যে কেকেআর ২০ বার জয় ছিনিয়ে নিয়েছে।

কলকাতা: আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৮ তম মরশুম। প্রথম ম্য়াচেই মুখোমুখি হতে চলেছে কেকেআর ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কেকেআর যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নতুন মরশুমে খেলতে নামবে, সেখানে আরসিবি ফের একবার ট্রফি জয়ের লক্ষ্যে নামবে নতুনভাবে। আর দুটো দলই নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে নামবে।
কলকাতা নাইট রাইডার্স বনাম আরসিবি মুখোমুখি মহারণ
এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ৩৪ বার মুখোমুখি হয়েছে দুটো দল। আর তার মধ্যে কেকেআর ২০ বার জয় ছিনিয়ে নিয়েছে। অর্থাৎ শাহরুখ খানের ফ্র্য়াঞ্চাইজি এই বিষয়ে কিন্তু টেক্কা দিয়েছে কোহলির দলকে। আরসিবি সেখানে ১৪ ম্য়াচে এখনও পর্যন্ত নাইটদের হারাতে পেরেছে। গত মরশুমে দুটো সাক্ষাৎতেই কেকেআর আরসিবিকে হারিয়ে দিয়েছিল। যার ফলে টানা চারটি জয় আরসিবির বিরুদ্ধে ছিনিয়ে নিয়েছিল কেকেআর শেষ সাত সাক্ষাতে। আরসিবি মাত্র ১টি ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিল। এই ম্য়াচটি তাই আরসিবির কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।
নতুন মরশুমে কেকেআর অজিঙ্ক রাহানের নেতৃত্বে খেলতে নামবে। এবার নিলামে দ্বিতীয় পর্বে দেড় কোটি খরচ করে রাহানেকে দলে নিয়েছিল কেকেআর। অগাধ অভিজ্ঞতার জন্যই ক্যাপ্টেন্সির ব্যাটন পেয়েছেন রাহানে। তিনি কতটা তা কাজে লাগাতে পারেন, তা দেখার। অন্য়দিকে, আরসিবি এবার রজত পাতিদারের নেতৃত্বে খেলতে নামবে আইপিএলে। তবে আরসিবি স্কোয়াডে এবার রয়েছেন ভুবনেশ্বর কুমারের মত বোলার। বিরাট ও ভুবনেশ্বর ফের একবার একসঙ্গে খেলবেন।
ডোয়েন ব্র্যাভোর মুখে শাহরুখের প্রশংসা
ডোয়েন ব্র্যাভোর মুখে শাহরুখ খানের উচ্ছ্বসিত প্রশংসা। শাহরুখের দলের সঙ্গে আগেও যুক্ত হয়েছেন বিশ্বের অন্যান্য প্রান্তের টি-২০ লিগে। আইপিএলে এই প্রথম। ডি জে ব্র্যাভো বলছেন, 'শাহরুখের মতো বস পাওয়া বিরাট ব্যাপার। ক্রিকেট নিয়ে ভীষণ আগ্রহী। ত্রিনিবাগো নাইট রাইডার্সের দায়িত্ব যখন নিয়েছিলাম, তখন দারুণ খুশি হয়েছিল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দল কেনার থেকেই বোঝা যায় খেলা নিয়ে কত আগ্রহ। সিপিএলের ইতিহাসে ত্রিনিবাগো নাইট রাইডার্সকে সেরা দল গড়ে তুলেছি। সেই প্রাণশক্তি এখানেও আনতে চাই। এমনিতেই কেকেআর সফল দল। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের পর আইপিএলে সবচেয়ে সফল দল। এরকম দলের সব সময় ভাল কিছু করার সুযোগ থাকে।'
তিনি শুধু ক্রিকেটার নন, সঙ্গীতশিল্পীও। তাঁর লেখা ও গাওয়া 'উই আর চ্যাম্পিয়ন' হইচই ফেলে দিয়েছিল। তিনি কি ক্যালিপসো স্টাইলে কেকেআরের থিম সং গাইবেন? ব্র্যাভো বলছেন, 'ভবিষ্যতে ক্যারিবিয়ান স্টাইলে করব, লড়ব, জিতব রে গাওয়ার কথা ভাবতে পারি। এখনই নয়।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
