West Bengal News Live Updates: ফের মালদা, একের পর এক খুন, প্রশ্নে জেলার আইনশৃঙ্খলা
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

Background
নেত্রীর অনুমতিতেই ডায়মন্ড হারবার ছাড়িয়ে এবার দলের রাজ্য নেতৃত্বে অভিষেকের প্রত্যাবর্তন। মেগা-বৈঠকে 'আমাদের সবার নেতা' বলে সম্মোধন সুব্রত বক্সীর।
রাজ্য নেতৃত্বে অভিষেকে কামব্যাক। উচ্ছ্বসিত অনুগামীরা। অভিষেকের হাতেই দলের রাশ। মানতে হল আগামীকে। অভিষেকের প্রত্যাবর্তনের পর সোশাল মিডিয়ায় পোস্টের বন্যা।
বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে? বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে মনোনয়ন নিয়ে আলোচনা। চলতি মাসেই শাহের বঙ্গ সফরের আগেই নতুন রাজ্য সভাপতি পেতে চলেছে বিজেপি, খবর সূত্রের।
ফের প্রকাশ্যে বিজেপির কোন্দল। বসিরহাট সাংগঠনিক জেলার নতুন বিজেপি সভাপতিকে নিয়ে ক্ষোভ। গতকাল বিক্ষোভের পর আজ দুর্নীতির অভিযোগে পোস্টার।
ছাব্বিশে ধর্মই হাতিয়ার। হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বিজেপি। বাঁকুড়ায় দেওয়াল লিখনের পর এবার চুঁচুড়া। হিন্দু হিন্দু ভাই ভাই, ছাব্বিশে বিজেপি চাই। শহরজুড়ে পোস্টারে ছয়লাপ।
বিজেপি-তৃণমূল ধর্মযুদ্ধ তুঙ্গে। কাল ফুরফুরা শরিফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। নবান্নে নৌশাদের সঙ্গে বৈঠকের পর এবার পীরজাদাদের সঙ্গে বৈঠক। ফুরফুরার উন্নয়ন নিয়ে আলোচনার সম্ভাবনা।
মালদায় একের পর এক খুন। কালিয়াচকে যুবককে কুপিয়ে হত্যা। ইংরেজবাজারে শ্যুটআউট। ভূতনিতে জমি বিবাদে সংঘর্ষ, প্রাণ গেল পঞ্চায়েত সচিবের। প্রশ্নের মুখে জেলার আইনশৃঙ্খলা।
ইংরেজবাজারে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর বাড়ির সামনে শ্যুটআউট। গুলিবিদ্ধ মাছ ব্যবসায়ী। দুষ্কৃতীদের গন্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত যুবক।
শিলিগুড়িতে দিনে-দুপুরে দুষ্কৃতী দৌরাত্ম্যের শিকার খোদ ডেপুটি মেয়র। প্রকাশ্যে মদ খাওয়ার প্রতিবাদ করায় হুমকি।
বেহালার বাণীতীর্থ গার্লস হাইস্কুলে তালা ভেঙে চুরি। লন্ডভন্ড প্রধান শিক্ষিকা ও অ্যাকাউন্টসের ঘর। ১০ হাজার টাকা চুরি, জানালেন প্রধান শিক্ষিকা। তদন্তে পর্ণশ্রী থানার পুলিশ।
WB News Live: সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করে কুনাল ঘোষের পোস্ট, ধুন্ধুমার বাঁধল তৃণমূলের অন্দরে !
সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করে এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন কুণাল ঘোষ। তা নিয়ে সোশাল মিডিয়ায় কার্যত ধুন্ধুমার বাঁধল তৃণমূলের অন্দরে! তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের দাবি, সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ। অন্যদিকে, নয়না বন্দ্যোপাধ্যায়ের দাবি, একদম সুস্থ আছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সোশাল মিডিয়ায় পোস্ট-যুদ্ধের নেপথ্যে রয়েছে দলের পোস্ট। কটাক্ষ করেছে বিজেপি।
West Bengal News Live: জোড়াসাঁকো ও চৌরঙ্গিতে বাড়তি গুরুত্ব দিতে হবে, ভার্চুয়াল বৈঠকে বার্তা অভিষেকের
বাকিগুলোতে ঠিক রেজাল্ট হলেও জোড়াসাঁকো ও চৌরঙ্গিতে বাড়তি গুরুত্ব দিতে হবে। ভার্চুয়াল সাংগঠনিক বৈঠকে বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাউন্সিলররা নিজে ভোটে জিতলেও বিধানসভা ও লোকসভা নির্বাচনে দলকে হারিয়ে দিচ্ছেন, চাঞ্চল্যকর অভিযোগ করলেন জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক। সমালোচনায় সরব হয়েছে বিজেপি।






















