Money Transfer: ভুল অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন ! জেনে নিন, কীভাবে পাবেন ফেরত
Money Transferred To A Wrong Account: সামান্য অসতর্ক হলেই হতে পারে এই ভুল। পরে যার মাশুল চোকাতে হয় আপনাকেই। অনলাইনে টাকা ট্রান্সফার করার সময়, অনেক সতর্কতা অবলম্বন করেও এই ভুল হয়।
Money Transferred To A Wrong Account: সামান্য অসতর্ক হলেই হতে পারে এই ভুল। পরে যার মাশুল চোকাতে হয় আপনাকেই। অনলাইনে টাকা ট্রান্সফার করার সময়, অনেক সতর্কতা অবলম্বন করেও এই ভুল হয়। আপনি যদি এই ধরনের ভুল করে থাকেন তবে চিন্তা কিছু নেই।
RBI-এর কাছে প্রচুর অভিযোগ এসেছে
এই বিষয়ে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ন্যায়পাল স্কিম, 2021-22-এর বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে। আরবিআই এই প্রতিবেদনে জানিয়েছে,বর্তমানে বছরে প্রাপ্ত বেশিরভাগ অভিযোগ ডিজিটাল পেমেন্ট ও লেনদেন সম্পর্কিত।
Money Transfer: এভাবেই টাকা ফেরত পাবেন
যদি আপনার টাকা ভুল অ্যাকাউন্টে চলে যায়, তাহলে আপনি কীভাবে তা ফেরত পাবেন ? এর জন্য আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে।
1 আরবিআইয়ের ওয়েবসাইট অনুসারে, ভুল অ্যাকাউন্টে টাকা স্থানান্তরিত হওয়ার পরে আপনাকে প্রথমে পুরো বিষয়টি সম্পর্কে আপনার ব্যাঙ্ককে জানাতে হবে।
2 আপনি আপনার ব্যাঙ্কের কাস্টমার কেয়ার নম্বরে কল করে তথ্য দিতে পারেন।
3 আপনাকে তাদের কল করতে হবে ও লেনদেনের সব বিবরণ দিতে হবে।
4 পরিবর্তে ব্যাঙ্ক আপনাকে একটি অনুরোধ বা অভিযোগ নম্বর দেবে।
Money Transfer: ইমেইলের মাধ্য়মে তথ্য পাঠান
আপনি ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা বিভাগে একটি ইমেল পাঠিয়েও ভুল স্থানান্তর সম্পর্কে তথ্য দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার ব্যাঙ্কের সঙ্গে সম্পর্কিত সব যোগাযোগের লিখিত নথি পাওয়া যাবে। আরেকটি উপায়ও আছে। আপনি ব্যাঙ্কের শাখায় গিয়ে ম্যানেজারের সঙ্গে এই বিষয়ে কথা বলতে পারেন। সেখানে ভুল জায়গায় টাকাা স্থানান্তরের একটি অফিশিয়াল নোটিস জমা দিতে পারেন।
RBI Update: টাকা ফিরে আসবে
মনে রাখবেন , টাকা ভুলবশত যেখানে পাঠিয়েছেন অ্যাকাউন্ট নম্বরটি ভুল হলে বা সক্রিয় না থাকলে সঙ্গে সঙ্গে টাকা আপনার অ্যাকাউন্টে ফেরত পাঠানো হবে। যদি এই বিষয়ে বিশদ বিবরণ বৈধ হয় ও টাকা চলে যায়, তাহলে তা ফেরত পাওয়া সম্পূর্ণরূপে প্রাপকের উপর নির্ভর করবে। যদি প্রাপক লেনদেনটি ফেরত পাঠানোর অনুমোদন দেন, তাহলে আপনি কোনও ঝামেলা ছাড়াই আপনার টাকা ফেরত পাবেন।
RBI Clean Note Policy: এবার থেকে টাকার ওপর কিছু লেখা থাকলেই বাতিল হবে নোট। নোংরা, সামান্য ছেঁড়া নোট নিতে আপত্তি না থাকলেও লেখা দেখলেই থাকবেন দূরে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই খবর। যা নিয়ে এবার মুখ খুলেছে সরকার।
RBI Note Ban: লেখা দেখলেই নোট নিতে অস্বীকার করছেন ?
সম্প্রতি এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ঘটছে এই ঘটনা। টাকায় কিছু লেখা থাকলেই নোটটি অবৈধ বলে ধরে নিচ্ছেন গ্রাহকরা। নোটবন্দির পর যা নিয়ে ফের শুরু হয়ে গেছে তোড়তোড়। যা নিয়ে এবার বক্তব্য তুলে ধরে তুলেছে কেন্দ্রীয় সরকার। অনেকেই বলছেন,ব্যাঙ্ক নোটে কিছু লেখা থাকার কারণে তা অবৈধ বা অকেজো বলে গণ্য হয়। যদিও এই নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। কিছু লোকের দাবি,এই ধরনের খবর পুরোপুরি মিথ্যে বা ভুয়ো।
Viral Video: ৬ লক্ষ টাকার 'হার্লে ডেভিডসন' বাইকে দুধ বিক্রি করছেন দুধওয়ালা, ভাইরাল ভিডিও