Muharram Holiday 2025: ৭ জুলাই সোমবার বন্ধ থাকবে ব্যাঙ্ক ? কাজ হবে না শেয়ার বাজারেও ? ছুটির বিষয় জেনে নিন বিশদে
Bank Stock Market Holiday: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের শিক্ষাবর্ষের পঞ্জী অনুসারে ৬ জুলাই মহরমের সম্ভাব্য তারিখ। ফলে ৭ জুলাই ব্যাঙ্কেও ছুটি থাকছে না। সমস্ত প্রতিষ্ঠান এদিন খোলা থাকবে।

Holiday List: মহরম হল ইসলামিক বর্ষপঞ্জীর প্রথম মাসের নাম। মহরমের ১০ তারিখকে বলা হয় ইয়াওম-ই-আশুরা। এই দিনেই শিয়া সম্প্রদায়ের লোকেরা হজরত ইমাম হুসেনের স্মরণে শোক পালন করে। এই বছর ভারতে ৬ জুলাই নাকি ৭ জুলাই (Muharram Holiday 2025) পালিত হবে মহরম ? এটি জেনে রাখা গুরুত্বপূর্ণ কারণ মহরম উপলক্ষ্যে (Bank Holiday) ব্যাঙ্ক, সরকারি অফিস, স্কুল-কলেজ বন্ধ থাকে।
মহরম উপলক্ষ্যে কবে ছুটি থাকবে
চাঁদ দেখার ভিত্তিতে মহরম পালনের তারিখ নির্ধারিত হবে। ভারত সরকারের ক্যালেন্ডার অনুযায়ী ৬ জুলাই মহরমের তারিখ, অর্থাৎ সরকারিভাবে ৬ জুলাই মহরমের ছুটি। যেহেতু এই দিনটি আসলে রবিবার তাই আলাদা করে কোনও বাড়তি ছুটি থাকছে না। আর এই কারণেই ৭ জুলাই অর্থাৎ সোমবার পরেরদিন দেশের সমস্ত সরকারি অফিস, ব্যাঙ্কে ছুটি থাকার কথা, কিন্তু এখনও পর্যন্ত কোনও প্রতিষ্ঠানেই ৭ জুলাই ছুটির কথা বলা হয়নি। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের শিক্ষাবর্ষের পঞ্জী অনুসারে ৬ জুলাই মহরমের সম্ভাব্য তারিখ। ফলে ৭ জুলাই ব্যাঙ্কেও ছুটি থাকছে না।
শেয়ার বাজার কি বন্ধ থাকছে
যদি ৭ জুলাই মহরম পালিত হয়, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানার মত বৃহৎ মুসলিম জনসংখ্যা অধ্যুষিত রাজ্যগুলিতে সরকারি ছুটি ঘোষণা হতে পারে। এই বিষয়ে শীঘ্রই একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে বলে আশা করা হচ্ছে। শেয়ার বাজারের ক্ষেত্রে যেহেতু এই দিনে কোনও সরকারি ছুটি নেই তাই বাজার খোলা থাকবে। ট্রেডিং করা যাবে সাধারণ নিয়ম মেনেই।
জুলাই মাসে আর কবে কবে ছুটি থাকছে
৬ জুলাই রবিবার এবং ১২ জুলাই দ্বিতীয় শনিবারের কারণে দেশের সর্বত্র ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
১৬ জুলাই - হরেলা উৎসব উপলক্ষ্যে দেরাদুনের ব্যাঙ্কগুলিতে কোনও কাজ হবে না।
১৭ জুলাই – ইউ তিরেট সিং-এর মৃত্যুবার্ষিকীতে শিলংয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২০ জুলাই- রবিবার – সর্বত্র ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৬ জুলাই – চতুর্থ শনিবার ও ২৭ জুলাই রবিবারের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৮ জুলাই – দ্রুকপা সে জি দিবসের কারণে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
তবে এই দিনগুলিতে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও অনলাইন ব্যাঙ্কিংয়ের সাহায্য নিতে পারবেন। এই তালিকা থেকে স্পষ্ট যে শিলংয়ে ১২ থেকে ১৪ জুলাই টানা ৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। গ্যাংটকেও ২৬ থেকে ২৮ জুলাই ব্যাঙ্ক বন্ধ থাকবে।






















