Muhurat Trading 2022: সকালের বদলে সন্ধ্যেতে ! ছুটির দিনেও আজ ১ ঘণ্টার জন্য খুলবে বাজার, কারণ কী ?
Diwali 2022: আজ ব্যতিক্রম দেখা যাবে বাজারে। সকালের পরিবর্তে সন্ধ্যেতে এক ঘণ্টার জন্য খুলবে মার্কেট।
Diwali 2022: আজ ব্যতিক্রম দেখা যাবে বাজারে। সকালের পরিবর্তে সন্ধ্যেতে এক ঘণ্টার জন্য খুলবে মার্কেট। ছুটির দিনেও প্রতি বছর নিয়ম করে মানা হয় শেয়ার বাজারের এই প্রথা। কেন জানেন ?
Muhurat Trading 2022: এর পিছনে একটাই কারণ ?
প্রতি বছর দীপাবলির দিনে নিয়ম করে মানা হয় এই 'ট্রেডিং টাইম'। যাকে মার্কেটের সবাই মুহুরত ট্রেডিং বলেই জানে। এই এক ঘণ্টার মুহুরত ট্রেডিংয়েই বহু বিনিয়োগকারী পরবর্তী প্রজন্মের জন্য ইনভেস্ট করা যান। বলা হয়, শেয়ার বাজারের বিনিয়োগকারীরা আজকের দিনের কেনা স্টক সহজে বিক্রি করেন না। ছেলেমেয়ের ভবিষ্যতের কথা মাথায় রেখে বেছে বেছে ইনভেস্ট করা হয় শেয়ারে।
Muhurat Trading 2022: কেন এই এক ঘণ্টায় ট্রেডিং ?
আজ দীপাবলিতে দেবী ধনলক্ষ্মীর আরাধনায় ব্রতী হন বিনিয়োগকারীরা। বাজারের আমানতকারীরা মনে করেন, এই বিশেষ দিনে বিনিয়োগ করলে দেবীর আশীর্বাদ লাভ করা যায়। তাই দীপাবলিতে ছুটির দিনেও সন্ধ্যেবেলায় নিয়ম ভেঙে খোলে বাজার। বিশেষ মুরুর্তের জন্য স্টকে বিনিয়োগ করেন ইনভেস্টাররা। এই সময়কেই মুহুরত ট্রেডিং বলে।
Diwali 2022: কবে থেকে শুরু মুহুরত ট্রেডিং ?
১৯৫৭ সালে প্রথম BSE-তে প্রথম এই মুহুর্ত ট্রেডিং শুরু হয়। পরবর্তীকালে যা ১৯৯২ সালে NSE-তেও শুরু হয়। এই মুহুরত ট্রেডিংয়ের সময়কে খুবই শুভ মানা হয়। তাই নিজেদের পছন্দের শেয়ার এদিন কিনে নেন বিনিয়োগকারীরা। এক ঘণ্টার ট্রেডিং সেশনের মধ্যেই চলে সব প্রক্রিয়া।
Muhurat Trading 2022: কোন সময় থেকে কোন সময় পর্যন্ত ট্রেডিং ?
আজ সাধারণ শেয়ার বাজারের বিনিয়োগকারীদের জন্য সন্ধ্যে ৬টা থেকে ৭ টা ১৫ পর্যন্ত হবে একঘণ্টার ট্রেডিং সেশন। এর মধ্যেই ভাগ করা হবে প্রি-ওপেন সেটলমেন্ট সবকিছু। আজে প্রি-ওপেন সেশন হবে ৬টা থেকে ৬টা ৮ মিনিট পর্যন্ত। ব্লক ডিল চলবে ৫টা ৪৫ থেকে ৬ টা পর্যন্ত। সাধারণ ট্রেডিং হবে ৬টা ১৫ থেকে ৭টা ১৫ মিনিট পর্যন্ত। সেটলমেন্ট ও ক্লোজিং ৭টা ১৫ থেকে ৭টা ২৫ পর্যন্ত হবে।
Muhurat Trading 2022: আরও রয়েছে কারণ ?
দীপাবলির দিনই হিন্দু নববর্ষের সূচনা ধরা হয়। এই দিনই গুজরাতি ও মারওয়াড়িরা তাদের পুরনো বহিখাতা বা হালখাতা বন্ধ করে নতুন লেজার তৈরি করেন। বহিখাতার ওপর স্বস্তিকা চিহ্ণ দিয়ে শুরু হয় নতুন বছরের আর্থিক যাত্রা। এই দিনটিকে হিন্দু নববর্ষ অনুযায়ী সমবত বলা হয়। এবার সমবতের বছর ২০৪৯। দালাল স্ট্রিটে এইদিন বেশি অস্থিরতা দেখা যায় না। বেশিরভাগ সময়টাই সবুজে যাত্রা করে স্টক মার্কেট।