(Source: ECI/ABP News/ABP Majha)
Mukesh Ambani: ফের বিশ্বের ধনীতম মুকেশ অম্বানি, পিছনে ফেললেন গৌতম আদানিকে
Mukesh Ambani replaces Gautam Adani:
নয়া দিল্লি: ফের বিশ্বের ধনীতম ভারতীয় (Richest Indian in the World) হিসেবে উঠে এলেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি ৷ পিছনে ফেলে দিলেন গৌতম আদানিকে (Gautam Adani) । ফোর্বস রিয়েল টাইম বিলিয়নিয়রের তালিকা অনুসারে ২০২৩ সালে ফের বিশ্বের ধনীতমদের তালিকায় জায়গা করে নিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান।
৮৪.৩ বিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তি নিয়ে বিশ্বের ধনীতমদের তালিকায় শীর্ষে মুকেশ। ফোর্বসের রিপোর্ট অনুসারে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানের সম্পত্তি প্রায় ১৬৪ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। শতাংশের হিসেবে যা প্রায় ০.১৯%। উল্টো দিকে ৪.৬২ শতাংশ সম্পত্তি কমেছে গৌতম আদানির। হিন্ডেনবার্গের রিপোর্ট সামনে আসার আগে পর্যন্ত তিনি ছিলেন বিশ্বের তৃতীয় ধনীতম ব্যক্তি এবং সবথেকে ধনী ভারতীয় নাগরিক ৷
প্রসঙ্গত, কারচুপির অভিযোগ ঘিরে উত্তাল গোটা বিশ্ব। শেয়ার বাজারেও তার নেতিবাচক প্রভাব পড়েছে। তার মধ্যেই বিশ্বের সেরা ১০ ধনকুবেরের তালিকা থেকে ছিটকে গেলেন আদানি গ্রুপের (Adani Group) চেয়ারপার্সন গৌতম আদানি (Gautam Adani)। প্রায় ৮০০ কোটি ডলারের সম্পত্তি হাতছাড়া হয়েছে তাঁর। এই মুহূর্তে তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮ হাজার ৪০০ কোট ডলার। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেস্কে এই মুহূর্তে একাদশতম স্থানে রয়েছেন তিনি।
আরও পড়ুন, 'মধ্যবিত্তদের মনস্কামনা পূরণের জন্য এই বাজেট', অর্থমন্ত্রীকে অভিনন্দন মোদির
লগ্নি সংক্রান্ত বিষয়ে আমেরিকার গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research) একটি রিপোর্টে সম্প্রতি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ তোলা হয়। অভিযোগ ওঠে, ভারতের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী লাগাতার শেয়ার দরে কারচুপি করেছে, আর্থিক প্রতারণায় যুক্ত থেকেছে। তার পর থেকেই শেয়ার বাজারে লাগাতার ক্ষতির সম্মুখীন হয়েছেন আদানি। এ বার সেরা ১০ ধনকুবেরের তালিকার বাইরে চলে গেলেন তিনি। শীঘ্রই এশিয়ার ধনীতম ব্যক্তির শিরোপাও হারাতে চলেছেন বলে প্রমাদ গোনা শুরু হয়েছে।