Multibagger Share: ১০ হাজার থেকে ১.৯৪ লাখ ১ বছরেই, কেনা আছে এই মাল্টিব্যাগার শেয়ার ?
Share Market: কলকাতাতেই সংস্থার কর্মকেন্দ্র। আর সেই সংস্থার শেয়ারেই এসেছে বিপুল রিটার্ন। ১ বছরে এর শেয়ারের দাম বেড়েছে ১৮৪৫ শতাংশ। আপনার কেনা আছে এই মাল্টিব্যাগার স্টক ?
Stock Market: মেটাল এবং মাইনিং ফার্ম জয় বালাজী ইন্ডাস্ট্রিজের (Jai Balaji Industries) শেয়ার গত এক বছরে বিনিয়োগকারীদের এনে দিয়েছে বিপুল রিটার্ন। ২০২৩ সালের জানুয়ারি মাসে এই শেয়ারের দাম ছিল ৫৩.৮০ টাকা, সেই দাম থেকে বেড়ে ১০৪৬.৯০ টাকায় বেড়ে যায় এই সংস্থার শেয়ারের দাম। এক লাফে ১৮৪৫ শতাংশ বেড়ে যায় এই শেয়ারের দাম (Multibagger Share)।
কত বেড়েছে শেয়ারের দাম
অর্থাৎ এই শেয়ারে যদি ২০২৩ সালের জানুয়ারি মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ করতেন, তবে আজকের দিনে দাঁড়িয়ে আপনি ১.৯৪ লক্ষ টাকা পেতেন। এই বছর ২০২৪ সালের জানুয়ারি মাসে জয় বালাজী ইন্ডাস্ট্রিজের (Jai Balaji Industries) শেয়ারের দাম বেড়েছে ৩৪ শতাংশ। জুলাই, ২০২৩ থেকেই বেড়ে চলেছে এই সংস্থার শেয়ারের দাম। পরিসংখ্যানের হিসেবে জুলাই ২০২৩ এবং জানুয়ারি ২০২৪-এর মধ্যে এই শেয়ারের দাম বেড়েছে ১২৭৭ শতাংশ।
আগের বছর কত রিটার্ন এসেছে
গত বছরে শেয়ারের (Multibagger Share) দামের ওঠানামা দেখলে লক্ষ করা যাবে বছরের ৮ মাস এই শেয়ার ছিল গ্রিন জোনে এবং ৪ মাস ছিল রেড জোনে। আবার জুলাই মাসে অর্থাৎ মাত্র ১ মাসেই আগের বছর মাল্টিব্যাগার রিটার্ন এনে দিয়েছিল। ঐ মাসের মধ্যেই শেয়ারের দাম বেড়েছিল ১০৬ শতাংশ। তাছাড়া আগস্ট মাসে ৭২ শতাংশ, সেপ্টেম্বরে ৬১.৪ শতাংশ, মে মাসে ৪১ শতাংশ এবং এপ্রিল থেকে অক্টোবর ২০২৩-এর মধ্যে ৩১ শতাংশ বেড়েছে জয় বালাজী ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম।
সর্বোচ্চ উচ্চতা
২০২৪ সালের ১৭ জানুয়ারি এই সংস্থার (Jai Balaji Industries) শেয়ারের দাম ছুঁয়ে ফেলে এর সর্বোচ্চ উচ্চতা ১০৪৬.৯০ টাকার সীমা। ২০২৩ সালের ২৮ মার্চ এটি সর্বনিম্ন সীমায় ছিল। ৪২ টাকা ছিল শেয়ারের দাম। সেখান থেকে ২৩৯২ শতাংশ বেড়েছে এই শেয়ারের দাম। শেষ তিন বছরের পরিসংখ্যান দেখলে, এই সংস্থার শেয়ার বেড়েছে ৩৮২২ শতাংশ।
কোম্পানির মুনাফা
২০২৪-এর সেপ্টেম্বর ত্রৈমাসিকে এই সংস্থার (Jai Balaji Industries) মুনাফা ৮৬২ শতাংশ বেড়ে হয় ২০২ কোটি টাকা। একই ত্রৈমাসিকে গত অর্থবর্ষে সংস্থার মুনাফা হয়েছিল ২২ কোটি টাকা। জুনের ত্রৈমাসিকে এই কোম্পানির (Multibagger Share) মুনাফা হয়েছে ১৭০ কোটি টাকা। অন্যান্য উৎস থেকে কোম্পানির আয়ও এই অর্থবর্ষে বেড়ে হয়েছে ২৮ কোটি টাকা। অপারেশনস থেকে রেভিনিউ এসেছে সেপ্টেম্বর ত্রৈমাসিকে ১৫৪৭ কোটি টাকা। ১৩ শতাংশ বেড়েছে এই রেভিনিউর পরিমাণ।
কোম্পানির ব্যবসা
সারা ভারত জুড়ে মুলত লোহা ও স্টিলের পণ্য বিক্রি করে জয় বালাজী ইন্ডাস্ট্রিজ। স্পঞ্জ আয়রন, পিগ আয়রন, ডাক্টাইল আয়রন পাইপ, ডিআরআই, স্টিল বার, স্টিল রড, ফেরো অ্যালয়, পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট, টিএমটি বার ইত্যাদি তৈরি করে এই সংস্থা।
আরও পড়ুন: Multibagger Stock: ১০ হাজার থেকে ১৬ লাখ, এই মাল্টিব্যাগার শেয়ারের নাম জানেন ?