Multibagger Stock: মহারত্ন বিভাগে জায়গা পাবে এই মাল্টিব্যাগার ডিফেন্স স্টক, বাড়বে সুবিধেও
Hindustan Aeronautics Stock: হিন্দুস্তান এয়ারোনটিকস এবার নবরত্ন থেকে মহারত্ন কোম্পানিতে পরিণত হবে। আর সূত্র অনুসারে এই সংস্থা নবরত্ন থেকে মহারত্ন হয়ে উঠবে। গত ৬ মাসে এই শেয়ারের দাম ৫৫ শতাংশ বেড়েছে।
Defence Stock: ভারতের প্রতিরক্ষা বিভাগের একটি গুরুত্বপূর্ণ সংস্থা হিন্দুস্তান এয়ারোনটিক্স আর কিছুদিনের মধ্যেই জায়গা করে নেবে মহারত্ন ক্যাটাগরিতে। সরকারের প্রতিরক্ষা খাতের সংস্থাগুলিকে আগে থেকেই নবরত্ন সংস্থার (Multibagger Stock) মর্যাদা দেওয়া হয়। এই পদোন্নতির কারণে এই মাল্টিব্যাগার শেয়ারের মুকুটে (Navaratna Stock) জুড়ে যাবে নয়া পালক। এই সংস্থা পাবে বিশেষ কিছু সুবিধে।
এই বছরের শেষেই মহারত্নের শিরোপা পাবে সংস্থা
সংবাদমাধ্যম সূত্র অনুসারে, হিন্দুস্তান এয়ারোনটিকস এবার নবরত্ন থেকে মহারত্ন কোম্পানিতে পরিণত হবে। আর সূত্র অনুসারে এই সংস্থা নবরত্ন থেকে মহারত্ন হয়ে উঠবে। এর অর্থ যদি এই সংবাদে সত্যতা থাকে তাহলে আগামী ৩-৪ মাসেই সরকারের খাতায় এই সংস্থা একটি মহারত্ন সংস্থায় পরিণত হবে।
সরকারি এই সংস্থাগুলি আগে থেকেই মহারত্ন শিরোপা পেয়েছে
দেশের সমস্ত সরকারি কোম্পানিগুলি তাদের মুনাফা এবং রাজস্বের মাত্রা অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে রাখা হয়। মূলত তিনটি ক্যাটাগরিতে ভাগ করে রাখা হয় এই সংস্থাগুলিকে যেমন মহারত্ন, নবরত্ন এবং মিনিরত্ন। সরকারি সংস্থাগুলির মধ্যে সবথেকে বড় শিরোপা হল মহারত্ন। এখনও পর্যন্ত দেশের শেয়ার বাজারে মোট ১৩টি মহারত্ন সংস্থা আছে যেমন- BHEL, BPCL, কোল ইন্ডিয়া, GAIL, HPCL, IOCL, NTPC, ONGC, পাওয়ার ফিনান্স কর্পোরেশন, পাওয়ার গ্রিড কর্পোরেশন, SAIL, REC এবং অয়েল ইন্ডিয়া। হিন্দুস্তান এয়ারোনটিকস এই তালিকায় যোগ দিলে মহারত্ন কোম্পানির সংখ্যা হবে ১৪টি।
মহারত্ন সংস্থাগুলি পাবে এই সুবিধে
মহারত্ন সংস্থাগুলির তালিকায় যে যে কোম্পানিগুলি থাকে, যেগুলি আগে থেকেই নবরত্ন ক্যাটাগরিতে রয়েছে। তবে নবরত্ন সংস্থাগুলির থেকে মহারত্ন সংস্থায় উন্নীত হতে গেলে মুনাফা, মোট সম্পদ, টার্নওভার সহ ৬টি প্যারামিটার বিচার করে দেখা হয়। মহারত্ন মর্যাদা পাওয়ার পরে সরকার সংশ্লিষ্ট সংস্থাগুলিকে আরও স্বাধীনতা দেয় সরকার। এই সংশ্লিষ্ট কোম্পানির বোর্ড আগের থেকে বেশি আর্থিক ক্ষমতা পায়। এই ধরনের সংস্থাগুলি ৫ হাজার কোটি টাকা পর্যন্ত সিদ্ধান্তের জন্য সরকারের থেকে অনুমোদন আগে থেকেই পাবে এই সংস্থাগুলি।
১ বছরে ১৩৫ শতাংশ রিটার্ন পেয়েছে সংস্থা
হিন্দুস্তান এয়ারোনটিক্স এই মহারত্ন শিরোপা পাওয়ার পরে শেয়ারে বড় খবর আসতে পারে। এই সংবাদ প্রকাশ্যে আসার পরে শুক্রবার অর্থাৎ গতকাল হিন্দুস্তান এয়ারোনটিক্সের শেয়ার ০.৬০ শতাংশ বেড়ে যায়, ৪৬৭০ টাকায় ট্রেড করেছে এই শেয়ারটি। গত ৬ মাসে এই শেয়ারের দাম ৫৫ শতাংশ বেড়েছে, এক বছরে ১৩৫ শতাংশ বেড়েছে হিন্দুস্তান এয়ারোনটিক্স।
আরও পড়ুন: TCS Employee: টিসিএসের হাজার হাজার কর্মীকে নোটিশ ধরাল আয়কর বিভাগ ! কী ঘটেছে ?