Mutual Fund: মিউচুয়াল ফান্ডে উৎসাহ বাড়ছে মহিলাদের, ৫ বছরে দ্বিগুণ হয়েছে বিনিয়োগ
Mutual Fund Women Investors: CRISIL-এর সঙ্গে যৌথভাবে ভারতের মিউচুয়াল ফান্ড অ্যাসোসিয়েশন একটি পরিসংখ্যান দিয়ে জানিয়েছে দেশের মোট বিনিয়োগকারীদের মধ্যে মহিলাদের বিনিয়োগ ৩৩ শতাংশে উন্নীত হয়েছে।

Women Investors in Mutual Fund: আজকাল স্টক মার্কেটে বিনিয়োগের দিকে বেশি ঝুঁকছেন মহিলারা। ভারতে ব্যাপক হারে বেড়ে চলেছে মহিলা বিনিয়োগকারীদের সংখ্যা। আর বেশিমাত্রায় মহিলা এখন মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বিনিয়োগ করছেন। আর মহিলাদের এই বিনিয়োগ বৃদ্ধির কারণে ২০১৯ সালের মার্চ থেকে তাদের মোট বিনিয়োগকৃত সম্পদ ২০২৪ সালের মার্চে (Women Investors) এসে দ্বিগুণ হয়ে গিয়েছে। ২০১৯ সালে মোট অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ছিল ৪.৫৯ লক্ষ কোটি টাকা আর তা ২০২৪ সালে এসে দাঁড়িয়েছে ১১.২৫ লক্ষ কোটি টাকা।
CRISIL-এর সঙ্গে যৌথভাবে ভারতের মিউচুয়াল ফান্ড অ্যাসোসিয়েশন একটি পরিসংখ্যান দিয়ে জানিয়েছে দেশের মোট বিনিয়োগকারীদের মধ্যে মহিলাদের বিনিয়োগ ৩৩ শতাংশে উন্নীত হয়েছে। এই রিপোর্ট অনুসারে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন এমন মহিলার সংখ্যা দ্রুতহারে বেড়ে গিয়েছে, এখন প্রতি ৪ জন বিনিয়োগকারীর মধ্যে একজন মহিলা রয়েছেন। এছাড়া মহিলাদের বিনিয়োগের পোর্টফোলিওতেও দৃষ্টান্তমূলক বৃদ্ধি দেখা গিয়েছে। ২০১৯ সালের মার্চ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সময়ের মধ্যে মহিলাদের বিনিয়োগ পোর্টফোলিওর পরিমাণ ২৪ শতাংশ বেড়ে গিয়েছে। কিন্তু পুরুষদের ক্ষেত্রে এই পোর্টফোলিও বৃদ্ধির হার মাত্র ৬ শতাংশ।
এই রিপোর্টে এও জানা গিয়েছে যে মহিলা বিনিয়োগকারীদের মধ্যে এসআইপি করার প্রবণতাও বেড়ে গিয়েছে অনেকাংশে। আর তাদের মোট বিনিয়োগকৃত সম্পদের মধ্যে অর্ধেকই রয়েছে স্মলক্যাপ ক্যাটাগরিতে। তবে মিডক্যাপ ফান্ডে এসআইপিও ৪৬ শতাংশ হারে বেড়ে গিয়েছে। তবে সেক্টর, থিমেটিক এবং ডিভিডেন্ড ইল্ড ক্যাটাগরির ফান্ডে বিনিয়োগে উৎসাহ হারাচ্ছেন মহিলা বিনিয়োগকারীরা। এসআইপির বিনিয়োগকৃত সম্পদের পরিমাণ বেড়ে গিয়েছে ৩০০ শতাংশ। ২০২৪ সালের মার্চে এই সম্পদ বেড়ে হয়েছে ১০.৬২ লক্ষ কোটি টাকা। দেখা যাচ্ছে ১৮-৩৪ বছর বয়সী মহিলাদের মধ্যেই এসআইপি করার প্রবণতা ব্যাপক হারে বেড়েছে ভারতে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: US Market Crash: ট্রাম্পের কর ঘোষণায় বিরাট ধস আমেরিকার শেয়ার বাজারে ! ভারতের বাজারে বাড়ছে চিন্তা






















