Mutual Funds: ১ লাখ থেকে ১ কোটি রিটার্ন এই ৩ মিউচুয়াল ফান্ডে, বিনিয়োগ করলে কত বছরে কোটিপতি হতেন ?
Top 3 Mutual Fund: ১ লাখ টাকা থেকেই ১ কোটি টাকা রিটার্ন তুলে দিয়েছে বিনিয়োগকারীদের, এমনও ফান্ড রয়েছে। দেখে নিন কোন কোন ফান্ডে মিলেছে এত বিপুল রিটার্ন, তাও আবার কত বছরের মধ্যে।
Share Market: বাজারে যেমন বেশ কিছু মাল্টিব্যাগার শেয়ারে বিনিয়োগের মাধ্যমে খুব কম সময়েই বিপুল রিটার্ন পাওয়া যায়। এমন কিছু কিছু শেয়ার উঠে আসে তালিকার শীর্ষে, যেগুলি একধাক্কায় ৫০ গুণ, ১০০ গুণ কিংবা ৩০০ গুণ রিটার্ন এনে দেয়। সেরকমই এমন কিছু কিছু ফান্ড হাউজ আছে, যা বিগত বছরে রেকর্ড গড়া রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। আবার কিছু ফান্ড (Top Mutual Fund) দীর্ঘমেয়াদী বিনিয়োগে দিয়েছে বিপুল মুনাফা। ১ লাখ টাকা থেকেই ১ কোটি টাকা রিটার্ন তুলে দিয়েছে বিনিয়োগকারীদের, এমনও ফান্ড রয়েছে। দেখে নিন কোন কোন ফান্ডে মিলেছে এত বিপুল রিটার্ন, তাও আবার কত বছরের মধ্যে।
Franklin India Prima Fund
এই তালিকায় সবার প্রথমেই আছে ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া প্রাইমা ফান্ডের (Top Mutual Fund) নাম। ৩০ বছরের মেয়াদে ১ লাখ টাকা এই ফান্ডে বিনিয়োগ করে রাখলে তা হয়েছে ১ কোটি টাকা। ১৯৯৩ সালে বাজারে এসেছিল এই ফান্ড হাউজ, সেখান থেকে আজকের দিনে ৩০ বছর সম্পূর্ণ হয়েছে ফান্ড হাউজটির। একেবারে শুরুর সময় এই ফান্ডে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকলে এককালীন হারে সেই টাকা আজ হয়ে দাঁড়িয়েছে ২.৩১ কোটি টাকা। ৩০ বছরের মেয়াদে বার্ষিক ১৯.৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে বিনিয়োগের মূল্য।
Franklin India Bluechip Fund
ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়ার আরেকটি ফান্ডেও (Top Mutual Fund) এসেছে এমনই বিপুল রিটার্ন। এই ফান্ডটিও লঞ্চ হয়েছিল আজ থেকে ৩০ বছর আগে। এই ব্লুচিপ ফান্ডে শুরুর দিনে এককালীন ১ লাখ টাকা বিনিয়োগ করে রাখলে আজ ৩০ বছর পর সেই টাকা হয়ে দাঁড়িয়েছে ২.১৩ কোটি টাকা। এই ফান্ডে বার্ষিক ১৯.৩০ শতাংশ হারে রিটার্ন এসেছে এই ৩০ বছরে যা এর বেঞ্চমার্ককে অনেকাংশেই পেরিয়ে যেতে পেরেছে।
SBI Long Term Equity Fund
এই ফান্ডটিও তৈরি হয়েছিল ১৯৯৩ সালে। ফলে ৩০ বছর পেরিয়ে গিয়েছে। আর এই ৩০ বছরে বিনিয়োগকারীর ১ লাখ টাকা বেড়ে হয়েছে ১.২১ কোটি টাকা। কোনও SIP নয়, কেউ যদি এই ফান্ডে ৩০ বছর আগে Lumpsum বা One-Time হিসেবে ১ লাখ টাকা জমা করতেন, তাহলে এই পরিমাণ রিটার্ন পেতেন বিনিয়োগকারীরা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )
আরও পড়ুন: Q4 Result Today: সোমে কোন শেয়ার বাড়বে ? আজ ১৮টি কোম্পানির আর্থিক ফল ঘোষণা