Shubman Gill: বিজয় হাজারেতে তো খেলবেনই, বিশ্বকাপ দল থেকে বাদ পড়ে এবার রঞ্জিতেও মাঠে নামবেন শুভমন গিল?
Ranji Trophy 2025-26: ২২ জানুয়ারি রাজকোট এবং ২৯ জানুয়ারি মুল্লানপুরে কর্ণাটকের বিরুদ্ধে পাঞ্জাবের রঞ্জি ট্রফির ম্যাচ রয়েছে। সেই ম্যাচগুলিতেই শুভমন গিলকে খেলতে দেখা যেতে পারে।

নয়াদিল্লি: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ ওভারের সিরিজ়ের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়ে গিয়েছে। সেই দলে সুযোগ পাননি শুভমন গিল (Shubman Gill)। সহ-অধিনায়কের পদ থেকে শুভমন যে একেবারে দল থেকে ছাঁটাই হয়ে যাবেন, সেটা অনেকেই প্রাথমিকভাবে অনুমান করতে পারেননি। তবে এবার দল থেকে বাদ পড়ে ঘরোয়া ক্রিকেটে ফিরছেন গিল।
দিনকয়েক আগেই পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছিল আসন্ন বিজয় হাজারে ট্রফিতে শুভমন গিল, অভিষেক শর্মা, অর্শদীপ সিংহরা খেলবেন। জয়পুরে সিকিম ও গোয়ার বিরুদ্ধে যথাক্রমে ৩ ও ৬ জানুয়ারি শুভমন পাঞ্জাবের হয়ে দুইটি ম্যাচ খেলবেন বলে শোনা যাচ্ছে। তারপরেই ভারতীয় ওয়ান ডে অধিনায়ক ১১ জানুয়ারি থেকে শুরু হওয়া ৫০ ওভারের সিরিজ়ে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন।
এরপরে অবশ্য় টি-টোয়েন্টি দলে না থাকায় বেশ খানিকটা সময় গিলের কোনও আন্তর্জাতিক ম্য়াচ নেই। সেই ফাঁকে ২১ তারিখ থেকে ভারত যখন কিউয়িদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের বিশ ওভারের সিরিজ় খেলতে নামবে, গিল তখন ঘরোয়া ক্রিকেট খেলবেন। TOI-র রিপোর্ট অনুযায়ী ভারতীয় টেস্ট তথা ওয়ান ডে দলের অধিনায়ক পাঞ্জাবের দুই অবশিষ্ট রঞ্জি ট্রফির ম্যাচ খেলবেন। ২২ জানুয়ারি রাজকোট এবং ২৯ জানুয়ারি মুল্লানপুরে কর্ণাটকের বিরুদ্ধে পাঞ্জাবের রঞ্জি ট্রফির ম্যাচ রয়েছে। সেই ম্যাচগুলিতেই শুভমন গিলকে খেলতে দেখা যেতে পারে।
পাঞ্জাব বর্তমানে একটি জয়ের সুবাদে মাত্র ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ 'বি'-র পয়েন্ট তালিকায় ছয় নম্বরে রয়েছে। বাকি দুই ম্যাচ জিতলে পাঞ্জাবের রঞ্জির কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর সুযোগ রয়েছে। পাঞ্জাব যদি রঞ্জির নক আউটে পৌঁছয়, সেক্ষেত্রে গিলের নক আউটের ম্যাচগুলিতেও খেলার সম্ভাবনা রয়েছে। ৬ ফেব্রুয়ারি থেকে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল শুরু হবে।
তবে অনেকেই প্রশ্ন তুলছেন হঠাৎ কেন ভারতের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেন গিল? রিপোর্ট অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যে পিচগুলি ব্যবহার করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেইটাই এই সিদ্ধান্তের পিছনে অন্যতম বড় কারণ। ভারতীয় দল বিশ্বকাপে নিজেদের প্রতিটি ম্যাচ ভিন্ন ভিন্ন মাঠে খেলবে। যত সময় যাবে ততই পিচগুলি আরও মন্থর গতির হবে বলেই অনুমান করা হচ্ছে।
সেই কারণেই পাওয়ার প্লেতে বড় রান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। সেই দিক থেকে দ্রুত গতিতে রান করার ক্ষেত্রে গিলের থেকে স্যামসন, অভিষেক শর্মা ও ঈশান কিষাণের দক্ষতার প্রতিই নির্বাচকরা বেশি আস্থা দেখিয়েছেন। এই দৌড়েই পিছিয়ে পড়ায় গিলকে বিশ্বকাপের দল থেকে ছেঁটে ফেলা হয়েছে বলে রিপোর্ট দাবি করা হচ্ছে।




















