Shantanu Thakur:শান্তনু ঠাকুরের মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মতুয়াদের একাংশের,ধস্তাধস্তি, উত্তেজনা
ABP Ananda LIVE : ওপারে হিন্দু নিধন, এপারে প্রতিবাদে সনাতনীরা। গতকাল বেকবাগানের পর রাজ্য জুড়ে আজ সীমান্তে বিক্ষোভ ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হল। এরই মধ্যে চাপ বাড়িয়ে ওসমান হাদির খুনের জন্য ইউনূসকেই কাঠগড়ায় তুলল তার পরিবার। অন্যদিকে মতুয়া-প্রশ্নে চাপ কি বাড়ছে বিজেপির অন্দরেও? মতুয়াবাড়িতে লেগে গেল গৃহযুদ্ধ
শান্তনু ঠাকুরের মন্তব্যের প্রতিবাদে মতুয়াবাড়িতে উত্তেজনা
শান্তনু ঠাকুরের মন্তব্যের প্রতিবাদে মতুয়াবাড়িতে উত্তেজনা । মতুয়াবাড়িতে জমায়েতের ডাক মমতা ঠাকুরের। শান্তনু ঠাকুরের উদ্দেশে বিক্ষোভ ঠাকুরনগরের মতুয়াবাড়িতে । মতুয়াবাড়িতে বিক্ষোভ ঘিরে ধস্তাধস্তি, উত্তেজনা । '৫০ লক্ষ রোহিঙ্গা তাড়াতে গিয়ে ১ লক্ষ মতুয়া বাদ গেলে আপত্তি নেই' । গতকাল শান্তনু ঠাকুরের মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মতুয়াদের একাংশের।বিক্ষোভের সময় বাড়িতে ছিলেন না শান্তনু ঠাকুর ।






























