Delhi Capitals: বদলে গেল নেতা, দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়ক হলেন জেমাইমা, বদল হতে পারে পুরুষদের দলেও?
Jemimah Rodrigues: মেগ ল্যানিংয়ের বিদায়ের পর ক্যাপিটালসের মহিলা দলের নতুন অধিনায়ক নির্বাচিত হওয়া নিশ্চিত ছিল। সেই দৌড়ে সাদারল্যান্ড, শেফালিকে হারিয়ে দায়িত্ব পেলেন জেমাইমা।

নয়াদিল্লি: ডব্লুপিএল এবং আইপিএল, উভয় টুর্নামেন্টেরই নিলাম শেষ। এবার অপেক্ষা মরশুম শুরুর। রিপোর্ট অনুযায়ী এই নতুন মরশুমে নতুন উদ্যমে মাঠে নামতে চলেছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। পুরুষ এবং মহিলা, উভয় বিভাগেই টুর্নামেন্টে বারংবার ফাইনালে পৌঁছেও রাজধানীর ফ্র্যাঞ্চাইজির খেতাবজয় অধরাই রয়ে গিয়েছে। এবার সেই অধরা স্বপ্ন সত্যি করার লক্ষ্যেই বড় পদক্ষেপ নিতে চলেছেন তাঁরা।
অতীতে একাধিকবার মেগ ল্যানিংয়ের নেতৃত্বে ক্যাপিটালসের মহিলা দল ডব্লুপিএল ফাইনাল খেলেছে। কিন্তু অজ়ি কিংবদন্তিকে তাঁরা নিলামের আগে দল থেকে ছেড়ে দেয়। ল্যানিংয়ের দলবদল হয়েছে। তাই নতুন ডব্লুপিএল মরশুমে ক্যাপিটালসের নতুন অধিনায়ক হওয়ার বিষয়টি পাকাই ছিল। ফ্র্যাঞ্চাইজ়ির অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল আগেই জানিয়েছিলেন যে তাঁরা এবার এক ভারতীয়কেই দলের অধিনায়ক হিসাবে চাইছেন।
সেই মতোই ক্যাপিটালসের নতুন অধিনায়ক হলেছেন বিশ্বজয়ী তারকা জেমাইমা রডরিগেজ় (Jemimah Rodrigues)। মঙ্গলবারই সরকারিভাবে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হতে পারে বলে ক্যাপিটালসের তরফে আগেই জানানো হয়েছিল। সেইমতোই জেমাইমাকে নতুন অধিনায়ক ঘোষণা করা হল। শেফালি বর্মা, অ্যানাবেল সাদারল্যান্ডরা দলে থাকলেও জেমির কাঁধেই উঠল অধিনায়কত্বের দায়িত্ব।
CAPTAIN ROCKSTAR IS HERE TO RULE ❤️🔥🎸 pic.twitter.com/1fl0NWEPaj
— Delhi Capitals (@DelhiCapitals) December 23, 2025
একাধিক রিপোর্ট অনুযায়ী ক্যাপিটালসের পুরুষ দলেরও অধিনায়ক বদল হতে পারে। গত মরশুমেই মেগা নিলামের আগে ঋষভ পন্থকে ছেড়ে দেয় ক্যাপিটালস। অক্ষর পটেলকে (Axar Patel) দলের নতুন অধিনায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়। তাঁর নেতৃত্বে শুরুটা দুরন্তভাবে করে ক্যাপিটালস। একসময় কার্যত অপ্রিতরোধ্য দেখাচ্ছিল তাঁদের। তবে হঠাৎই ভাগ্যবদল, যার জেরে ক্যাপিটালসের গোটা মরশুমই ওলট পালট হয়ে যায়।
অফফর্মের জেরে একের পর এক ম্যাচ হারতে থাকে ক্যাপিটালস। শেষমেশ লিগ তালিকায় পঞ্চম স্থানে শেষ করায় আইপিএলের প্লে-অফেও পৌঁছতে ব্যর্থ হয় ক্যাপিটালসেরর পুরুষ দল। রিপোর্ট অনুযায়ী অক্ষরের বদলে কেএল রাহুলকে (KL Rahul) ক্যাপিটালস ম্যানেজমেন্ট দলের নতুন অধিনায়ক হিসাবে বেছে নিতে চলেছে।
রাহুল এর আগেও অতীতে একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়েছেন। তবে গত মরশুমে ক্যাপিটালসে তিনি অধিনায়ক নির্বাচিত হতে পারেন বলে অনেকে ভাবলেও, রাহুলকে সহ-অধিনায়কও করা হয়নি। সহ-অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় ফাফ ডুপ্লেসি। তবে এ মরশুমে ডুপ্লেসিও আইপিএলে নেই। তাই রাহুলকেই নতুন মরশুমে দলের নতুন অধিনায়ক নির্বাচিত করা হতে পারে।




















