Mutual Funds: হাইব্রিড ফান্ড কী জানেন , এখানে বিনিয়োগে কী সুবিধা ?
Mutual Funds :হাইব্রিড ফান্ড হল এক ধরনের মিউচুয়াল ফান্ড যা একটি ফান্ডের মধ্যে একাধিক অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করে। জেনে নিন এর সুবিধাগুলি।
Mutual Funds : মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চাইলে অবশ্যই ভেবে দেখতে পারেন হাইব্রিড ফান্ডের বিষয়ে। হাইব্রিড ফান্ড হল এক ধরনের মিউচুয়াল ফান্ড যা একটি ফান্ডের মধ্যে একাধিক অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করে। এর মধ্যে ইক্যুইটি, ঋণ, সোনা ও গ্লোবাল ইক্যুইটিও থাকতে পারে।
Mutual Funds : হাইব্রিড ফান্ডের সুবিধা একটি হাইব্রিড তহবিলের বিশেষত্ব হল, এই ফান্ডের টাকা ইক্যুইটির পাশাপাশি ঋণ বা ডেট অ্যাসেটেও বিনিয়োগ করা হয়। অনেক সময়
তহবিলের টাকা সোনায় বিনিয়োগ করেন ফান্ড ম্যানেজার। বিভিন্ন শ্রেণিতে বিনিয়োগের কারণে এই ফান্ডে লগ্নিতে বৈচিত্র্য রয়েছে। ধরুন যদি ইক্যুইটিতে বিনিয়োগ করা অর্থ বাজারের ওঠা-নামায় কমে যায়, তাহলে ঋণ ও সোনায় বিনিয়োগ করা অর্থের মাধ্যমে তহবিলের ভারসাম্য বজায় থাকবে। একইভাবে যদি সোনা কম আয় দেয়, তাহলে ঋণ ও ইক্যুইটি ফান্ডের ভারসাম্য ধরে রাখবে। অর্থাৎ বিভিন্ন অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করে অর্থাৎ ডাইভারসিফিকেশন করলে ফান্ডের সুবিধা হয়।হাইব্রিড ফান্ডের ছয়টি সাব ক্যাটিগরি রয়েছে। জেনে নিন সেগুলি আসলে কী..
Aggressive Hybrid Fund:
আপনি যদি বাজারে আরও ঝুঁকি নিতে চান তবেই এটি বিবেচনা করুন।
এতে ৬৫-৮০ শতাংশ অর্থ ইক্যুইটিতে বিনিয়োগ করা হয় । সেই ক্ষেত্রে লার্জ-ক্যাপ, মিড-ক্যাপ ও স্মল-ক্যাপ বিনিয়োগ করে কোম্পানি।
লগ্নির ২০-৩৫ শতাংশ ফিক্সড ইনকামের প্রোডাক্টে বিনিয়োগ করা হয়।
পাঁচ বছরের বেশি সময়ের জন্য এই বিভাগটি বিবেচনা করা উচিত।
Conservative Hybrid Fund
এখানে ১০-২৫ শতাংশ অর্থ ইক্যুইটিতে বিনিয়োগ করা হয়।
বাকি টাকা ঋণপত্রে বিনিয়োগ করা হয়।
এই ঋণপত্রের মধ্যে কর্পোরেট ও সরকারি বন্ড ও অ-পরিবর্তনযোগ্য ডিবেঞ্চার (non-convertible debentures) রয়েছে।
এক্ষেত্রে রেগুলার ও ফিক্সড ইনকামের জন্য ঋণপত্রে (Debt)-এ বিনিয়োগ করা হয়।
এই ইক্যুইটি পোর্টফোলিওতে আরও ভাল রিটার্ন জেনারেট করার সম্ভাবনা রয়েছে।
Dynamic Asset Allocation Fund
এই ক্ষেত্রে নির্দিষ্ট পূর্ব-নির্ধারিত মূল্যায়নের ভিত্তিতে ইক্যুইটি ও ফিক্সড ইনকামের মধ্যে বরাদ্দ বাড়ানো বা কমানো হয়।বাজারের অবস্থার উপর নির্ভর করে পুরোপুরি ইকুইটি তহবিলের তুলনায় এই ফান্ড ইক্যুইটি ও ফিক্সড ইনকামের জায়গাগুলির মধ্যে ভারসাম্য বজায় রাখে।
arbitrage fund
এই তহবিলগুলি বিভিন্ন এক্সচেঞ্জে বা দুটি ভিন্ন বাজারের (নগদ এবং ডেরিভেটিভস বাজার) মধ্যে স্টকের মূল্যের পার্থক্যের সুবিধা নেয়।ইক্যুইটি ট্যাক্সেশনের সুবিধার মাধ্যমে এই ফান্ড স্বল্পমেয়াদে নগদ তৈরির জেনা বিনিয়োগকারীর কাছে ভাল অপশন হতে পারে।
Multi Asset Allocation Fund : এই ক্ষেত্রে ফান্ড ম্যানেজার তিনটি অ্যাসেট ক্লাসে ১০ শতাংশ করে বিনিয়োগ করে। এইভাবেই চলে ফান্ডের তহবিলে টাকা রাখার কাজ।
Equity Savings Fund : এই ফান্ড ইক্যুইটি, ঋণ ও আরবিট্রেজের একটি নিখুঁত মিশেল। একটি ইকুইটি সঞ্চয় তহবিল ইক্যুইটি ও আরবিট্রেজ পজিশনে ন্যূনতম ৬৫শতাংশ বরাদ্দ করে। বাকি টাকা ফিক্সড ইনকামের জায়গায় রাখে ফান্ড ম্যানেজার।