এক্সপ্লোর
Mutual Fund: রোজ-রোজ রেকর্ড গড়ছে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ, কত বেশি রিটার্ন ?
SIP: 2024 সালের অক্টোবরে মিউচুয়াল ফান্ডে মাসিক সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIPs) এর মাধ্যমে বিনিয়োগ প্রথমবারের মতো 25,000 কোটি টাকা ছাড়িয়েছে।
রেকর্ড গড়ছে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ, আপনি কত পাবেন ?
1/10

SIP: মিউচুয়াল ফান্ড এসআইপি-তে আরও বেশি বিনিয়োগ করছে দেশবাসী। পাশাপাশি আরও ইনকাম ট্যাক্স জমা করছে করদাতারা। যার ফলে বিশ্বের উন্নত দেশের অর্থনীতির থেকেও এগিয়ে যাচ্ছে ভারতের নাম। সম্প্রতি মিউচুয়াল ফান্ড এসআইপিতে বিরাট বিনিয়োগ করেছেন বিনিয়োগকারীরা। সময়ে সময়ে রেকর্ড গড়ছে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ
2/10

SIP-এর জন্য নতুন রেকর্ড 2024 সালের অক্টোবরে মিউচুয়াল ফান্ডে মাসিক সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIPs) এর মাধ্যমে বিনিয়োগ প্রথমবারের মতো 25,000 কোটি টাকা ছাড়িয়েছে। অক্টোবরে সর্বকালের সর্বোচ্চ 25,322.74 কোটি টাকায় পৌঁছেছে এই ইনভেস্টমেন্ট। অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড অফ ইন্ডিয়ার তথ্য অনুসারে ( AMFI) সামনে এসেছে এই তথ্য়।
Published at : 12 Nov 2024 09:42 PM (IST)
আরও দেখুন






















