ELSS Mutual Fund: কর বাঁচাতে এই ফান্ডে বিনিয়োগ করবেন ? আজই কিন্তু শেষ দিন
Mutual Fund: ৩০ মার্চ শনি এবং ৩১ মার্চ রবিবার হওয়ার কারণে ২৮ মার্চের মধ্যেই ইএলএসএস মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে নিতে হবে। তবেই কর ছাড়ের সুবিধে পাওয়া যাবে।
Tax Saving: চলতি অর্থবর্ষ শেষ হতে আর বেশিদিন বাকি নেই। কর বাঁচানোর জন্য যারা এখনও কোথায় কী বিনিয়োগ করবেন ভাবছেন, তাঁদের হাতেও আর সময় নেই বললেই চলে। কর বাঁচাতে যে সমস্ত বিনিয়োগকারীরা উপায় হিসেবে বেছে নেন ইএলএসএস মিউচুয়াল ফান্ডগুলিকে (ELSS Mutual Fund), তাদের আজই করে ফেলতে হবে বিনিয়োগ। ৩১ মার্চ নয়, ২৮ মার্চ অর্থাৎ আজই এইসব ফান্ডে বিনিয়োগের শেষ দিন। আজ বিনিয়োগ করলে তবেই কর ছাড়ের আওতায় পড়বেন আপনি। আয়কর আইনের পুরনো রেজিমের ৮০ সি ধারা অনুসারে এইসব ফান্ডে বিনিয়োগের মাধ্যমে কর ছাড়ের সুবিধে পেতে পারেন আপনি।
আপনি যদি ২০২৩ সালের ১ এপ্রিল থেকে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত এই সব ফান্ডে বিনিয়োগ করে থাকেন, তাহলে কর ছাড়ের সুবিধে আপনি পাবেন। কিন্তু এখনও যারা বিনিয়োগ করেননি, তাঁরা ৩১ মার্চ বিনিয়োগ করতে চাইলে তা কর ছাড়ের আওতায় পড়বে না। তাঁর জন্য আজই করতে হবে বিনিয়োগ।
২৯ মার্চ থেকে ৩১ মার্চ ছুটির দিন
২৯ মার্চ শুক্রবার এই বছর গুডফ্রাইডের কারণে ছুটি ঘোষণা হয়েছে। বাজার বন্ধ থাকবে। আর তারপর ৩০ মার্চ শনি এবং ৩১ মার্চ রবিবার হওয়ার কারণে ২৮ মার্চের মধ্যেই ইএলএসএস মিউচুয়াল ফান্ডে (ELSS Mutual Fund) বিনিয়োগ করে নিতে হবে। তবে এই ব্যবস্থা সম্পূর্ণ পুরনো কর ব্যবস্থার অধীনে যারা আছেন তাঁদের জন্য, যারা নতুন কর ব্যবস্থায় আওতায় তাঁরা এ নিয়ে উদ্বিগ্ন হবেন না।
মোবাইল অ্যাপ বা ইন্টারনেট ব্যাঙ্কিং মারফত বিনিয়োগে চিন্তার কিছু নেই
আপনি যদি মোবাইল অ্যাপ বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ইএলএসএস মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান, তাহলে চিন্তার কিছু নেই। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে মিউচুয়াল ফান্ড হাউজের অ্যাকাউন্টে টাকা স্থানান্তর হয়ে যাবে। ব্যাঙ্কগুলি এই শুক্রবার গুডফ্রাইডের কারণে বন্ধ থাকলেও শনিবার খোলা থাকবে। কিছু কিছু ব্যাঙ্ক আবার রবিবার ৩১ মার্চও খোলা থাকবে। শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ড হাউজগুলিও শুক্রবার থেকে রবিবার বন্ধ থাকবে, আর তাই যাতে কোনও রকম সমস্যা না হয়, আজই বিনিয়োগ করে নেওয়া ভাল।
স্টক মার্কেট বন্ধ থাকায় সমস্যা হতে পারে
ইএলএসএস ফান্ডের ইউনিট আপনাকে তখনই অ্যালট করা হবে, যখন শেয়ার বাজার খোলা থাকবে। কিন্তু এই সপ্তাহে আর তা সম্ভব হবে না। শুক্রবার থেকে রবিবার বন্ধ থাকবে বাজার। ১ এপ্রিল বাজার খুললে লেনদেন চালু হবে। কিন্তু তখন আবার নতুন অর্থবর্ষের মধ্যে এই বিনিয়োগ ধরে নেওয়া হবে।
আরও পড়ুন: Upcoming IPO: বাজারে বড় খবর, এবার আসছে বাজাজ হাউজিং ফিন্যান্সের আইপিও, প্রস্তুতি শুরু