Income Tax Bill : লোকসভায় নতুন আয়কর বিল পাশ, কী বদল, নতুন আইনে কী বিশেষত্ব ?
New Income Tax Bill : ১৯৬১ সালের পুরনো আয়কর আইনের পরিবর্তে নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) এটি পেশ করেন।

New Income Tax Bill : নতুন আয়কর বিলের (Income Tax Bill) সঙ্গে কতটা পার্থক্য রয়েছে পুরনো বিলের। আপনার জন্য় সহজে বুঝে নেওয়ার উপায় রইল এখানে। এদিন বিহার বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় সংশোধনী নিয়ে ইন্ডিয়া অ্যালায়েন্সের সাংসদদের বিক্ষোভের মধ্যেই সোমবার লোকসভায় ছয় দশকের পুরনো আয়কর আইনের পরিবর্তে নতুন আয়কর বিল পাশ হয়। ১৯৬১ সালের পুরনো আয়কর আইনের পরিবর্তে নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) এটি পেশ করেন।
গত সপ্তাহে সরকার আনুষ্ঠানিকভাবে ফেব্রুয়ারিতে প্রবর্তিত আয়কর বিলটি প্রত্যাহার করে নেয় কারণ এতে আরও কিছু পরিবর্তনের প্রয়োজন ছিল। বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বাধীন সিলেক্ট কমিটির বেশিরভাগ পরামর্শ এই নতুন আয়কর বিলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কী পরিবর্তন হয়েছে নতুন বিলে ?
নতুন বিলে এমন অনেক পরিবর্তন আনা হয়েছে, যা আয়কর আইনকে সহজ করবে। সংসদে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন- এই বিলটি আনার মূল উদ্দেশ্য ছিল বিভ্রান্তি এড়ানো ও একটি আপডেটেড বিল উপস্থাপন করা। এই নতুন বিলে ৫৩৬টি ধারা, ২৩টি অধ্যায় এবং ১৬টি তফসিল রয়েছে, যা টেবিল-সূত্রের মাধ্যমে সহজেই বোধগম্য হবে।
নতুন বিলে, কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং ডিজিটাল করার জন্য CBDT (সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস) কে আরও ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়াও, TDS এবং ডেপ্রিসিয়েশন নিয়ম সরলীকরণ করা হয়েছে।
এই বিলে করদাতাদের জন্য জরিমানা কমানোর বিধান রয়েছে। কর সংক্রান্ত বিরোধ কমাতে "trust first, then investigate" নীতি গ্রহণ করা হয়েছে। এছাড়াও, আয়কর রিটার্ন দাখিলের দেরিতে দাখিলের ক্ষেত্রে ফেরত সংক্রান্ত নিয়মও পরিবর্তন করা হয়েছে। আগে, বৈধ কারণ থাকা সত্ত্বেও করদাতারা দেরিতে দাখিল করলে ফেরত পেতেন না, কিন্তু এখন এই বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে।
CBDT-কে আরও ক্ষমতা
করদাতাদের কোনও কর দায় ছাড়াই "Nil TDS" সার্টিফিকেট পাওয়ার অনুমতি দেওয়ার বিধান করা হয়েছে, যা ক্যাশ ফ্লো উন্নত করতে পারে। কর প্রক্রিয়া দ্রুত ও দুর্নীতিমুক্ত করার জন্য CBDT-কে নিয়ম তৈরির জন্য আগের তুলনায় আরও ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়াও, বিলে ফেসলেস অ্যাসেসমেন্ট এবং স্বয়ংক্রিয় কেস অ্যালোকেশন প্রচারের চেষ্টাও করা হয়েছে।
এছাড়াও, নতুন আয়কর বিলে খালি সম্পত্তির উপর ডিমিড রেন্ট এবং প্রকৃত ভাড়ার মধ্যে তুলনা স্পষ্ট করতে বলা হয়েছে। পৌর কর কাটাক পর এখন থেকে বাড়ির আয়ের উপর ৩০% স্ট্যান্ডার্ড ডিডাকশন প্রযোজ্য হবে।






















