New Maruti SUV: ২০ জুলাই হবে লঞ্চ, আসছে মারুতির নতুন এসইউভি
Maruti SUV: টয়োটা হাইরাইডার (Toyota Hyryder)বাজারে আসতেই নতুন এসইউভি লঞ্চের প্রস্তুতি শুরু করে দিল মারুতি। চলতি মাসের ২০ জুলাই বাজারে আসছে মারুতির এই নতুন এসইউভি।
Maruti SUV: টয়োটা হাইরাইডার (Toyota Hyryder)বাজারে আসতেই নতুন এসইউভি লঞ্চের প্রস্তুতি শুরু করে দিল মারুতি। চলতি মাসের ২০ জুলাই বাজারে আসছে মারুতির এই নতুন এসইউভি। শোনা যাচ্ছে, নতুন এসইউভির নাম 'ভিটারা' (Vitara)রাখতে পারে কোম্পানি।
New Maruti SUV: কেমন দেখতে হবে গাড়ি ?
একেবারে নতুন চেহারা দেওয়া হয়েছে এই গাড়িতে। পিছনের নকশা টয়োটা হাইরাইডার থেকে অনেকটাই আলাদা রাখা হয়েছে। সামনে বড় গ্রিল ও ক্রোম ফিনিস গাড়িতে অন্য মাত্রা যোগ করেছে। সবথেকে ভাল লাগছে গাড়ির সুজুকি লোগো। যা সামনের গ্রিলের ঠিক ওপরে দেওয়া হয়েছে। এই এসইউভিতে থাকছে নতুন ফ্রন্ট বাম্পার। Glanza বা Baleno থেকে একেবারে আলাদা রাখা হয়েছে এর ডিজাইন।
Maruti SUV: হাইরাইডারের বিকল্প হবে এই গাড়ি ?
নতুন হাইরাইডারের মতো এই গাড়িতে প্যানোরামিক সানরুফ থাকতে পারে। সেই সঙ্গে Hyryder এর মতো এতে একটি ৯ ইঞ্চি স্ক্রিন ও একটি হেডস আপ ডিসপ্লে থাকবে। এ ছাড়াও একটি হাইব্রিড ও একটি হালকা হাইব্রিড ইঞ্জিন পাওয়া যাবে গাড়িতে। নতুন এই এসইউভি মারুতির প্রিমিয়াম গাড়ি হিসাবে বাজারে আসবে।যা নেক্সা শোরুমে থাকতে পারে। মূলত, S-Cross-এর পরিবর্তে আসতে চলেছে এই গাড়ি।
New Maruti SUV: কী কী ফিচার গাড়িতে ?
এই গাড়িতে HUD,ভেন্টিলেটেড সিটস, কানেকটেড কার টেকনোলজি ও একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরার মতো বৈশিষ্ট্য রয়েছে। অটো সাইটগুলির মতে, এই গাড়ি মারুতির সর্বাধিক বৈশিষ্ট্যযুক্ত গাড়ি হতে চলেছে। টেক ব্লগারদের মতে, এর শক্তিশালী হাইব্রিড সংস্করণে হাইরাইডারের মতো একটি ইভি মোড থাকবে।
Maruti সম্প্রতি Brezza থেকে Vitara ব্যাজ বাদ দিয়েছে। যা ইঙ্গিত দেয়, নতুন এসইউভিকে ভিটারা নাম দিতে পারে কোম্পানি। ২০ জুলাই গাড়ি প্রকাশ্যে এলেই সব পরিষ্কার হয়ে যাবে। শোনা যাচ্ছে, টয়োটা ১ অগাস্টে তার Hyryder লঞ্চ করবে। মারুতি যদিও উৎসবের মরশুমের পরে ভিটারা লঞ্চ করবে বলে খবর। এই নতুন এসইউভিকে ব্রেজার ওপরের শ্রেণিতে রাখা হবে। বাজারে এর প্রতিযোগী হবে Hyundai Creta, Kia Seltos-এর মতো গাড়ি।
আরও পড়ুন : Yamaha YZF-R15S: এবার কালো রঙে পাওয়া যাবে ইয়ামাহার এই স্পোর্টস বাইক, থাকছে নতুন ফিচার