Yamaha YZF-R15S: এবার কালো রঙে পাওয়া যাবে ইয়ামাহার এই স্পোর্টস বাইক, থাকছে নতুন ফিচার
Yamaha YZF-R15S V3 Black Edition: এতদিন এই মডেলের নীল রঙের বিক্রি ছিল সব থেকে বেশি। এবার যুব প্রজন্মের চাহিদার কথা মাথায় রেখে Yamaha R15 সিরেজের এই বাইকে দিচ্ছে ম্যাট ব্ল্যাক এডিশন।
Yamaha YZF-R15S V3 Black Edition: এতদিন এই মডেলের নীল রঙের বিক্রি ছিল সব থেকে বেশি। এবার যুব প্রজন্মের চাহিদার কথা মাথায় রেখে Yamaha R15 সিরেজের এই বাইকে দিচ্ছে ম্যাট ব্ল্যাক এডিশন। সঙ্গে থাকছে নতুন অনেক ফিচার।
Yamaha YZF-R15S: কী বলছে কোম্পানি ?
দেশের স্পোর্টস বাইক অনুরাগীদের চাহিদা পূরণে এই বাইকটিকে নতুন করে সাজানো হয়েছে বলে জানিয়েছে ইয়ামাহা। কোম্পানি 'দ্য কল অফ দ্য ব্লু' ক্যাম্পেইনের আওতায় আনা এই নতুন YZF R15 S সংস্করণ 3.0 বাইকে ইউনিবডি সিটের বৈশিষ্ট্য দিয়েছে। যা ম্যাট ব্ল্যাক রঙের মিশ্রণে সুপার মডেলের স্পোর্টস বাইকের চেহারা পেয়েছে। এখন অত্যন্ত বিলাসবহুল ও আকর্ষণীয় দেখাচ্ছে নতুন বাইককে।
Yamaha YZF-R15S: দুর্দান্ত স্পেকস ও নজরকাড়া বডি
নতুন Yamaha YZF- R15 S সংস্করণ 3.0 এর ম্যাট ব্ল্যাক সংস্করণটি একটি লিকুইড কুল 4 স্ট্রোক SOHC 4 ভালভ ফুয়েল ইনজেকশনযুক্ত 155 সিসি ইঞ্জিনে চলে। যাতে উন্নত বৈশিষ্ট্যের মধ্যে পাবেন যেমন ভ্যারিয়েবল ভালভ অ্যাকচুয়েশন (VVA) অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ সিস্টেম। এই বাইক তৈরিতে কোম্পানি লুক ও ফিচারের দিক থেকে কোনও চেষ্টার ত্রুটি রাখেনি। কোম্পানি জানিয়েছে, শীঘ্রই বৈদ্যুতিক টু হুইলার বিভাগেও তার প্রথম বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করতে পারে ইয়ামাহা।
Yamaha YZF-R15S : কত দাম বাইকের ?
ইয়ামাহা গত বছর রেসিং ব্লু রঙে YZF-R15 SV3 বাইকটি নিয়ে এসেছিল। তখন থেকেই এই স্পোর্টসবাইক ঘিরে আলাদা উন্মাদনা রয়েছে। কোম্পানি জানিয়েছে, বাইক উত্সাহীরা কোম্পানির কাছ থেকে অনেকদিন ধরেই Yamaha YZF-R15S-এর ব্ল্যাক এডিশন দেখতে চাইছিল । তরুণদের এই পছন্দের কথা মাথায় রেখে কোম্পানি ম্যাট ব্ল্যাক কালার অপশনে লঞ্চ করেছে এই বাইক। এই বাইকের দাম রাখা হয়েছে ১,৬০,৯০০ টাকা (এক্স-শোরুম, দিল্লি)।
আরও পড়ুন : Car Driving Tips: অবহেলায় যেতে পারে প্রাণ ! বর্ষায় গাড়ি চালান এই নিয়ম মেনে