New MG Hector: ১৪ ইঞ্চির স্ক্রিন, নতুন এমজি হেক্টরে পাবেন আরও অনেক কিছু
MG Hector 2022: শীঘ্রই ভারতের রাস্তায় দেখা যাবে নতুন এমজি হেক্টর(MG Hector 2022)। দেশের ক্রেতাদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই গাড়ি।
MG Hector 2022: শীঘ্রই ভারতের রাস্তায় দেখা যাবে নতুন এমজি হেক্টর(MG Hector 2022)। দেশের ক্রেতাদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই গাড়ি। দীপাবলির মধ্যে বাজারে আসতে পারে এই নতুন মডেল।
New MG Hector: সবথেকে বড় টাচস্ক্রিন গাড়িতে ?
কোম্পানি সূত্রে খবর, নতুন এই এসইউভিতে বড় টাচস্ক্রিন দেওয়া হব। ১৪ ইঞ্চির এই টাচস্ক্রিনে থাকবে অনেক সুবিধা।গাড়ির সামনের ড্যাশবোর্ডের ঠিক মাঝ বরাবর বসানো রয়েছে এই এইচডি ইউনিট। আয়তন অনুযায়ী এখন ভারতে সবচেয়ে বড় টাচস্ক্রিনে এমজি হেক্টরের। কেবল কিছু বিলাসবহুল গাড়িতেই দেখা যায় এই অপশন। নতুন হেক্টরে এ ছাড়াও একটি ফ্লোটিং লে-আউট দিয়েছে কোম্পানি। সঙ্গে অন্দরসজ্জায় রয়েছে স্পোর্টি ডিজাইন।
MG Hector 2022: আরও কী বৈশিষ্ট্য গাড়িতে ?
নতুন হেক্টরে এছাড়াও কানেকটেড কার প্রযুক্তি-সহ একটি নতুন ইনফোটেইনমেন্ট সিস্টেম দেওয়া হবে। Astor-এর নতুন ADAS লেভেল 2 বৈশিষ্ট্য দেখা যেতে পারে হেক্টরে। গাড়িতে পাওয়া যাবে নতুন ড্যাশবোর্ড, যা দেখতেও অনেক বেশি প্রিমিয়াম। এমনকী নতুন গাড়িতে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারও নতুন পেতে পারেন। বাইরের স্টাইলিংয়ের ক্ষেত্রে আমরা হেডল্যাম্প ও গ্রিলে পরিবর্তন দেখতে পারি।
New MG Hector: ১.৫ লিটার টার্বো পেট্রল পেতে পারেন গাড়িতে
হালকা হাইব্রিড ভ্যারিয়েন্ট সহ একটি CVT স্বয়ংক্রিয় ইঞ্জিন অফার করছে কোম্পানি। ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে পাবেন ২.০ লিটারের ডিজেলের বিকল্প। নতুন হেক্টর Mahindra XUV700, Hyundai Creta ও আসন্ন Maruti Grand Vitara/Toyota Hyryder-এর সঙ্গে প্রতিযোগিতায় নামবে। MG-র প্রথম গাড়ি হিসাবে বাজারে এসেছিল হেক্টর। চালু হওয়ার পর থেকে যথেষ্ট সাফল্য পেয়েছে এই গাড়ি। তবে মহিন্দ্রা xuv 700-এর মতো জনপ্রিয়তা পায়নি এই গাড়ি। দাম মহিন্দ্রার এই গাড়ির থেকে অনেকটাই বেশি হওয়ায় বিলাসবহুল গাড়ির সেগমেন্টে ধরা হয় হেক্টরকে।