New Year Gift: বড় দিনে রয়্যাল এনফিল্ড, টিয়াগো উপহার ! এই কোম্পানি দিচ্ছে গিফট. কতজন পাবেন জানেন ?
Christmas 2024 : কোম্পানির উন্নতিতে সেরা অবদানের জন্য কর্মীদের এই উপহার দিচ্ছে কোম্পানি।
Christmas 2024 : ক্রিসমাসে কর্মীদের সেরা উপহার (Christmas Gift) দিল এই কোম্পানি। ২০ জন কর্মীকে দেওয়া হল টাটা টিয়াগো (Tata Tiago) , রয়্যাল এনফিল্ড (Royal Enfield) ছাড়া হন্ডা অ্য়াক্টিভার (Honda Activa) মতো স্কুটার। কোম্পানির উন্নতিতে সেরা অবদানের জন্য কর্মীদের এই উপহার দিচ্ছে কোম্পানি।
পাঁচ লাখের গাড়ি উপহার
কর্মীদের এই উপহারের মধ্যে রয়েছে টাটা টিয়াগোর বেস ভেরিয়েন্ট (Tata Tiago XE)। এছাড়াও উপহারের মধ্যে রয়েছে Royal Enfield Bullet 350-এর বেস ভেরিয়েন্ট। যার দাম ১.৯৮ লক্ষ টাকা। Honda Activa স্কুটারের এন্ট্রি-স্পেক STD ভেরিয়েন্টও কর্মীদের উপাহাররে তালিকায় রেখেছে কোম্পানি। এর দাম শুরু হচ্ছে ৭৬,৬৮৪ টাকা থেকে।
Christmas 2024 : গিফট নিয়ে কী বলছে কোম্পানি
কর্মীদের এই উপহার দেওয়া নিয়ে লজিস্টিক সেক্টরের অ্যাকটিভ সারমাউন্ট সলিউশনের ম্য়ানেজিং ডিরেক্টর ডেনজিল রায়ান বলেছেন, আমরা আমাদের কর্মীদের অনুপ্রাণিত করার জন্য এই কাজ করেছি। কর্মচারীরা খুশি হলেই তারা ভালভাবে কাজ করবে। কোম্পানিতে এই পরিবেশ বজায় থাকলে কোম্পানিও তার লক্ষ্য পূরণ করতে পারবে।
এসইউভি ছাড়াও মার্সিডিজ অনেকে
তবে এই ঘটনা প্রথম নয়। অতীতেও হরিয়ানার একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি ১৫টি এসইউভি কর্মীদের দীপাবলির উপহার হিসেবে দিয়েছিল। চেন্নাই-ভিত্তিক আরও একটি ফার্ম স্ট্রাকচারাল স্টিল ডিজাইন অ্যান্ড ডিটেলিং কোম্পানি চলতি বছরের শুরুতে কর্মীদের ২৮টি গাড়ি ও ২৯টি বাইখ উপহার দিয়েছে। এর মধ্যে রয়েছে হুন্ডাই, টাটা, মারুতি সুজুকি, মার্সিডিজ-বেঞ্জ এবং টিভিএস মোটরসের গাড়ি ও বাইক। এগুলি ছাড়াও তামিলনাড়ুর একটি চা বাগান তার কর্মীদের ২ লক্ষ টাকার ১৫টি রয়্যাল এনফিল্ড বাইক উপহার দিয়েছে।
Christmas 2024 : দামি উপহার দেওয়ার প্রবণা বাড়ছে
আজকাল অনেক কোম্পানি কর্মীদের গাড়ি ও বাইক উপহার দিতে শুরু করেছে। এটি ২০১৫ সালে শুরু হয়েছিল। যখন সুরাতের হীরা ব্যবসায়ী সাভজি ঢোলাকিয়া দীপাবলি বোনাস হিসাবে তার কর্মচারীদের ৪৯১টি গাড়ি ও ২০০টি ফ্ল্যাট উপহার দিয়েছে। এখানেই শেষ নয়। ২০২৩ সালেও হরে কৃষ্ণ এক্সপোর্টস তার কর্মীদের প্রায় ৬০০টি গাড়ি উপহার দিয়েছে।
আরও পড়ুন : Aadhaar Card: আধার কার্ড দিয়ে টাকা তোলার আগে মাথায় রাখুন এই তিন বিষয়, না হলে ঠকবেন !