Small Savings Schemes: পোস্ট অফিসের নিয়মে বদল ! এই পরিমাণ টাকা বিনিয়োগ করলে দিতে হবে আয়ের প্রমাণ
Investment News: বিভিন্ন সঞ্চয় প্রকল্প থাকা সত্ত্বেও এখন সরকারি পোস্ট অফিসের বিনিয়োগ করতে পচ্ছন্দ করে দেশবাসী। এবার পোস্ট অফিসে বিনিয়োগের ক্ষেত্রেও এসেছে নতুন নিয়ম।
Investment News: বিভিন্ন সঞ্চয় প্রকল্প থাকা সত্ত্বেও এখন সরকারি পোস্ট অফিসের বিনিয়োগ করতে পচ্ছন্দ করে দেশবাসী। বিশেষ করে এখানকার স্বল্প সঞ্চয় প্রকল্পে বিনিয়োগকারীদের কাছে দারুণ বিকল্প। এবার পোস্ট অফিসে বিনিয়োগের ক্ষেত্রেও এসেছে নতুন নিয়ম।
Small Savings Schemes: বিজ্ঞপ্তি জারি করেছে ডাক বিভাগ
সম্প্রতি এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক বিভাগ। চলতি সপ্তাহের এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোস্ট বিভাগ স্বল্প সঞ্চয় প্রকল্পে বিনিয়োগকারীদের জন্য KYC (আপনার গ্রাহককে জানুন) বিধান পরিবর্তন করেছে। এই নিয়ম পরিবর্তনের মাধ্যমে যারা পোস্ট অফিস স্কিমগুলিতে প্রচুর বিনিয়োগ করেন তাদের জন্য বিধানগুলি আরও কঠোর করা হয়েছে।
Post Office Savings Schemes: কেওয়াইসি দিয়ে প্রমাণ দিতে হবে
এখন যদি কোনও বিনিয়োগকারী পোস্ট অফিস স্কিমে ১০ লক্ষ টাকা বা তার বেশি বিনিয়োগ করেন, তবে তাঁকে কেওয়াইসি নথির মাধ্যমে আয়ের প্রমাণও দিতে হবে। ডাক বিভাগ সব পোস্ট অফিসকে বলেছে, তাদের অবশ্যই একটি নির্দিষ্ট শ্রেণির স্বল্প সঞ্চয় প্রকল্পের বিনিয়োগকারীদের কাছ থেকে উপার্জনের প্রমাণ নিতে হবে। মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থ বিনিয়োগ রুখতে এই পরিবর্তন করা হয়েছে। এখন এই ক্ষেত্রে বিনিয়োগকারীদের প্যান ও আধারের সঙ্গে আয়ের প্রমাণও প্রয়োগ করতে হবে।
Investment News: বিনিয়োগকারীদের ৩ ভাগে ভাগ করা হয়েছে
বিজ্ঞপ্তিতে ডাক বিভাগ বিনিয়োগকারীদের ৩ ভাগে ভাগ করেছে। ঝুঁকির ভিত্তিতে বিনিয়োগকারীদের ভাগ করা হয়েছে। যদি কোনও বিনিয়োগকারী কোনও স্কিমে ৫০ হাজার টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খোলে ও সব পোস্ট অফিস স্কিমে তার ব্যালেন্স ৫০ হাজার টাকার বেশি না হয়, তবে তিনি কম ঝুঁকিপূর্ণ বিনিয়োগকারী হিসাবে বিবেচিত হবেন।
Small Savings Schemes: উচ্চ ঝুঁকির বিভাগগুলিতে কঠোর নিয়ম
একইভাবে, যারা ৫০ হাজার টাকার বেশি কিন্তু ১০ লাখ টাকার কম টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলেন, তাঁদের মাঝারি ঝুঁকির ক্যাটাগরিতে রাখা হবে। এই ক্ষেত্রে সব স্কিমের ব্যালেন্স যদি ১০ লক্ষ টাকার কম কিন্তু ৫০ হাজারের বেশি হয় তবে তা মধ্যম বিভাগে রাখা হবে। একই সময়ে পরিমাণ ১০ লাখ বা তার বেশি হলেই সংশ্লিষ্ট গ্রাহককে উচ্চ ঝুঁকির বিভাগে বিবেচনা করা হবে। এদের ওপরই KYC-র বিনিয়োগের নিয়ম প্রয়োগ করা হবে। সবের ওপর এদের থেকেই উপার্জনের প্রমাণ চাওয়া হবে।
আরও পড়ুন: Rule Change From June 2023: জুন থেকে বদলে যাবে অনেক নিয়ম, সরাসরি প্রভাব পড়বে আপনার পকেটে!