NPS Rules: ১৫ জুলাই থেকে NPS-এ বিনিয়োগের নিয়মে পরিবর্তন, আপনার ক্ষতি না লাভ ?
National Pension System: এবার থেকে আরও সহজ ও নিরাপদ উপায়ে বিনিয়োগ করতে পারবেন ন্যাশনাল পেনশন সিস্টেমে(NPS)।
National Pension System: এবার থেকে আরও সহজ ও নিরাপদ উপায়ে বিনিয়োগ করতে পারবেন ন্যাশনাল পেনশন সিস্টেমে(NPS)। ১৫ জুলাই থেকে নতুন নিয়ম আনছে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (PFRDA)।
NPS Rules: বিনিয়োগ করলে কতটা ঝুঁকি স্কিমে ?
নতুন নিয়ম অনুসারে, ন্যাশনাল পেনশন সিস্টেমে বিনিয়োগকারীদের ঝুঁকির বিষয়ে জানাতে হবে কর্তৃপক্ষকে। মূলত, কোনও ব্যক্তি এই স্কিমে বিনিয়োগ করলে সর্বোচ্চ কত টাকা পেতে পারেন তা বলতে হবে আমানতকারীদের। প্রতি ত্রৈমাসিকের ১৫ দিনের মধ্যে পেনশন তহবিলের সব স্কিমের ঝুঁকির বিষয়ে জানাতে হবে ওয়েবসাইটে। গ্রাহকদের মধ্যে বিনিয়োগ সংক্রান্ত সচেতনতা তৈরি করতেই এই উদ্যোগ নিয়েছে সরকার।
National Pension System: ৬টি স্তরের ঝুঁকি রয়েছে বিনিয়োগে
এই নিয়মের অধীনে নিম্ন, নিম্ন থেকে মাঝারি, মাঝারি, মাঝারি উচ্চ, উচ্চ ও অত্যধিক উচ্চ স্তরের ৬টি ঝুঁকির স্তর তৈরি করা হয়েছে। এই ঝুঁকির বিষয়ে ত্রৈমাসিক ভিত্তিতে বিশ্লেষণ প্রকাশ করা হবে ওয়েবসাইটে। এখানে আপনি পেনশন তহবিলের Tier-1 ও Tier-2, অ্যাসেট ক্লাস ইক্যুইটি (E), কর্পোরেট ডেট (C),সরকারি সিকিউরিটিজ (G) ও স্কিম A-এর ঝুঁকির স্তর সম্পর্কে জানতে পারবেন।
NPS Rules: সর্বনিম্ন ক্রেডিট স্কোর
PFRDA সার্কুলারে পেনশন তহবিলের ঝুঁকির মান ০ থেকে ১২ ধরা হয়েছে। এই ক্ষেত্রে ০ বলতে সর্বোচ্চ ঝুঁকি বোঝানো হবে। পাশাপাশি ১২ বলতে সর্বনিম্ন ঝুঁকির পরিমাণ নির্দেশ করবে তহবিল।
National Pension System: এই মত ঝুঁকি প্রোফাইলিং তদন্ত
প্রতি ত্রৈমাসিকের শেষ ১৫ দিনের মধ্যে ওয়েবসাইটের পোর্টফোলিও ডিসক্লোজার বিভাগের সংশ্লিষ্ট পেনশন তহবিলের ঝুঁকির পরিমাণ দাখিল করতে হবে কর্তৃপক্ষকে। বছরে একবার ৩১ মার্চ, স্কিমগুলির ঝুঁকির স্তর ও বছরে কতবার ঝুঁকির স্তর পরিবর্তন হয়েছে তা পেনশন তহবিলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আরও পড়ুন : Passport Update: পাসপোর্টে স্ত্রীর নাম যোগ করতে চান ? এই উপায়ে বাড়িতে বসেই করুন আপডেট