Rule Changes From April: এনপিএস থেকে মিউচুয়াল ফান্ডে ট্যাক্স, আজ থেকে বদলে যাচ্ছে এই ৭ নিয়ম
Investment Plan: ১ এপ্রিল থেকে পরিবর্তন হতে চলেছে সাতটি নিয়ম। জেনে নিন, কী কী নিয়মে পরিবর্তন হচ্ছে। এতে আপনার ওপর কী প্রভাব পড়বে।
Investment Plan: আজ থেকে শুরু হয়ে গেল নতুন আর্থিক বছর। নতুন অর্থবর্ষের শুরুতে অনেক কিছুই বদলে যাচ্ছে। ডেট মিউচুয়াল ফান্ডের উপর ট্যাক্স থেকে শুরু করে এনপিএস-এর টাকা তোলা, পোস্ট অফিস স্কিম ও অন্যান্য নিয়মেও হচ্ছে পরিবর্তন।
১ এপ্রিল থেকে পরিবর্তন হতে চলেছে সাতটি নিয়ম। জেনে নিন, কী কী নিয়মে পরিবর্তন হচ্ছে। এতে আপনার ওপর কী প্রভাব পড়বে।
আয়কর নিয়মে পরিবর্তন
বাজেট ২০২৩-এ ঘোষিত আয়কর সংক্রান্ত পরিবর্তনগুলি ১ এপ্রিল থেকে কার্যকর করা হবে। কর সংক্রান্ত সবচেয়ে বড় পরিবর্তন, নতুন কর ব্যবস্থায় ৫ লাখের পরিবর্তে বার্ষিক সীমা বাড়বে ৭ লাখ টাকা।
দ্বিতীয়- ছুটি ভ্রমণ ভাতা নগদ ৩ লক্ষ টাকার পরিবর্তে ২৫ লক্ষ টাকা হবে৷ এর পাশাপাশি জীবন বিমার জন্য ৫ লাখ টাকার বেশি প্রিমিয়াম দেওয়ার ক্ষেত্রে কর দিতে হবে।
তৃতীয়- বাজারে যুক্ত ডিবেঞ্চারে বিনিয়োগ হবে স্বল্পমেয়াদী মূলধনী সম্পদ (short term capital asset)। যদি ফিজিক্যাল গোল্ডকে ই-গোল্ডে রূপান্তর করা হয় তাহলে কোনও মূলধন কর বা ক্যাপিটাল ট্যাক্স লাগবে না।
ডেট মিউচুয়াল ফান্ডের জন্য LTCG ট্যাক্স সুবিধা নেই
১ এপ্রিল থেকে ডেট মিউচুয়াল ফান্ডে এলটিসিজি ট্যাক্সের সুবিধা দেওয়া হবে না। স্বল্পমেয়াদি লাভের ৩৫ শতাংশের নিচে ইক্যুইটি মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রেও কর দিতে হবে, যা আগে ছাড় পেতেন বিনিয়োগকারী।
পোস্ট অফিস স্কিম পরিবর্তন
১ এপ্রিল থেকে নাগরিক সঞ্চয় প্রকল্পে (সিটিজেন সেভিংস স্কিম)-এ বিনিয়োগের সীমা ১৫ লক্ষ টাকার পরিবর্তে ৩০ লক্ষ টাকা করা হবে। এছাড়াও, মাসিক আয় প্রকল্পে বিনিয়োগের সীমা ৪.৫ লক্ষ টাকার পরিবর্তে ৯ লক্ষ টাকা ও যৌথ অ্যাকাউন্টের সীমা ৯ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা হবে। এই দুটি প্রকল্পই মানুষকে নিয়মিত আয়ের সুবিধা দেয়।
এনপিএসের নতুন নিয়ম
পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ KYC নথিগুলি আপলোড করা বাধ্যতামূলক করেছে, যা ১ এপ্রিল ২০২৩ থেকে কার্যকর হচ্ছে। NPS ব্যবহারকারীদের টাকা তোলার জন্য উউথড্রল ফর্ম, পরিচয় ও ঠিকানার প্রমাণ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, PRAN এর ফটোকপি ইত্যাদি জমা করতে হবে।
রেপো রেট বাড়তে পারে
২০২৩-২৪ আর্থিক বছরের জন্য রিজার্ভ ব্যাঙ্কের প্রথম মুদ্রানীতি ঘোষণা ৬ এপ্রিল করা হবে। এই পরিস্থিতিতে রেপো রেট আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।
HUID নম্বর সহ সোনার গয়না কিনুন
সোনার গয়না কিনতে গেলে হলমার্ক বা HUID নম্বর বাধ্যতামূলক। ভারতের সব জুয়েলারি দোকানে সোনা বিক্রি করার জন্য এই নম্বর লাগবেই। HUID নম্বর হল একটি ছয় সংখ্যার আলফানিউমেরিক নম্বর।
Axis Bank সেভিংস অ্যাকাউন্টের জন্য সংশোধিত ট্যারিফ কাঠামো
সেভিংস অ্যাকাউন্টের ট্যারিফ কাঠামো পরিবর্তন করতে চলেছে অ্যাক্সিস ব্যাঙ্ক। ১ এপ্রিল থেকে এই পরিবর্তন প্রযোজ্য হবে।