Ola Scooter Fire: অগ্নিকাণ্ডের জের, প্রায় দেড় হাজার ই-স্কুটার ফেরত নিচ্ছে ওলা
Ola Scooter Recall:তাদের তৈরি বৈদ্যুতিক স্কুটারে আগুন লাগার পর ১৪৪১ টি ই-স্কুটার ফেরত নিয়ে নিচ্ছে প্রস্তুতকারক সংস্থা ওলা। তবে একটি নির্দিষ্ট মডেলের ক্ষেত্রেই ওই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
নয়াদিল্লি: ধারে ভারে অনেকটাই বেশি ছিল ওলা ইলেকট্রিক স্কুটারের প্রচার। কিন্তু বাজারে আসার পর থেকেই বেশ কিছু সমস্যা দেখা গিয়েছে এই বৈদ্যুতিক স্কুটারটিতে। সম্প্রতি পুনেতে সংস্থার তৈরি বৈদ্যুতিক স্কুটারে আগুন ধরে যায়। তারপরেই বেশ কিছু ই-স্কুটার ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওলা।
কতগুলো স্কুটার?
তাদের তৈরি বৈদ্যুতিক স্কুটারে (Electric Scooter) আগুন লাগার পর ১৪৪১ টি ই-স্কুটার ফেরত নিয়ে নিচ্ছে প্রস্তুতকারক সংস্থা ওলা। তবে একটি নির্দিষ্ট মডেলের ক্ষেত্রেই ওই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। S1 Pro মডেলের ১৪৪১টি স্কুটার ফেরত নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৩ এপ্রিল এই সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রস্তুতকারক সংস্থা।
পুনের ঘটনায় তদন্ত:
এর আগে মার্চে পুনেতে (Pune) একটি ওলা-স্কুটারে (Ola E-Scooter) আগুন লেগে যায়। সেই ঘটনায় তদন্ত (Investigation) করছে বলে জানিয়েছে সংস্থা। ওলার প্রতিষ্ঠাতা ও সিইও ভাবিশ আগরওয়াল জানিয়েছেন, বিশ্বমানের এজেন্সির মাধ্যমে ঘটনার কারণ খোঁজা হচ্ছে।
পরপর ঘটনা:
বেশ কিছু ক্ষেত্রে ইলেকট্রিক স্কুটারে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে। যার জেরে বেশ অসন্তোষ ছড়িয়েছে ভারতের গ্রাহকদের মধ্যে। ইতিমধ্যেই বৈদ্যুতিক গাড়ি তৈরি করে এমন সংস্থাগুলির প্রতি বার্তা দেওয়া হয়েছে ভারতের সড়ক পরিবহন মন্ত্রকের তরফে। কোনওরকম সমস্যা থাকলে সংস্থার তরফে নিজে থেকেই গাড়ি ফেরত নেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রী। না হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন। জরিমানার হুঁশিয়ারিও রয়েছে।
ফেরত নিচ্ছে অন্য সংস্থাও:
Pure EV এবং Okinawa scooters এই দুটি সংস্থার স্কুটারেও আগুন লাগার ঘটনা ঘটেছিল। তারা আগেই তাদের কিছু মডেল ফেরত নেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। Pure EV তাদের ২০০০ স্কুটার এবং Okinawa তাদের তিন হাজারেরও বেশি স্কুটার ফেরত নিচ্ছে। এবার একই পথে হাঁটল ওলাও (Ola)।