OnePlus Nord CE 2 Lite: এপ্রিলেই ভারতে বাজারে, নয়া মডেলে চমক আনছে ওয়ানপ্লাস
New 5G Model: নতুন এই মডেলের নাম Nord CE 2 Lite 5G। কী কী ফিচার থাকতে পারে এই মডেলে? তা নিয়েই তৈরি হয়েছে জল্পনা।
নয়াদিল্লি: একেবারে নতুন একটি 5G ফোন। 5G ফোনের তালিকায় এবার যোগ হতে চলেছে নতুন একটি ফোন। আনছে মোবাইল প্রস্তুতকারক সংস্থা ওয়ান প্লাস (OnePlus)। নতুন এই মডেলের নাম Nord CE 2 Lite 5G. সূত্রের খবর, এপ্রিলেই ভারতের বাজারে পা রাখতে পারে ওয়ান প্লাসের নতুন এই মডেল। কী কী ফিচার থাকতে পারে এই মডেলে। তা নিয়ে বেশ কিছু তথ্য ইতিমধ্য়েই মিলেছে।
দুরন্ত চার্জিং
ওয়াকিবহাল মহলের খবর, ৫০০০ mAh ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকছে নতুন এই মডেলে। চার্জিংয়েও রয়েছে চমক। থাকছে ৩৩ ওয়াটের (33W) supervooc ফাস্ট চার্জিং ব্যবস্থা।
রঙেও চমক
ওয়ানপ্লাসের সিগনেচার রং Blue Tide-এ আসতে নতুন এই ফোন।
ধাপে ধাপে প্রকাশ্যে
জনপ্রিয় ই-কমার্স সাইটের তালিকায় এসেছে ফোনটি। সেখানকার তথ্য অনুযায়ী ২৮ এপ্রিল সেটিকে প্রকাশ্যে আনা হবে। তবে তার আগে ফোনটি নিয়ে নানা তথ্য ধাপে ধাপে সামনে আনবে ওয়ানপ্লাস (OnePlus). নতুন মডেলে ক্যামেরা ঠিক কীরকম হবে? ১৯ এপ্রিল সামনে আসবে সেই তথ্য। ডিসপ্লে কেমন হবে? রিফ্রেশ রেট কেমন? সেই তথ্য পেতে গেলে উৎসাহীদের অপেক্ষা করতে হবে ২৩ এপ্রিল পর্যন্ত।
প্রতিযোগী কারা?
সূত্রের খবর, রিয়েলমির একটি মডেল Realme 9 Pro+ এর specification এর সঙ্গে বেশ কিছু মিল থাকতে পারে OnePlus Nord CE 2 Lite 5G-এর। আপাতত যে যে বৈশিষ্ট্যগুলির খবর পাওয়া যাচ্ছে, তা বিচার করলে সেরকমই মনে হচ্ছে। সূত্রের খবর, Nord CE 2 Lite 5G-তে ৬.৫৯ ইঞ্চির স্ক্রিন থাকতে পারে। যা সত্যি হলে Realme 9 Pro+ এর তুলনায় বড় আকারের স্ক্রিন থাকবে এখানে। এছাড়া দুইরকম স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকবে এখানে। ৬ জিবি ও ৮ জিবি RAM-এর সঙ্গে ১২৮ জিবি বা ২৫৬ জিবি মেমোরি স্টোরেজের অপশন থাকছে। ওয়ানপ্লাসের নতুন ফোনে থাকছে Snapdragon 695 chipset. প্রাইমারি ক্যামেরা থেকে সেলফি ক্যামেরা। চমক থাকবে তাতেও, খবর সূত্রের।
আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার সঙ্গে পাকাপাকি বিচ্ছেদ, কেন্দ্রের অধীনেই অ্যালায়েন্স এয়ার