Patanjali: পতঞ্জলির 'ঐতিহাসিক সাফল্য' ! আন্তর্জাতিক গবেষণা তালিকায় স্থান পেল কিডনি-সমস্যার ওষুধ 'রেনোগ্রিট'
Patanjali Kidney Medicine 'Renogrit': পতঞ্জলি জানিয়েছে, রিসার্চ জার্নাল সায়েন্টিফিকেট রিপোর্টসে প্রকাশিত রেনোগ্রিট গবেষণাপত্রটি ইতিমধ্যেই ২৫৬৮ বার ডাউনলোড হয়ে গিয়েছে।

Patanjali News: আয়ুর্বেদিক পণ্য, প্রাকৃতিক ওষুধ দেশে ছড়িয়ে দিয়েছে পতঞ্জলি। আর এবারে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে পতঞ্জলি। এই সংস্থার বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে আয়ুর্বেদিক একটি কিডনির সমস্যার ওষুধ (Patanjali) এনেছিলেন বাজারে যার নাম 'রেনোগ্রিট', আর এই ওষুধকে ঘিরেই এসেছে সাফল্য। পতঞ্জলি দাবি করেছে এই ওষুধ নেচার পোর্টফোলিওর বিখ্যাত গবেষণা জার্নাল 'সায়েন্টিফিক রিপোর্টস'এ প্রকাশ পেয়েছে। এমনকী ২০২৪ সালের সেরা ১০০টি গবেষণাপত্রের মধ্যে স্থান পেয়েছে।
আন্তর্জাতিক মহলে বিজ্ঞানীদের মধ্যেও স্থান করে নিচ্ছে আয়ুর্বেদ
পতঞ্জলি জানিয়েছে, রিসার্চ জার্নাল সায়েন্টিফিকেট রিপোর্টসে প্রকাশিত রেনোগ্রিট গবেষণাপত্রটি ইতিমধ্যেই ২৫৬৮ বার ডাউনলোড হয়ে গিয়েছে। এর মাধ্যমেই বোঝা যায় যে আয়ুর্বেদিক ওষুধ বা চিকিৎসা পদ্ধতি শুধু যে রোগ নিরাময়ে দক্ষ তাই নয়, বিজ্ঞানীদের মধ্যে একে ঘিরে কৌতূহলও বাড়ছে। সায়েন্টিফিক রিপোর্টস গবেষণা জার্নালটি ইম্প্যাক্ট ফ্যাক্টর রেখেছে ৩.৮, সারা বিশ্বের মধ্যে সবথেকে বেশি পঠিত গবেষণা জার্নালের মধ্যে এটি রয়েছে পঞ্চম স্থানে।
আয়ুর্বেদিক ওষুধ শংসাপত্র অর্জন করছে : পতঞ্জলি
পতঞ্জলি সংস্থা জানিয়েছে, এটি এখন নিশ্চিত যে আয়ুর্বেদিক ওষুধ যে এখন রোগ নিরাময়ে সফল প্রমাণিত হচ্ছে তাই নয়, বিজ্ঞানীদেরও ভাবতে বাধ্য করাচ্ছে যে কীভাবে কোন ভেষজের সাহায্যে বড় বড় রোগের চিকিৎসা করা সম্ভব এবং তা হবে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই। পতঞ্জলির দাবি যে এই কিডনির ওষুধ রেনোগ্রিট শুধু যে কিডনির ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করে তাই নয়, ক্যানসারের চিকিৎসার ওষুধ সিসপ্লাটিনের পার্শ্বপ্রতিক্রিয়া থেকে বাঁচায় কিডনিকে। কিডনি কোষে অক্সিডেটিভ স্ট্রেসও কমায়।
বিশ্বব্যাপী স্বীকৃতি পাচ্ছে আয়ুর্বেদের বৈজ্ঞানিক সত্যতা : আচার্য বালকৃষ্ণ
পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থার সহ প্রতিষ্ঠাতা, ম্যানেজিং ডিরেক্টর এবং যোগগুরু বাবা রামদেবের ঘনিষ্ঠ শিষ্য আচার্য বালকৃষ্ণ জানিয়েছেন, 'আয়ুর্বেদ যে দিনে দিনে বিজ্ঞানের দ্বারাও বিশ্বে স্বীকৃতি পাচ্ছে তার অন্যতম প্রমাণ হল রেনোগ্রিটের এই সাফল্য। যখন প্রাচীন ভারতীয় বিজ্ঞানের সঙ্গে আধুনিক কৌশল মিশে যায়, প্রকাশ্যে আসে অসাধারণ ফলাফল।' তিনি আরও জানান যে আয়ুর্বেদ যে বিশ্বব্যাপী তার বৈজ্ঞানিক সত্যতার স্বীকৃতি পাচ্ছে তার জন্য রেনোগ্রিটের এই সাফল্য একটা বড় পদক্ষেপ'।
কিছুদিন আগেই নাগপুরে পতঞ্জলির বিশাল মাপের ফুড অ্যান্ড হার্বাল পার্কের উদ্বোধন হয়েছে। এই দিনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকড়ী এবং দেবেন্দ্র ফড়নবীশ। এই ফুড পার্ক নিয়ে নীতীন গডকড়ী জানিয়েছিলেন যে এবার বিদর্ভের কৃষক আত্মহত্যার মত বিষয়টির কারুণ্য কমে আসবে দেশে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
