Patanjali University : পতঞ্জলি বিশ্ববিদ্যালয়ে 'শাস্ত্রোৎসব', অংশ নিয়ে এই বললেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি
Baba Ramdev : এই অনুষ্ঠানে তিনি বলেন, 'আমাদের ধর্মগ্রন্থগুলি নিছক বই নয়, মহাবিশ্বের রহস্য বোঝার মাধ্যম।'

Baba Ramdev : পতঞ্জলি বিশ্ববিদ্যালয় করল সর্বভারতীয় শাস্ত্রোৎসবের আয়োজন। উত্তরাখণ্ডের হরিদ্বারের পতঞ্জলি বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এই অনুষ্ঠানে তিনি বলেন, 'আমাদের ধর্মগ্রন্থগুলি নিছক বই নয়, মহাবিশ্বের রহস্য বোঝার মাধ্যম।'
কী ব্যাখ্য়া করেছেন মুখ্যমন্ত্রী
অনুষ্ঠানে সিএম ধামি বলেন, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের শিকড় আমাদের প্রাচীন ধর্মগ্রন্থগুলির মধ্য়ে রয়েছে। এগুলির মধ্যে বিজ্ঞান, যোগব্যায়াম, গণিত, চিকিৎসা এবং দর্শনের মতো ক্ষেত্রগুলিতে জ্ঞানের ভান্ডার রয়েছে। ঋষিদের পরিচালিত গবেষণাগুলিকে কেবল সংরক্ষণই নয়, এগুলিকে নতুন উপায়ে বিকাশের প্রয়োজনীয়তা রয়েছে। অনুষ্ঠানে জাতি ও বিশ্বের কাছে সংস্কৃত ও শাস্ত্রের জ্ঞান ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে মুখ্যমন্ত্রী।
যোগগুরু রামদেব বলেন এই কথা
পতঞ্জলি বিশ্ববিদ্যালয়ের আচার্য ও যোগগুরু বাবা রামদেবও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, "সংস্কৃত শুধুমাত্র একটি ভাষা নয়, এটি সারা বিশ্বের যেকোনো ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে। সনাতন ধর্ম এবং প্রাচীন ভারতীয় ধর্মগ্রন্থ বিশ্বের সমস্ত জ্ঞান রয়েছে।"
স্বামী রামদেব সর্বভারতীয় শাস্ত্রোৎসবকে সংস্কৃত ও সংস্কৃতির সঙ্গম হিসাবে বর্ণনা করেন। তিনি বলেন, যে সব আদি ভাষা সংস্কৃত থেকে সৃষ্টি হয়েছে, আমাদের তা নিয়ে গর্ব করা উচিত। তিনি সংস্কৃত ভাষার প্রচারের এবং ভারতীয় জ্ঞান ঐতিহ্যকে পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তার উপর জোর দেন।
ভারতীয় সংস্কৃতির গর্ব সংস্কৃত, বলেন আচার্য বালকৃষ্ণ
পতঞ্জলি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বালকৃষ্ণ এই অনুষ্ঠানে সবার সামনে সংস্কৃতের গুরুত্ব তুলে ধরেন। এই ভাষাকে তীর্থযাত্রার মতো বলে বর্ণনা করেন তিনি। উপাচার্য বলেন, এই ভাষা আমাদের সংস্কৃতির গর্ব। অনুষ্ঠানে তিনি সারাদেশের পণ্ডিত এবং ছাত্রদের কাছে ভারতীয় ধর্মগ্রন্থের গুরুত্ব মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য আবেদন করেন।
৩০ রাজ্যের অংশগ্রহণকারীদের সম্মানিত করা হয় অনুষ্ঠানে
উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ‘নিশঙ্ক’ অনুষ্ঠানে বলেছেন, সংস্কৃতে সমস্ত জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি রয়েছে। তিনি উত্তরাখণ্ডে সংস্কৃতকে রাজভাষার মর্যাদা প্রদানের কথা উল্লেখ করেন। এই অনুষ্ঠানে ৩০টি রাজ্যের অংশগ্রহণকারীদেরও সম্মানিত করা হয়।
Baba Ramdev: হলিস্টিক হিলিংয়ে দেশবাসীর আস্থা অর্জন করেছে পতঞ্জলি আয়ুর্বেদ। বর্তমানে বাবা রামদেবের মালিকানাধীন পতঞ্জলি আয়ুর্বেদ ভারতের আয়ুর্বেদিক স্বাস্থ্য পরিষেবা খাতে নিজেদের উপস্থিতি বিস্তার করেছে। দেশে অল্টারনেটিভ মেডিসিন বা বিকল্প ওষুধ শিল্পে এটি মুখ্য সংস্থা হিসেবে উঠে এসেছে।
কাদের নেতৃত্বে এই উন্নয়ন
যোগগুরু বাবা রামদেব ও আচার্য বালকৃষ্ণ মানুষের দৈনন্দিন চাহিদা মেটাতে আয়ুর্বেদের পরিষেবাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। আয়ুর্বেদের প্রাকৃতিক প্রতিকারের মাধ্যমে মানুষের কাছে একটি বিকল্প নির্ভরযোগ্য রাস্তা তুলে ধরেছে পতঞ্জলি আয়ুর্বেদ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
