Paytm নিয়ে নতুন রেটিং দিল ব্রোকিং ফার্ম, আজ কমল না বাড়ল স্টকের প্রাইস ?
Stock Market: নতুন করে ব্রোকিং ফার্মের টার্গেট আরও ধস নামাল পেটিএমের স্টকে(Paytm Stock Price)। আজ ফের কমল পেটিএমের দাম। প্রায় ৯ শতাংশ কমেছে স্টক।
Stock Market: আশা দেখাল না স্টক (Share Market)। নতুন করে ব্রোকিং ফার্মের টার্গেট আরও ধস নামাল পেটিএমের স্টকে(Paytm Stock Price)। আজ ফের কমল পেটিএমের দাম। প্রায় ৯ শতাংশ কমেছে স্টক। প্রায় ৫০ শতাংশ নীচে আছে। এখন কিনলে কি উঠতে পারে শেয়ার ?
আজ কী অবস্থা পেটিএমের শেয়ারে
Paytm-এ আজ পতন অব্যাহত রয়েছে। Paytm-এর মূল কোম্পানি One 97 Communications-এর স্টক আজকের ট্রেডিং সেশনে 386.25-এর সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে, যা 8.60% হ্রাস পেয়েছে৷ স্টকটি এখন 400-র নীচে নেমে গেছে। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের ওপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করায় পেটিএমে এই ধস শুরু হয়েছে।
গ্লোবাল ব্রোকারেজ ফার্ম কী বলছে ?
সাম্প্রতিক বেশ কয়েকটি সেশনে পেটিএমের শেয়ার কিছুটা ওপরে উঠে আসে। কিছু খবরের ভিত্তিতে ঘটে এই ঘটনা। যদি গ্লোবাল ব্রোকারেজ কোম্পানি ম্যাককুয়ারিও স্টকের রেটিংকে 'আন্ডারপারফর্ম'-এ নামিয়ে আনতেই ফের বিপদ বেড়েছে। নতুন করে কোম্পানি বিভিন্ন বিভাগে পেটিএমের রাজস্ব হ্রাসের কথা উল্লেখ করে 650 এর আগের টার্গেট প্রাইস থেকে সরে এসেছে। এখন শেয়ার প্রতি তার টার্গেট প্রাইস উল্লেখযোগ্যভাবে 275 টাকা কমিয়েছে। এই সংশোধিত টার্গেট মূল্য শেয়ার প্রতি 396 এর বর্তমান ট্রেডিং মূল্য থেকে 35% পতনের সম্ভাবনা নির্দেশ করে।
৯ ট্রেডিং সেশনে ৫০ শতাংশ পড়ল শেয়ার
1 ফেব্রুয়ারিতে RBI-এর সিদ্ধান্তের পর Paytm-এর স্টক পরবর্তী দুই ট্রেডিং দিনে 20% এর তীব্র পতনের সম্মুখীন হয়েছে। এই নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে স্টকটি এখন মাত্র 9টি ট্রেডিং সেশনে তার মূল্যের প্রায় 50% হারিয়েছে।
Paytm পেমেন্ট ব্যাঙ্কে EPF-ক্লেইমে নিষেধাজ্ঞা!
EPFO 8 ফেব্রুয়ারি 2024-এ সমস্ত ফিল্ড অফিসে একটি সার্কুলার জারি করেছে। এই সার্কুলারে লেখা আছে, ব্যাঙ্কিং সেকশন 1 নভেম্বর 2023-এ Paytm পেমেন্টস ব্যাঙ্ক এবং এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্টে EPF দাবির পেমেন্ট নিষ্পত্তি করার জন্য একটি আদেশ জারি করেছিল। এছাড়াও 31 জানুয়ারি 2024-এ রিজার্ভ ব্যাঙ্ক 29 ফেব্রুয়ারি 2024 থেকে Paytm পেমেন্ট ব্যাঙ্ক গ্রাহকদের অ্যাকাউন্টে ক্রেডিট বা জমা লেনদেন নিষিদ্ধ করেছে।
কেন হঠাৎ এই অবস্থা
মিডিয়া রিপোর্ট বলছে,দেশের বৃহত্তম সিকিউরিটিজ ডিপোজিটরি সিডিএসএল বর্তমানে গ্রাহক যাচাইকরণ প্রক্রিয়া শুরু করছে Paytm Money-তে। এরপরই Paytm-এর শেয়ারের ওপর আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা। পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিষেধাজ্ঞার পর know-your-customer (KYC) প্রক্রিয়ার যাচাইকরণ নিয়ে অভিযান শুরু করেছে সিডিএসএল। যার জেরে স্টকের এই অবস্থা।
আশঙ্কা কমেনি পেটিএমের শেয়ারে (Paytm Share Price)। নতুন করে সংবাদ মাধ্যমের রিপোর্টের ভিত্তিতে ফের বিপদে বাড়তে পারে এই ফিনটেক সংস্থার (Fintech Company)। এবার লাইসেন্স বাতিলের খবর রটছে পেটিএমকে (Paytm Share Price) ঘিরে।
Paytm Share Price: পেটিএমের শেয়ার এখনও বাড়বে ভাবছেন ! আজ কী হয়েছে জানেন ?