ITC Share: বাজারে আসবে ITC হোটেলসের শেয়ার, পোর্টফোলিওতে ITC-র শেয়ার থাকলে কী সুবিধে ?
ITC Demerger: আইটিসির এই ডিমার্জারের অনুমোদনের জন্য সংস্থা তাঁর শেয়ারহোল্ডারদের সঙ্গে সভা করবে আগামী ৬ জুন। বৈঠকেই ঠিক হবে আইটিসি হোটেলসের শেয়ার পৃথকভাবে তালিকাভুক্ত হবে বাজারে।
ITC Demerger: এফএমসিজি সেক্টরের এই গুরুত্বপূর্ণ সংস্থা আইটিসি লিমিটেডের এক বড় খবর আগেই জানা গিয়েছিল। আইটিসি লিমিটেড থেকে আলাদা হয়ে পৃথকভাবে বাজারে তালিকাভুক্ত হতে চলেছে আইটিসি হোটেলসের শেয়ার। আইটিসির শেয়ারহোল্ডাররা সেই খবর শোনার পর থেকেই বেশ উদ্গ্রীব হয়েছিলেন একটা বিশেষ দিনের অপেক্ষায়। এবার জানা গেল সেই দিন। আইটিসির এই ডিমার্জারের অনুমোদনের জন্য সংস্থা তাঁর শেয়ারহোল্ডারদের সঙ্গে সভা করবে আগামী ৬ জুন। বৈঠকেই ঠিক হবে আইটিসি হোটেলসের শেয়ার পৃথকভাবে তালিকাভুক্ত হবে বাজারে।
ডিমার্জার হবে সংস্থার
আইটিসি বাজার নিয়ন্ত্রক সেবির কাছে এক্সচেঞ্জ ফাইলিংয়ে এই তথ্য জানিয়েছে। আইটিসি জানিয়েছে আগামী ৬ জুন শেয়ারহোল্ডারদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হবে সকাল ১০.৩০ টায় ইলেকট্রনিক মোডে। ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের নির্দেশেই এই সভা ডাকা হয়েছে। ২০২৩ সালের অগস্ট মাসে সংস্থার একটি বোর্ড মিটিংয়ে প্রথমবার এই বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছিল। এমনকী সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সমস্ত শেয়ারহোল্ডারদের আইটিসি লিমিটেডের ১০ টি শেয়ারের বদলে ১টি আইটিসি হোটেলসের শেয়ার দেওয়া হবে।
আসবে আইটিসি হোটেলসের আলাদা শেয়ার
ডিমার্জার প্রক্রিয়া শেষ হওয়ার পরে শেয়ারহোল্ডার, ঋণদাতা, সেবি এবং স্টক এক্সচেঞ্জের অনুমোদনক্রমে বাজারে আইটিসি হোটেলসের শেয়ার তালিকাভুক্ত হবে। জানা গিয়েছে আইটিসির হোটেল ব্যবসার ৪০ শতাংশ শেয়ার থাকবে মূল সংস্থা অর্থাৎ আইটিসি লিমিটেডের কাছে। বাকি ৬০ শতাংশ শেয়ার থাকবে শেয়ারহোল্ডারদের কাছে। এই শেয়ারের ফেসভ্যালু থাকবে ১ টাকা।
আইটিসি হোটেলসের ব্যবসা
সারা দেশের ৭০টি জায়গায় ১১,৬০০টি ঘর সহ আইটিসির মোট ১২০টি হোটেল আছে। সংস্থার বিশ্বাস, ভবিষ্যতে হোটেল ব্যবসা আরও উন্নত ও ভাল হবে এবং নতুন হোটেল ইউনিটের মূল ফোকাস ব্যবসার পাশাপাশি থাকবে মূলধন গঠনেও।
নেগেটিভ রিটার্ন দিয়েছে আইটিসি
এর আগে আইটিসির শেয়ার ০.০৭ শতাংশ পড়ে ৪২৮.৯০ টাকায় বন্ধ হয়। গত তিন মাসের হিসেব দেখলে আইটিসির শেয়ারের দাম ৭.৫ শতাংশ কমে গিয়েছে, অর্থাৎ এই শেয়ারে নেগেটিভ রিটার্ন এসেছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না । )
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।