(Source: ECI/ABP News/ABP Majha)
Petrol Price: সপ্তাহান্তে দাম কি বাড়ল পেট্রোলের ? কলকাতায় কত করে লিটার আজ ?
Petrol Diesel Price on 7 September: আজ শনিবার ৭ সেপ্টেম্বর দেখে নিন বাংলার কোন কোন জেলায় পেট্রোল ডিজেলের দাম বাড়ল, আর আপনার শহরে তেল ভরাতে আজ কত টাকা খরচ হবে।
Fuel Price Today: জ্বালানি তেলের চাহিদা ক্রমেই বাড়ছে দেশে। গাড়ি-বাইকের বিক্রিও বাড়ছে। তবে এখন অনেকেই বৈদ্যুতিন যানবাহনের উপর নির্ভরশীল হয়ে পড়ছেন খুব বেশি করে। ফলে পেট্রোল ডিজেলের বর্ধিত দামের (Petrol Diesel Price) চাপ থেকে মুক্তি এবং খরচও অনেকটাই বাঁচছে। তবে বেশিরভাগ মানুষের কেনা আছে পেট্রোল বা ডিজেলের গাড়ি-বাইক কিংবা স্কুটার। আর এই জ্বালানি তেলের দাম প্রতিদিনই ওঠানামা করে। ২০২২ সালের মে মাস থেকে দেশে একই রয়েছে এই জ্বালানি তেলের দাম। খুব একটা দাম কমেনি। তবে জানা গিয়েছে সৌদি আরব অপরিশোধিত তেলের দাম কমানোর কারণে দেশের বাজারে পেট্রোল ডিজেলের দামে (Petrol Price) খানিক কমতি দেখা যেতে পারে আগামী মাস থেকে। এ নিয়ে এখনও স্পষ্ট সিদ্ধান্ত কিছু জানা যায়নি।
আজ শনিবার ৭ সেপ্টেম্বর দেখে নিন বাংলার কোন কোন জেলায় পেট্রোল ডিজেলের দাম বাড়ল, আর আপনার শহরে তেল ভরাতে আজ কত টাকা খরচ হবে।
রাজ্যের কোন কোন জেলায় দাম বাড়ল আজ
আলিপুরদুয়ারে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০০ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৩ টাকা।
কোচবিহারে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.৩২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৩.০৩ টাকা।
দার্জিলিং পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪.৯২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯১.৭৩ টাকা।
হুগলিতে আজ শনিবার পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.৩৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.১৬ টাকা।
মালদায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪.৮৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯১.৭০ টাকা।
মুর্শিদাবাদে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.৮১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৫৭ টাকা।
উত্তর ২৪ পরগণায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.৫৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৩০ টাকা।
পূর্ব মেদিনীপুরে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.৩০ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.০৫ টাকা।
নদিয়ায় আজ পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.৯৭ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭১ টাকা।
আপনি যদি একজন BPCL গ্রাহক হন, তাহলে পেট্রল-ডিজেলের দাম দেখতে RSP <ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে পাঠান। অন্যদিকে, HPCL গ্রাহকরা HPPRICE <ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে পাঠান। পাশাপাশি ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা RSP <ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে পাঠালে মেসেজের মাধ্যমে আজকের সর্বশেষ পেট্রল ও ডিজেলের দাম সম্পর্কে জানতে পারবেন।