PM Modi Speech : GST 2.0 নিয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর, সোম থেকে শুরু 'সাশ্রয় উৎসব', আপনার লাভ কী ?
GST Bachat Utsav : সোম থেকেই সঞ্চয় উৎসবের (GST 2.0) ঘোষণা করেছেন তিনি। এতে সাধারণ দেশবাসীর কী লাভ, তা বুঝিয়েছেন তিনি।

GST Bachat Utsav : সপ্তাহের শুরুতেই আম আদমির জন্য ভাল খবর। মহালয়ের বিকেলে 'এক দেশ-এক কর' (One Nation One Tax) প্রক্রিয়ার বাস্তবায়ন নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সোম থেকেই সঞ্চয় উৎসবের (GST 2.0) ঘোষণা করেছেন তিনি। এতে সাধারণ দেশবাসীর কী লাভ, তা বুঝিয়েছেন প্রধানমন্ত্রী।
কেন GST সংস্কারের প্রয়োজন ছিল ভারতে
এদিন নবরাত্রির জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নবরাত্রির প্রথম দিন থেকে নতুন GST কার্যকর হবে। নবরাত্রির শুরুতেই আত্মনির্ভরতায় নতুন পদক্ষেপ নেবে ভারত। এর মাধ্যমে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী, সবাই উপকৃত হবেন। নতুন GST বাণিজ্যকে আরও উৎসাহিত করবে। আগে সবাই হাজারো করের বোঝায় জর্জরিত ছিলেন। ট্যাক্স ও টোলের জেরে জর্জরিত ছিল দেশবাসী। আলাদা-আলাদা করের জন্য সমস্যা বাড়ত। এই অবস্থা থেকে বেরনো দরকার ছিল। সেই লক্ষ্যেই GST কার্যকর হয়েছে।
কীভাবে কতটা লাভবান হবে দেশবাসী
এবার কেন্দ্র ও রাজ্যগুলির উদ্যোগে জিএসটি সংস্কার সম্ভব হয়েছে। স্বাধীনতার পর দেশের অন্যতম বড় কর সংস্কার GST । এবার থেকে মূলত ৫% ও ১৮% GST দিতে হবে সবাইকে। নতুন GST হারে অনেক জিনিসের দাম কমবে। এখন নিউ মিডলক্লাসদের যুগ, সেই ক্ষেত্রে দেশবাসীর স্বপ্নপূরণ এখন সহজ হয়ে গেল। পর্যটনেও নতুন GST-র সুবিধা মিলবে।
দেশবাসীর স্বপ্নপূরণ এখন আরও সহজ
এই নতুন জিএসটি সংস্কারের ফলে পর্যটনেও নতুন GST-র সুবিধা পাবে। হোটেল ভাড়াতেও GST কমছে, যার ফলে উপকৃত হবেন পর্যটকরা। প্রধানমন্ত্রীর মতে, এই জিএসটি কার্য়কর হওয়ার পর আমাদের আত্মনির্ভরতার পথে এগিয়ে চলতে হবে। নতুন GST-তে লাভবান হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। দেশ যখন সমৃদ্ধির শিখরে ছিল, তখন উন্নয়নের ভিত্তি ছিল ক্ষুদ্র ও মাঝারি শিল্প।
দেশীয় পণ্য তৈরি ও ব্যবহারে জোর
অতীতেও এই কথা শোনা গিয়েছে তাঁর মুখে। ট্রাম্প ভারতের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক চাপানোর পর, এদিনও বিদেশি পণ্যের জাল থেকে মুক্তির কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারতে তৈরি জিনিস কিনুন। দেশের সব ঘরকে স্বদেশিয়ানার প্রতীক হওয়ার আহ্বান জানা প্রধানমন্ত্রী।






















